Indian Navy Recruitment 2021 : দশম-দ্বাদশ পাশেই নৌসেনায় চাকরি, ৪৩ হাজার টাকা পর্যন্ত বেতন
Indian Navy Recruitment 2021: আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এই পদে যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ২৫ ডিসেম্বর।
ভারতীয় নৌসেনায় চাকরির দারুণ সুযোগ
ভারতীয় নৌসেনায় চাকরির দারুণ সুযোগ

Indian Navy Recruitment 2021: ভারতীয় নৌসেনা (Indian Navy)-য় চাকরি করার দারুণ সুযোগ তৈরি হয়েছে। সেখানে নিয়োগ (Indian Navy Recruitment 2021) করা হবে। সেলর পদে নিয়োগের নোটিফিকেশন জারি করা হয়েছে। 

আবেদন সরকারি ওয়েবসাইটে
সরকারি ওয়েবসাইটে আবেদন করা যাবে। সেটি হল joinindianarmy.gov.in। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এই পদে যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারেন। এগুলি সবই স্পোর্টস কোটায় নিয়োগ। আবেদনের শেষ তারিখ ২৫ ডিসেম্বর।

আরও পড়ুন: WBJEE 2022 : রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের রেজিস্ট্রেশন শুরু শুক্রবার থেকে, পরীক্ষা কবে?

শিক্ষার যোগ্যতা
পেটি অফিসার (Petty Officer) পদে আবেদনকারীদের দশম-দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে বা সমতুল যোগ্যতা থাকতে হবে। যে কোনও স্বীকৃত জায়গা থেকে পাশ করলেই হবে। সিনিয়র সেকেন্ডারি রিক্রুট (এসএসআর বা SSR) পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি পাশ করার সার্টিফিকেট থাকতে হবে। 

আরও পড়ুন: 1500+ Best Job WhatsApp Group Link 2021-22: Free Job Alerts

ম্যাট্রিক রিক্রুটস (MR) পদের জন্য আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পাশ করতে হবে। এর পাশাপাশি তাঁদের সংশ্লিষ্ট খেলায় যা যোগ্যতা চাওয়া হয়েছে, তা থাকতে হবে। এ ব্য়াপারে জানার জন্য সরকারি নোটিফিকেশন দেখুন।

আরও পড়ুন: Asteria Aerospace Recruitment 2022 | Inspector-Quality Control | Diploma | Fresher Full Time

পেটি অফিসার পদে জন্য আবেদনকারীর সর্বনিম্ন বয়স ১৭ বছর এবং সর্বোচ্চ বয়স ২২ হতে হবে। এসএসআর এবং এমআর পদের জন্য আবেদকের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: 430 টিরও বেশি B.Tech আসন খালি, যাদবপুর বিশ্ববিদ্যালয় কাউন্সেলিং বেরিয়েছে: রিপোর্ট

বেতন কত?
এই পদ (Indian Navy Recruitment 2021)-এ সকল বাছাই করা প্রার্থীদের ২১,৭০০ থেকে শুরু করে ৪৩,১০০ টাকা করে বেতন দেওয়া হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের joinindianarmy.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এটি একটি সরকারি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ফর্ম রয়েছে সেখান থেকে আবেদন টি সম্পূর্ণ করতে হবে।  

আরও পড়ুন: Mahindra CIE Automotive Recruitment 2022 | 50 Posts | Fresher | Full Time

সময়সীমা
নৌসেনার এই পদ (Indian Navy Recruitment 2021)-এ আবেদনের শেষ তারিখ ২৫ ডিসেম্বর। এছাড়া দেশের উত্তর-পূর্ব অংশ, জম্মু-কাশ্মীর, নিকোবর এবং লক্ষদ্বীপের  জন্য আবেদনের শেষ তারিখ ২০২২ সালের ১ জানুয়ারি।

Recent Posts
◐ 1500+ Best Job WhatsApp Group Link 2021-22: Free Job Alerts
◐ Asteria Aerospace Recruitment 2022
◐ COWI Recruitment 2022
◐ TCS NQT 2022
◐ Western Refrigeration Pvt Ltd Recruitment 2021
◐ Asahi India Glass Ltd. Recruitment 2021
◐ Mahindra CIE Automotive Recruitment 2022
◐ Insync Off Campus Drive 2022
◐ Udemy Paid Courses for Free - Monday, 16th Nov 2021