কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব - ১

Bengali Current Affairs
Bengali Current Affairs

নমস্কার বন্ধুরা , আজ EDUTALK WITH KRISHNA SIR এর আয়োজিত Current Affairs পর্বে থাকছে ৯ই আগস্ট ২০২১ তারিখের কারেন্ট আফিয়ার্স, যা প্রতিযোগিতামূলক পরীক্ষা এর জন্য বেশ উপযোগী। আমাদের এই অনলাইন Current Affairs পর্ব গুলি গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। 

1.নাগাসাকি দিবস পালন করা হয় কবে?
ⓐ ৬ই আগস্ট
ⓑ ৯ই আগস্ট
ⓒ ৭ই আগস্ট
ⓓ ১০ই আগস্ট

2.জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার কার্যকালের মেয়াদ আরও কত বছর বৃদ্ধি করা হলো?
ⓐ ১ বছর
ⓑ ২ বছর
ⓒ ৩ বছর
ⓓ ৪ বছর

3.সম্প্রতি Amazon India কোথায় তাদের ফুলফিলমেন্ট সেন্টার শুরু করবে?
ⓐ হরিয়ানা
ⓑ কর্ণাটক
ⓒ মহারাষ্ট্র
ⓓ তেলেঙ্গানা

4.১ বছর ভোকেশনাল ট্রেনিং-এর পর ৬০ জন ভিখারীকে চাকরী দিল কোন রাজ্য?
ⓐ উত্তরপ্রদেশ
ⓑ গুজরাট
ⓒ পাঞ্জাব
ⓓ রাজস্থান

5.সম্প্রতি ২০০০ জন OBC সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের ট্রেনিং দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য?
ⓐ মহারাষ্ট্র
ⓑ অন্ধ্রপ্রদেশ
ⓒ আসাম
ⓓ বিহার

6.করোনা ভাইরাস ভ্যাকসিন কেনার জন্য পাকিস্তানকে কত মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিল এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক?
ⓐ ২০০ মিলিয়ন
ⓑ ৫০০ মিলিয়ন
ⓒ ৩০০ মিলিয়ন
ⓓ ৪০০ মিলিয়ন

7.ভারতের প্রথম ন্যাশনাল এডুকেশন পলিসি (NEP 2020)-এর বাস্তবায়ন করবে কোন রাজ্য?
ⓐ কর্ণাটক
ⓑ দিল্লি
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ কেরালা

8.সম্প্রতি প্রয়াত সুভ্রমণিয়াম শঙ্কর নারায়ণ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ ব্যাডমিন্টন
ⓑ ক্রিকেট
ⓒ ফুটবল
ⓓ দাবা

9.OBC, SC এবং সাফাই কর্মীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ‘PM-DAKSH’ পোর্টাল ও মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে?
ⓐ নরেন্দ্র মোদী
ⓑ ড. বীরেন্দ্র কুমার
ⓒ রাজনাথ সিং
ⓓ স্মৃতি জুবিন ইরানি

10.কোন রাজ্যের Handicrafts and Handloom Corporation, ফ্লিপকার্টের সঙ্গে টাই আপ করলো?
ⓐ মধ্যপ্রদেশ
ⓑ তেলেঙ্গানা
ⓒ তামিলনাড়ু
ⓓ হিমাচলপ্রদেশ