পশ্চিমবঙ্গে নার্সিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শূন্যপদে প্রচুর আবেদন চলছে ! মনপছন্দ চাকরির ঠিকানা, তাই দেরি না করে এখনই আবেদন করুন !
আপনি কি পশ্চিমবঙ্গে সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য নিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হলথ্ সায়েন্সের(West Bengal University of Health Science) তরফ থেকে ইতিমধ্যেই বিভিন্ন পদে চাকরির এক সুবর্ণ সুযোগ। যদি আপনি আগ্রহী হন তাহলে WBUHS এ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন :
যুক্ত হয়ে আপডেট থাকুন | |
---|---|
Telegram | Join Here |
Join Here | |
Join Here | |
Google News | Follow Us |
Follow Us |
WBUHS Recruitment 2022 Notification
WBHUS Recruitment 2022: শূন্যপদ বিবরণ
WBHUS Recruitment 2022 নিয়োগ ড্রাইভের মাধ্যমে বিভিন্ন শূন্যপদ পূরণ করা হবে, যথা:
- Principal (১ টি শূন্যপদ)
- Vice-Principal (১ টি শূন্যপদ)
- Professor (১ টি শূন্যপদ)
- Associate Professor (১ টি শূন্যপদ)
- Assistant Professor (২ টি শূন্যপদ)
- Tutor (১৩ টি শূন্যপদ)
WBHUS Recruitment 2022: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
WBHUS Recruitment 2022 উপরুক্ত শুন্যপদগুলোতে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর হতে হবে এছাড়াও পদ অনুযায়ী অনন্য বিভিন্ন যোগ্যতার অধিকারী হতে হবে ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
WBHUS Recruitment 2022: বয়স সীমা
WBHUS Recruitment 2022 এই নিয়োগ ড্রাইভের জন্য বিভিন্ন পদে বিভিন্ন বয়সসীমার বিভাগ রয়েছে, যেমন :
- Principal- সর্বোচ্চ 65 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে
- Vice-Principal- সর্বোচ্চ 65 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে
- Professor- সর্বোচ্চ 60 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে
- Associate Professor- সর্বোচ্চ 55 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে
- Assistant Professor- সর্বোচ্চ 55 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে
- Tutor- সর্বোচ্চ 50 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে
- (প্রতি ক্ষেত্রে বয়স হিসাব করতে হবে 31/08/2022 তারিখের ভিত্তিতে)
WBHUS Recruitment 2022: বেতন
WBHUS Recruitment 2022 এই নিয়োগের বিভিন্ন শুন্যপদের জন্য বিভিন্ন বেত নির্ধারিত করা হয়েছে, যথা:
- Principal- 65,000/- টাকা
- Vice-Principal- 60,000/- টাকা
- Professor- 54,000/- টাকা
- Associate Professor- 42,000/- টাকা
- Assistant Professor- 33,000/- টাকা
- Tutor- 26,000/- টাকা
WBHUS Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
WBHUS Recruitment 2022 এর মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর দ্বারা নিয়োগ করা হবে। এই নিয়োগ ড্রাইভ সম্পর্কিত আরও তথ্যের জন্য, আবেদনকারীরা অফিসিয়াল সাইটের সাহায্য নিতে পারেন।
WBHUS Recruitment 2022: আবেদন পদ্ধতি
- এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল নোটিসের সাথে যুক্ত আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
- এরপরে আবেদন পত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
- আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র গুলি যুক্ত করতে হবে।
- অফিশিয়াল ই-মেইলের মাধ্যমে আবেদনকারী প্রার্থীকে আবেদন করতে হবে।
- আবেদনপত্র পাঠানোর ই-মেইল জানতে নিচে বিস্তারিত পড়ুন
WBHUS Recruitment 2022: আবেদন মূল্য
WBHUS Recruitment 2022 এর নিয়োগে সমস্ত আবেদনকারী প্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবেন
সরকারি দপ্তরে পিওন ও ক্লার্ক পদে চাকরির আবেদন চলছে : WB Lower Division Clerk and Peon Recruitment 2022।
WBHUS Recruitment 2022: আবেদনপত্র জমা দেওয়ার অফিসিয়াল ইমেইল
WBHUS Recruitment 2022 এই নিয়োগ ড্রাইভের অফিসিয়াল ইমেইল recruitment@wbuhs.ac.in
WBHUS Recruitment 2022: গুরুত্বপূর্ণ সময় ও তারিখ
আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ - 08/09/2022
আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ - 15/09/2022(5.00 PM)
ইন্টারভিউয়ের তারিখ: 20/09/2022
ইন্টারভিউয়ের সময়: 11:00 AM
WBHUS Recruitment 2022: ইন্টারভিউ-র স্থান
WBHUS Recruitment 2022 নিয়োগ ড্রাইভের ইন্টারভিউ এর স্থান নিচে দেওয়া হলো :
Office of the West Bengal University of Health Sciences, DD -36, Sector –I, Salt Lake, Kolkata -700064
WBHUS Recruitment 2022: কিভাবে আবেদন করবেন?
ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট https://wbuhs.ac.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিচে দেওয়া সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে অবশ্যই ভালো করে পড়ে নিন।
সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন | |
বীরভূম | ক্লিক করুন |
বাঁকুড়া | ক্লিক করুন |
হুগলি | ক্লিক করুন |
হাওড়া | ক্লিক করুন |
কোলকাতা | ক্লিক করুন |
জলপাইগুড়ি | ক্লিক করুন |
দক্ষিণ ২৪ পরগণা | ক্লিক করুন |
পূর্ব বর্ধমান | ক্লিক করুন |
পশ্চিম মেদিনীপুর | ক্লিক করুন |
পুরুলিয়া | ক্লিক করুন |
FAQ
WBHUS Recruitment 2022 এর জন্য কীভাবে আবেদন করবেন?
SDDM এ উপরিউক্ত পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের https://wbuhs.ac.in/ এ অফিসিয়াল সাইটে যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।
WBHUS Recruitment 2022 নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে?
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর, সমস্ত যোগ্য প্রার্থীকে Interview এর মাধ্যমে নির্বাচন করা হবে।
EduTalk with Krishna Sir কি WBHUS Recruitment এর চাকরির আপডেট প্রদান করে?
হ্যাঁ, EduTalk with Krishna Sir WBHUS Recruitment এর চাকরির আপডেট প্রদান করে।
আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box