GAIL ইন্ডিয়া লিমিটেডে ইতিমধ্যে অনেকগুলি শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এটি একটি প্রাকৃতিক গ্যাস কোম্পানি যা গ্যাসের মূল্য শৃঙ্খল সম্পর্কিত পরিষেবাগুলির সমস্ত দিককে একত্রিত করে।
GAIL ইন্ডিয়া লিমিটেডে রাজ্যের যেকোনো জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকল প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার নিরিখে প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
GAIL ইন্ডিয়া লিমিটেডে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ জুনিয়র ইঞ্জিনিয়ার (Junior Engineer)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 35,000 থেকে 1,38,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল/পেট্রোকেমিক্যাল/কেমিক্যাল টেকনোলজি/মেকানিক্যাল/প্রোডাকশন/ ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ করে থাকতে হবে এবং কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 45 বছরের মধ্য হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
- জুনিয়র ইঞ্জিনিয়ার কেমিক্যাল – 2
- জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল – 1
(2) পদের নামঃ ফোরম্যান (Foreman)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 29,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল & ইলেকট্রনিক্স/ইন্সট্রুমেন্টেশন/ইলেকট্রিক্যাল & ইনস্ট্রুমেন্টেশন/মেকানিক্যাল/প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল/ম্যানুফ্যাকচারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ করে থাকতে হবে এবং কমপক্ষে 02 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 33 বছরের মধ্য হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
- ফোর ম্যান ইলেকট্রিক্যাল – 01
- ফোর ম্যান ইন্সট্রুমেন্টেশন – 14
- ফোরম্যান মেকানিক্যাল – 01
- ফোরম্যান সিভিল – 01
(3) পদের নামঃ জুনিয়র সুপারিনটেনডেন্ট (Junior Superintendent)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 29,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 3 বছরের গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং 03 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 28 বছরের মধ্য হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
- জুনিয়র সুপারিনটেনডেন্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ – 05
- জুনিয়র সুপারিনটেনডেন্ট HR – 20
(4) পদের নামঃ জুনিয়র কেমিস্ট (Junior Chemist)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 29,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি বিষয়ে M.Sc পাশ করে থাকতে হবে এবং কমপক্ষে 02 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 28 বছরের মধ্য হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 08 টি।
(5) পদের নামঃ ল্যাবরেটরী টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Laboratory Technical Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 24,000 থেকে 90,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রিতে তিন বছরের ব্যাচেলর্স ডিগ্রী পাশ করে থাকতে হবে এবং কমপক্ষে 01 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 31 বছরের মধ্য হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 03 টি।
(6) পদের নামঃ কেমিক্যাল অপারেটর (Chemical Operator)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 24,500 থেকে 90,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং কমপক্ষে 01 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 26 বছরের মধ্য হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 29 টি।
(7) পদের নামঃ টেকনিশিয়ান (Technician)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 24,500 থেকে 90,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে এবং কমপক্ষে 02 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 26 বছরের মধ্য হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
- ইলেকট্রিক্যাল – 35
- ইন্সট্রুমেন্টেশন – 16
- মেকানিক্যাল – 38
- টেলিকম & টেলিমেট্রি – 14
(8) পদের নামঃ ফায়ার অপারেটর (Fire Operator)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 24,500 থেকে 90,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং 6 মাসের ফায়ারসম্যান ট্রেনিং কোর্স করে থাকতে হবে। কমপক্ষে 02 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 26 বছরের মধ্য হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 23 টি।
(9) পদের নামঃ অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট (Account Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 24,500 থেকে 90,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্স বিভাগে গ্রাজুয়েশন পাশকরে থাকতে হবে এবং কমপক্ষে 01 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 26 বছরের মধ্য হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 24 টি।
(10) পদের নামঃ মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট (Marketing Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 24,500 থেকে 90,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 3 বছরের BBA/BBS/BBM পাশ করে থাকতে হবে এবং কমপক্ষে 01 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 26 বছরের মধ্য হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 19 টি।
নিয়োগ পদ্ধতিঃ
- এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
- নিচের দেওয়া লিংকে ক্লিক করে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিজের মোবাইলে ডাউনলোড করে আরো বিস্তারিত জানতে পারবেন।
আবেদন পদ্ধতিঃ
- আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট gailonline.com এ নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
- রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে পুনরায় লগইন করে আবেদনপত্রটিকে পূরণ করতে হবে।
- আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
- আবেদন ফিঃ
- জেনারেল প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি হিসেবে 50 টাকা এবং SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
GAIL ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ ২০২২: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ - ১৬ অগাস্ট ২০২২।
আবেদন শেষর তারিখ - ১৫ সেপ্টেম্ব ২০২২।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ ক্লিক করুন
আবেদন করুনঃ ক্লিক করুন
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box