আজকের ইতিহাস - ৩
০৭ই আগস্ট -এর ঘটনাবলী, জন্ম ও মৃত্যু
🔷ঘটনাবলী🔷
1. রয়াল গ্রিনউইচ অবজারভেটরি স্থাপিত হয়।-
উত্তরঃ ১৬৭৫ সালে।
2.মিসৌরি আমেরিকার ২৪তম রাজ্যে পরিণত হয়।-
উত্তরঃ ১৮২১ সালে।
3. ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।-
উত্তরঃ ১৯১১ সালে।
4. বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়।-
উত্তরঃ ১৯১৩ সালে।
5. অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।-
উত্তরঃ ১৯১৪ সালে।
6. বাংলাদেশের আকাশ থেকে বিশাল আকৃতির একটি বরফ খণ্ড পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের পাশের একটি বাড়ির ক্ষয়ক্ষতি হয়।-
উত্তরঃ ২০০৭ সালে।
7.প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত ওসমানিয় সাম্রাজ্যের সাথে মিত্র পক্ষের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।-
উত্তরঃ ১৯২০ সালে।
8. চীনের গুরুত্বপূর্ণ থংজং হ্রদ ও কানতুং প্রদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জাপান হামলা চালায় এবং দুই বছর ঐ দেশ দু’টির মধ্যে যুদ্ধ চলে।য়-
উত্তরঃ ১৯৩৭ সালে।
9. দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিম লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়।-
উত্তরঃ ১৯৪৫ সালে।1. দ্বিতীয় জেমস, তিনি ছিলেন আরাগনের।-
উত্তরঃ ১২৬৭ সালে।
2. দ্বিতীয় আলবার্ট, তিনি ছিলেন জার্মানির রাজা।-
উত্তরঃ ১৩৯৭ সালে।
3. মুহাম্মদ শাহ, ভারতের মুঘল সম্রাট ছিলেন। (মৃ. ১৭৪৮)-
উত্তরঃ ১৭০২ সালে।
4. কার্ল রিটার, একজন প্রখ্যাত জার্মান ভূগোলবিদ। (মৃ. ১৮৫৯)-
উত্তরঃ ১৭৭৯ সালে।
5. কামিল বেন্স, তিনি ছিলেন ইতালিয়ান রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী। -
উত্তরঃ ১৮১০ সালে।
6. আবাই কুনানবিউলি, তিনি ছিলেন কাজাখ কবি, সুরকার ও দার্শনিক।-
উত্তরঃ ১৮৪৫ সালে।
7.আলেকজান্ডার গ্লাযুনভ, তিনি ছিলেন রাশিয়ান সুরকার, কন্ডাক্টর ও শিক্ষাবিদ।-
উত্তরঃ ১৮৬৫ সালে।
8. প্রমথ চৌধুরী, বাঙালি প্রাবন্ধিক, কবি ও লেখক।(মৃ.০২/০৯/১৯৪৬)-
উত্তরঃ ১৮৬৮ সালে।
9. অবনীন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় চিত্রশিল্পী এবং লেখক। (মৃ.০৫/১২/১৯৫১)-
উত্তরঃ ১৮৭১ সালে।
10. হার্বার্ট হুভার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি।-
উত্তরঃ ১৮৭৪ সালে।
10. মাতা হারি, একজন ওলন্দাজ নর্তকী। (মৃ. ১৯১৭)-
উত্তরঃ ১৮৭৬ সালে।11. যোহানেস কৎজ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। (মৃ. ১৯৩১)
12. অ্যান হার্ডিং, মার্কিন মঞ্চ, চলচ্চিত্র, বেতার ও টেলিভিশন অভিনেত্রী। (মৃ. ১৯৮১)
13. নিকোলাস রে, মার্কিন চলচ্চিত্র পরিচালক। (মৃ. ১৯৭৯)
14. ওয়লফগাং পাউল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
15. জেমস র্যান্ডি, কানাডীয়-আমেরিকান অবসরপ্রাপ্ত মঞ্চ যাদুকর এবং বৈজ্ঞানিক সংশয়ী।
16. এলিনর অস্ট্রম, একজন মার্কিন অর্থনীতিবিদ। (মৃ. ২০১২)
17. ডন উইলসন, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। (মৃ. ২০১২)
18. মোহাম্মদ বাদি, মিশরীয় মুসলিম ব্রাদারহুডের অষ্টম প্রধান গাইড( মুরশিদ)।
19. আনোয়ার ইব্রাহীম, তিনি ছিলেন মালয়েশিয়ার শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৭ম উপ-প্রধানমন্ত্রী।
20. গ্রেগ চ্যাপেল, অস্ট্রেলিয়ার সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
21. জুয়ান ম্যানুয়েল সান্তোস, তিনি কলম্বিয়ার ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৫৯ তম প্রেসিডেন্ট।
22. কোনরাড এলস্ট, বেলজিয়াম প্রাচ্যবিদ এবং লেখক।
23. আলী শাহ, জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
24. রসানা আরকুয়েটে, তিনি আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
25. ডেভিড ডুকভ্নি, একজন মার্কিন অভিনেতা।
26. আন্তোনিও বান্দেরাস, তিনি স্প্যানিশ অভিনেতা ও প্রযোজক।
27. সুজান কলিন্স, তিনি আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।
28. ফুলন দেবী, তিনি ছিলেন ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ।
29. জিমি ওয়েলস, মার্কিন ব্যবসায়ী এবং উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা।
30. ব্রেন্ডন পল জুলিয়ান, তিনি নিউজিল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার ও সাংবাদিক।
31. ডমিনিক কর্ক, ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
32. হাভিয়ের আদেলমার জানেত্তি, আর্জেন্টিনা সাবেক ফুটবল।
33. মাইকেল শ্যানন, মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ।
34. হাইফা আল-মনসুর, তিনি সৌদি আরবের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক।
35. শার্লিজ থেরন, দক্ষিণ আফ্রিকান-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক।
36. ইলহান মান্সিজ, তিনি তুর্কি সাবেক ফুটবলার।
37. ওয়েড ব্যারেট, তিনি ইংরেজ মুষ্টিযোদ্ধা, কুস্তিগীর ও অভিনেতা।
38. লুকাস টিল, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
- আল আবু জাফর হারুন ইবনে মুহাম্মদ আল মুতাসিম, তিনি ছিলেন আব্বাসীয় খলিফা।
- গুইলাউমে ডুবইস, তিনি ছিলেন ফরাসি অঙ্কবাচক ও রাজনীতিবিদ।
- ষষ্ঠ ফেরডিনান্ড, তিনি ছিলেন স্পেনের রাজা।
- রামরাম বসু বাংলা গদ্যসাহিত্যের আদি লেখকদের একজন।(জ.১৭৫৭)
- জনস জ্যাকব বার্জেলিয়াস, একজন সুয়েডীয় রসায়নবিদ ছিলেন। (জ. ১৭৭৯)
- কনস্তান্তিন স্তানিস্লাভ্স্কি, ছিলেন একজন রুশ মঞ্চ অভিনেতা ও নির্দেশক। (জ. ১৮৬৩)
- রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতবর্ষের প্রথমনোবেল বিজয়ী বাঙালি কবি ও সাহিত্যিক। (জ. ১৮৬১)
- হরেন্দ্র কুমার মুখার্জি খ্যাতনামা বাঙালি শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল।(জ.০৩/১০/১৮৭৭)
- আলবার্ট উক্সিপ, তিনি ছিলেন এস্তোনিয়ান অভিনেতা, উদ্ভিদবিজ্ঞানী ও অনুবাদক।
- বাঙালি কবি, সাংবাদিক ও রাজনীতিবিদ সরোজ দত্ত।(জ.১৯১৪)
- জ্যাক গ্রিগরি, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। (জ. ১৮৯৫)
- রোসারিও ক্যাস্তেলানোস, মেক্সিকান কবি ও লেখক। (জ. ১৯২৫)
- বার্ট ওল্ডফিল্ড, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ইয়াহিয়া খান, তিনি ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।
- ক্রিস্টেন নিগার্ড, তিনি ছিলেন নরওয়েজিয়ান কম্পিউটার বিজ্ঞানী ও রাজনীতিবিদ।
- আইজাক হায়েজ, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক, প্রযোজক ও অভিনেতা।
- ন্যান্সি ওয়েক, ব্রিটিশ এজেন্ট হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে কাজ করেছেন। (জ. ১৯১২)
- ফ্রান্সেস ওল্ডহ্যাম কেলসি, ছিলেন একজন কানাডীয়-মার্কিন ফার্মাকোলজিস্ট ও চিকিৎসক। (জ. ১৯১৪)
- করুণানিধি মুথুবেল, ভারতীয় রাজনীতিক ও ভারতের তামিল নাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী। (জ. ১৯২৪)
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box