Nabanna Scholarship 2022 এ আবেদন চলছে ! নেই কোনো নির্দিষ্ট সময় সীমা !
আবারো আজকে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় একটি স্কলারশিপ এর আপডেট!
তোমাদের জন্য রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইতিমধ্যেই নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship 2022)-র এক সুবর্ণ সুযোগ। যদি আগ্রহী হোন তাহলে Nabanna Scholarship সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, স্কলারশিপ এর এমাউন্ট, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন :
যুক্ত হয়ে আপডেট থাকুন | |
---|---|
Telegram | Join Here |
Join Here | |
Join Here | |
Google News | Follow Us |
Follow Us |
Nabanna Scholarship 2022 Notification
Nabanna Scholarship 2022: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
একাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর স্তর পর্যন্ত ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
Nabanna Scholarship 2022: কারা আবেদন করতে পারবে
কারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন?
- আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে।
- আবেদনকারী ছাত্রছাত্রী মাধ্যমিক / উচ্চমাধ্যমিক অথবা কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে যদি নতুন কোর্সে ভর্তি হয় তাহলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
- পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার কম হতে হবে।
- একাদশ-দ্বাদশ শ্রেণী ও স্নাতক স্তরে নবান্ন স্কলারশিপ পেতে চাইলে আবেদনকারী পড়ুয়াকে ৫০ থেকে ৬০ শতাংশের মধ্যে নম্বর পেতে হবে।
- স্নাতকোত্তর কোর্সের জন্য নবান্ন স্কলারশিপ পেতে চাইলে আবেদনকারী শিক্ষার্থীকে ৫০ থেকে ৫৩ শতাংশের মধ্যে নম্বর পেতে হবে
Nabanna Scholarship 2022: আবেদনের সময়
এই স্কলারশিপে আবেদনের কোনো শেষ তারিখ নেই। আপনি নতুন কোর্সে ভর্তি হওয়ার পরে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন
Nabanna Scholarship 2022: কত টাকা পাবে
এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতি বছর ১০,০০০ টাকা করে দেওয়া হয়
Nabanna Scholarship 2022: আবেদন পদ্ধতি
Chief Minister’s Office,
‘Nabanna’
325, Sarat Chatterjee Road
Howrah – 711 102
Nabanna Scholarship 2022: আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
Nabanna Scholarship এ আবেদন করতে গেলে বেশ কিছু ডকুমেন্টস লাগবে যেমন -
- পূর্ব পরীক্ষার মার্কশীটের কপি
- র্যাঙ্ক কার্ড ও নির্বাচন কমিটির Allotment Letter ( শুধুমাত্র JEE ও তার সমতুল্য পরীক্ষার জন্য প্রযোজ্য)
- অভিভাবকের ইনকাম সার্টিফিকেট
- আবেদনকারী ছাত্রছাত্রীর পরিবারের মাসিক আয় (একজন বিধায়ক বা সাংসদের মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ পত্র)
- ব্যাংক সংক্রান্ত যাবতীয় তথ্য, IFSC কোড, ব্রাঞ্চ কোড, ব্যাংক শাখার নাম, অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স
- সংশ্লিষ্ট শ্ৰেণীতে ভর্তির রিসিপ্ট
- স্ব-ঘোষণা পত্র এবং তাতে আবেদনকারী শিক্ষার্থীর বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর অবস্যই থাকতে হবে
নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন | |
বীরভূম | ক্লিক করুন |
বাঁকুড়া | ক্লিক করুন |
হুগলি | ক্লিক করুন |
হাওড়া | ক্লিক করুন |
কোলকাতা | ক্লিক করুন |
জলপাইগুড়ি | ক্লিক করুন |
দক্ষিণ ২৪ পরগণা | ক্লিক করুন |
পূর্ব বর্ধমান | ক্লিক করুন |
পশ্চিম মেদিনীপুর | ক্লিক করুন |
পুরুলিয়া | ক্লিক করুন |
FAQ
Nabanna Scholarship এর জন্য কীভাবে আবেদন করবেন?
SDDM এ উপরিউক্ত পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের অফিসিয়াল সাইটে যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।
EduTalk with Krishna Sir কি Nabanna Scholarship এর আপডেট প্রদান করে?
হ্যাঁ, EduTalk with Krishna Sir Nabanna Scholarship এর আপডেট প্রদান করে।
আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box