নমস্কার বন্ধুরা , আজ EDUTALK WITH KRISHNA SIR এর আয়োজিত Current Affairs পর্বে থাকছে ৯ই আগস্ট ২০২১ তারিখের কারেন্ট আফিয়ার্স, যা প্রতিযোগিতামূলক পরীক্ষা এর জন্য বেশ উপযোগী। আমাদের এই অনলাইন Current Affairs পর্ব গুলি গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে।
1.নাগাসাকি দিবস পালন করা হয় কবে?
ⓐ ৬ই আগস্ট
ⓑ ৯ই আগস্ট
ⓒ ৭ই আগস্ট
ⓓ ১০ই আগস্ট
উত্তর:: ৯ই আগস্ট
❐ ১৯৪৫ সালের ৯ই আগস্ট জাপানের নাগাসাকি শহরে আমেরিকা Fat Man নামে বোমা ফেলেছিল
2.জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার কার্যকালের মেয়াদ আরও কত বছর বৃদ্ধি করা হলো?
ⓐ ১ বছর
ⓑ ২ বছর
ⓒ ৩ বছর
ⓓ ৪ বছর
উত্তর:: ৩ বছর
3.সম্প্রতি Amazon India কোথায় তাদের ফুলফিলমেন্ট সেন্টার শুরু করবে?
ⓐ হরিয়ানা
ⓑ কর্ণাটক
ⓒ মহারাষ্ট্র
ⓓ তেলেঙ্গানা
উত্তর:: তেলেঙ্গানা
❐ রাজধানী- হায়দ্রাবাদ
❐ মুখ্যমন্ত্রী- কে. চন্দ্র শেখর রাও
❐ রাজ্যপাল- তমিলিসাই সৌন্দরারাজন
❐ Amazon-এর হেড কোয়ার্টার- ওয়াশিংটন
❐ প্রতিষ্ঠা সাল- ১৯৯৪ সালের ৫ই জুলাই
❐ বর্তমান CEO- Andy Jassy
4.১ বছর ভোকেশনাল ট্রেনিং-এর পর ৬০ জন ভিখারীকে চাকরী দিল কোন রাজ্য?
ⓐ উত্তরপ্রদেশ
ⓑ গুজরাট
ⓒ পাঞ্জাব
6.করোনা ভাইরাস ভ্যাকসিন কেনার জন্য পাকিস্তানকে কত মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিল এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক?
ⓐ ২০০ মিলিয়ন
ⓑ ৫০০ মিলিয়ন ⓒ ৩০০ মিলিয়ন
ⓓ ৪০০ মিলিয়ন
উত্তর:: ৫০০ মিলিয়ন মার্কিন ডলার
❐ ADB-এর হেড কোয়ার্টার- Mandaluyong, Philippines
❐ প্রতিষ্ঠা সাল- ১৯৬৬ সালের ১৯শে ডিসেম্বর
❐ প্রেসিডেন্ট- Masatsugu Asakawa
❐ পাকিস্তানের রাজধানী- ইসলামাবাদ
❐ মুদ্রার নাম- পাকিস্তানি রুপি
❐ প্রধানমন্ত্রী- ইমরান খান
❐ রাষ্ট্রপতি- আরিফ আলভী
7.ভারতের প্রথম ন্যাশনাল এডুকেশন পলিসি (NEP 2020)-এর বাস্তবায়ন করবে কোন রাজ্য?
ⓐ কর্ণাটক
ⓑ দিল্লি
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ কেরালা
8.সম্প্রতি প্রয়াত সুভ্রমণিয়াম শঙ্কর নারায়ণ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ ব্যাডমিন্টন
ⓑ ক্রিকেট
ⓒ ফুটবল
ⓓ দাবা
উত্তর:: ফুটবল
❐ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর
❐ তিনি SS Babu নামেই বেশি পরিচিত ছিলেন
❐ ১৯৫৬ এবং ১৯৬০ সালে অলিম্পিকে ভারতের হয়ে তিনি খেলেছিলেন
9.OBC, SC এবং সাফাই কর্মীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ‘PM-DAKSH’ পোর্টাল ও মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে?
ⓐ নরেন্দ্র মোদী
ⓑ ড. বীরেন্দ্র কুমার
ⓒ রাজনাথ সিং
ⓓ স্মৃতি জুবিন ইরানি
উত্তর:: ড. বীরেন্দ্র কুমার
❐ তিনি কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী
10.কোন রাজ্যের Handicrafts and Handloom Corporation, ফ্লিপকার্টের সঙ্গে টাই আপ করলো?
ⓐ মধ্যপ্রদেশ
ⓑ তেলেঙ্গানা
ⓒ তামিলনাড়ু
ⓓ হিমাচলপ্রদেশ
উত্তর:: হিমাচল প্রদেশ
❐ রাজধানী- শিমলা ও ধর্মশালা
❐ মুখ্যমন্ত্রী- জয়রাম ঠাকুর
❐ রাজ্যপাল- রাজেন্দ্র আর্লেকর
❐ Flipkart-এর হেড কোয়ার্টার- বেঙ্গালুরু
❐ প্রতিষ্ঠা সাল- ২০০৭
❐ বর্তমান CEO- কল্যাণ কৃষ্ণ মূর্তি
একটি মন্তব্য পোস্ট করুন
0
মন্তব্যসমূহ
বিঃদ্রঃ- সমস্ত নিয়োগের তথ্য বিভিন্ন কর্মসংস্থান সংবাদপত্র বা সরকারি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা রিক্রুটার এজেন্সি নই বা নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত নই। তাই চাকরি প্রার্থীদের বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখার অনুরোধ করা হচ্ছে। তৃতীয় পক্ষ বা ওয়েবসাইট দ্বারা প্রদত্ত কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনোভাবেই দায়ী নই।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box