IARI Recruitment 2021: দশম পাশেই ভারতীয় এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে চাকরির সুযোগ, ৬৯ হাজার টাকা পর্যন্ত বেতন - Indian Agricultural Research Institute Recruitment 2021 apply online for Technician - Edutalk with Krishna Sir

IARI Recruitment 2021: আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এই পদে যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারেন। আবেদন শুরু হবে ১৮ই ডিসেম্বর ২০২১ এবং আবেদনের শেষ তারিখ ১০ই জানুয়ারী ২০২২।

ভারতীয় এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে চাকরি করার দারুণ সুযোগ
ভারতীয় এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে চাকরি করার দারুণ সুযোগ

IARI Recruitment 2021: ভারতীয় এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে চাকরি করার দারুণ সুযোগ তৈরি হয়েছে। সেখানে নিয়োগ (IARI Recruitment 2021) করা হবে। টেকনিসিয়ান পদে নিয়োগের নোটিফিকেশন জারি করা হয়েছে।

আবেদন সরকারি ওয়েবসাইটে
সরকারি ওয়েবসাইটে আবেদন করা যাবে। সেটি হল www.iari.res.in। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এই পদে যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ১০ই জানুয়ারী ২০২২।

আরও পড়ুন: রাজ্য খাদ্য দফতরে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার টাকা, কীভাবে আবেদন-যোগ্যতা

শিক্ষার যোগ্যতা
টেকনিসিয়ান (Technician) পদে আবেদনকারীদের দশম শ্রেণি পাশ করতে হবে। যে কোনও স্বীকৃত জায়গা থেকে পাশ করলেই হবে।

বয়সসীমা হতে হবে
আবেদনকারীর বয়স হতে হবে( ১০/০১/২০২২ হিসাবে ) ১৮ বছর থেকে ৩০ বছর পর্যন্ত। 


আবেদন মূল্য 
আবেদনদারির মধ্যে যারা UR/OBC-NCL(NCL)/EWS ক্যাটাগরির মধ্যে আছে তাদের আবেদন মূল্যে লাগবে মাত্র ১০০০ টাকা এবং যারা Women/SC/ST/ExServicemen/PH ক্যাটাগরির মধ্যে আছে তাদের আবেদন মূল্যে লাগবে মাত্র ৩০০ টাকা। এই আবেদনমূল্য টি Debit Cards, Credit Cards এবং Internet Banking এর মাদ্ধমে জমা করতে পারবেন। 

বেতন কত?
এই পদ (IARI Recruitment 2021)-এ সকল বাছাই করা প্রার্থীদের ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের www.iari.res.in ওয়েবসাইটে যেতে হবে। এটি একটি সরকারি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ফর্ম রয়েছে সেখান থেকে আবেদন টি সম্পূর্ণ করতে হবে।  

আরও পড়ুন: দশম-দ্বাদশ পাশেই নৌসেনায় চাকরি, ৪৩ হাজার টাকা পর্যন্ত বেতন

সময়সীমা
টেকনিসিয়ান পদে (Indian Navy Recruitment 2021)-এ আবেদন শুরু হবে ১৮ই ডিসেম্বর ২০২১ এবং আবেদনের শেষ তারিখ ১০ই জানুয়ারী ২০২২।

আরও পড়ুন: সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকদিন UDEMY এর পেইড কোর্স গুলি পেয়ে যান।

নির্বাচন পদ্ধতি 
শুধুমাত্র Computer Based Test(CBT) ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীর নির্বাচন করা হবে।

অফিসিয়াল বিজ্ঞাপন দেখার জন্য এখানে ক্লিক করুন। 

অনলাইনে আবেদন করার জন্য এখানে ক্লিক করুন

Recent Posts
◐ প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন।
◐ রাজ্য খাদ্য দফতরে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার টাকা
◐ Indian Navy Recruitment 2021
◐ Asteria Aerospace Recruitment 2022
◐ COWI Recruitment 2022
◐ TCS NQT 2022
◐ Western Refrigeration Pvt Ltd Recruitment 2021
◐ Asahi India Glass Ltd. Recruitment 2021
◐ Mahindra CIE Automotive Recruitment 2022