30th December Bengali Current Affairs 2021 | ৩০ই ডিসেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স - Edu Talk with Krishna Sir
নমস্কার বন্ধুরা , আজ EDUTALK WITH KRISHNA SIR এর আয়োজিত Current Affairs পর্বে থাকছে ৩০ই ডিসেম্বর ২০২১ তারিখের কারেন্ট আফিয়ার্স, যা প্রতিযোগিতামূলক পরীক্ষা এর জন্য বেশ উপযোগী। আমাদের এই অনলাইন Current Affairs গুলি গ্রহণ করুন সম্পূর্ণ ফ্রীতে।

কারেন্ট অ্যাফেয়ার্স

৩০ই ডিসেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

30th December Bengali Current Affairs

1.সম্প্রতি অতুল কুমার গোয়েল কোন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন?
ⓐ UCO Bank
ⓑ HDFC Bank
ⓒ Punjab National Bank
ⓓ Axis Bank

2.Indian Institute of Corporate Affairs-এর ডিরেক্টর জেনারেল এবং CEO হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ অতুল ডিংকর রানে
ⓑ প্রবীণ কুমার
ⓒ সুশীল চন্দ্র
ⓓ অজয় ত্যাগী

3.Atal Ranking 2021-এ প্রথম স্থানে আছে কোন প্রতিষ্ঠান?
ⓐ IIT Kanpur
ⓑ IIT Delhi
ⓒ IIT Bombay
ⓓ IIT Madras

4.Shyama Prasad Mukherji Rurban Mission এর বাস্তবায়নে প্রথমস্থান অর্জন করলো কোন রাজ্য?
ⓐ তামিলনাড়ু
ⓑ গুজরাট
ⓒ তেলেঙ্গানা
ⓓ কেরালা

5.বিশ্বে প্রথম ডুয়েল মোড ভেহিকেল তৈরি করলো কোন দেশ?
ⓐ চীন
ⓑ জাপান
ⓒ রাশিয়া
ⓓ আমেরিকা

6.পঞ্চম ভারতীয় পেসার হিসাবে ২০০টি টেস্ট উইকেট নিলেন কে?
ⓐ মহম্মদ শামি
ⓑ জাহির খান
ⓒ ইশান্ত শর্মা
ⓓ কপিল দেব

7.“Ziyuan-1 02E” নামে ক্যামেরা স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ?
ⓐ ইজরায়েল
ⓑ রাশিয়া
ⓒ জাপান
ⓓ চীন

8.আগামী দু বছরের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ বীরেন্দ্র কুমার
ⓑ মনোজ মালব্য
ⓒ অতীশ কুমার
ⓓ সুখেন ব্যানার্জি

9.মধ্যপ্রদেশের মহউতে কোয়ান্টাম ল্যাবরেটরি উদ্বোধন করলো কোন প্রতিরক্ষা বাহিনী?
ⓐ ইন্ডিয়ান আর্মি
ⓑ ইন্ডিয়ান এয়ার ফোর্স
ⓒ ইন্ডিয়ান নেভি
ⓓ ইন্ডিয়ান কোস্ট গার্ড

10.সম্প্রতি “No-Objection Certificate” (NOC) ছাড়া কোনো বিদেশীকে বিবাহের উপর নিষেধাজ্ঞা জারি করলো কোন দেশ?
ⓐ ভারত
ⓑ পাকিস্তান
ⓒ শ্রীলংকা
ⓓ নেপাল


Read More::


আমাদের WhatsApp Group-এ যুক্ত হন


Recent Posts
◐ প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন।
◐ ডিপ্লোমা/আই টি আই পাশেই ইনকা ইনফোটেক টেকনোলজিসে চাকরির সুযোগ, ৩ লক্ষ টাকা পর্যন্ত বেতন
◐ আইটিআই/ডিপ্লোমা পাশেই ডজকো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে চাকরির সুবর্ণ সুযোগ।
◐ ডিপ্লোমা/আই টি আই পাশেই ইনকা ইনফোটেক টেকনোলজিসে চাকরির সুযোগ, ২ লক্ষ টাকা পর্যন্ত বেতন
◐ ইউনিয়ন ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ চলছে, ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন
◐ দশম শ্রেণী পাশেই ভারতীয় এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে চাকরির সুযোগ
◐ রাজ্য খাদ্য দফতরে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার টাকা
◐ Indian Navy Recruitment 2021
◐ Asteria Aerospace Recruitment 2022