আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য নিয়ে এসেছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Food Corporation of India- FCI) এর তরফ থেকে ম্যানেজার পদে চাকরির এক সুবর্ণ সুযোগ। যদি আপনি আগ্রহী হন তাহলে FCI এ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
FCI Recruitment
যুক্ত হয়ে আপডেট থাকুন
Telegram Join Here
WhatsApp Join Here
FaceBook Join Here
Google News Follow Us
Twitter Follow Us
নোটিশ নম্বর:  02 /2022-FCI Category-II

আবেদনের মাধ্যম:  অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

ভারতের যেসমস্ত জোনে নিয়োগ করা হবে:
(1) নর্থ জোন (North Zone)

(2) সাউথ জোন (South Zone)

(3) ওয়েস্ট জোন (West Zone) 

(4) ইস্ট জোন (East Zone)

(5) নর্থ-ইস্ট জোন (North-East Zone)

জোন ভিত্তিক নিয়োগের তথ্য (Zone-Wise Recruitment Details)

(1) নর্থ জোন (North Zone)

যেসমস্ত পদে নিয়োগ করা হবে:

1. Manager (General) 5. Manager (Technical) 
2. Manager (Depot) 6. Manager (Civil Engineering) 
3. Manager (Movement) 7. Manager (Electrical Mechanical Engineering) 
4. Manager (Accounts) 8. Manager (Hindi)
শুন্যপদ: 38 টি 
বয়সসীমাঃ  01.08.2022 তারিখ অনুযায়ী ম্যানেজার (হিন্দি) পদের জন্য আবেদনকারীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে। বাকী পদগুলির ক্ষেত্রে বয়স থাকতে হবে 28 বছরের মধ্যে।

(2) সাউথ জোন (South Zone)

যেসমস্ত পদে নিয়োগ করা হবে:

1. Manager (General) 2. Manager (Depot) 3. Manager (Accounts)
4. Manager (Technical) 5. Manager (Civil Engineering) 6. Manager (Hindi)
শুন্যপদ:  16 টি 

বয়সসীমা:  01.08.2022 তারিখ অনুযায়ী ম্যানেজার (হিন্দি) পদের জন্য আবেদনকারীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে। বাকী পদগুলির ক্ষেত্রে বয়স থাকতে হবে 28 বছরের মধ্যে।

(3) ওয়েস্ট জোন (West Zone)

যেসমস্ত পদে নিয়োগ করা হবে:
1. Manager (General) 2. Manager (Depot)
3. Manager (Accounts) 4. Manager (Technical)
শুন্যপদ:  20 টি 

বয়সসীমা:  01.08.2022 তারিখ অনুযায়ী সমস্ত পদের জন্যই আবেদনকারীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে।

(4) ইস্ট জোন (East Zone) 

যেসমস্ত পদে নিয়োগ করা হবে:

1. Manager (General) 4. Manager (Accounts)
2. Manager (Depot) 5. Manager (Technical)
3. Manager (Movement
শুন্যপদ: 21 টি 
বয়সসীমা: 01.08.2022 তারিখ অনুযায়ী সমস্ত পদের জন্যই আবেদনকারীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে।

(5) নর্থ-ইস্ট জোন (North-East Zone)

যেসমস্ত পদে নিয়োগ করা হবে:

1. Manager (General) 4. Manager (Technical)
2. Manager (Depot) 5. Manager (Civil Engineering)
3. Manager (Accounts) 6. Manager (Hindi)
শুন্যপদ:  18 টি 
বয়সসীমা:01.08.2022 তারিখ অনুযায়ী ম্যানেজার (হিন্দি) পদের জন্য আবেদনকারীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে। বাকী পদগুলির ক্ষেত্রে বয়স থাকতে হবে 28 বছরের মধ্যে।

মাসিক বেতন:
প্রতিটি পদের চাকরির জন্যই প্রতি মাসে 40,000 থেকে 1,40,000 টাকা বেতন দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা: 
(1) Manager (General), Manager (Depot) এবং Manager (Movement)- এই তিনটে পদের ক্ষেত্রে কমপক্ষে  60% নম্বর সহ গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক পাশ করতে হবে। অথবা CA/ICWA/CS কোর্স করতে হবে। 

(2) Manager (Accounts)-

a) The Institute of Chartered Accountants of India; or
b) The Institute of Cost Accountants of India; or
c)The Institute of Company Secretaries of India

এগুলিতে অ্যাসোসিয়েট মেম্বারশিপ থাকতে হবে অথবা, যেকোনো স্বিকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে B.Com ডিগ্রি এবং ফুল টাইম MBA এর পোস্ট গ্র্যাজুয়েশোন করা থাকতে হবে। 

(3) Manager (Technical)- সরকারি যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে অ্যাগ্রিকালচার (Agriculture) বিষয়ে B.Sc ডিগ্রি থাকতে হবে অথবা AICTE এর অনুমোদনপ্রাপ্ত কোনো ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে ফুড সায়েন্স (Food Science) বিষয়ে B.Tech ডিগ্রি অথবা B.E ডিগ্রি থাকতে হবে।
(4) Manager (Civil Engineering)- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি করতে হবে।
(5) Manager (Electrical Mechanical Engineering)- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি করা থাকতে হবে। 

নিয়োগ প্রক্রিয়া:
(1) Manager (Hindi) পদের ক্ষেত্রে অনলাইন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
(2) বাকি সমস্ত পদগুলির ক্ষেত্রে অনলাইন টেস্ট, ইন্টারভিউ এবং ট্রেনিং এর মাধ্যমে নিয়োগ করা হবে।

পরীক্ষা পদ্ধতি:
অনলাইন টেস্ট (Online Test) দুটি Phase এ হবে। Phase-1 এবং Phase-2
Phase-1 এ 100 নম্বরের পরীক্ষা হবে, যার জন্য সময় থাকবে 60 মিনিট অর্থাৎ এক ঘণ্টা। 
Phase-2 পরীক্ষায় মোট চারটে পেপারের পরীক্ষা হবে। প্রতিটা পেপারে 120 নম্বর করে থাকবে। অর্থাৎ Phase-2 পরীক্ষা মোট 480 নম্বরের হবে।

পরীক্ষার সিলেবাস:
অনলাইন টেস্ট পরীক্ষার ভালোভাবে জানার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।

নোটিশের 9 নম্বর পেজ থেকে নিয়োগ প্রক্রিয়া এবং পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। 

পরীক্ষার সেন্টার:
Phase-1 পরীক্ষার সেন্টার- পশ্চিমবঙ্গের আসানসোল, দূর্গাপুর, গ্রেটার কোলকাতা, হুগলি এবং শিলিগুড়ি-তে রয়েছে।

Phase-2 পরীক্ষার সেন্টার- কোলকাতায় রয়েছে। 

আবেদন প্রক্রিয়া:
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার স্টেপগুলি হলো- 

(1) অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন

(2) আবেদন ফি জমা
(3) ডকুমেন্ট স্ক্যান এবং অনলাইনে আপলোড 

আবেদনকারীদের সুবিধার জন্য নিচে আবেদন করার অফিসিয়াল লিংক দেওয়া রয়েছে। লিংকে ক্লিক করলেই সরাসরি আবেদন করার পেজ ওপেন হবে।

আবেদন ফি:
জেনারেল (UR) এবং OBC শ্রেণির চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা করতে হবে 800 (আটশো) টাকা। ST, SC, PWD, মহিলা আবেদনকারীদের জন্য কোনোরূপ আবেদন ফি লাগছে না। 

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
আবেদন শুরু 27.08.2022
আবেদন শেষ 26.09.2022