কেন্দ্রীয় সরকারের DRDO তে প্রচুর কর্মী নিয়োগের আবেদন চলছে! মাধ্যমিক পাশেই আবেদন !


আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য নিয়ে এসেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO তরফ থেকে ইতিমধ্যেই বিভিন্ন গ্রুপ B এবং গ্রুপ C পদে চাকরির এক সুবর্ণ সুযোগ। যদি আপনি আগ্রহী হন তাহলে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO এ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।  
যুক্ত হয়ে আপডেট থাকুন
Telegram Join Here
WhatsApp Join Here
FaceBook Join Here
Google News Follow Us
Twitter Follow Us

DRDO Recruitment 2022 For Group-C and Group-D Post

DRDO Recruitment 2022: শূন্যপদ বিবরণ
DRDO (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) দ্বারা এই নিয়োগ ড্রাইভের মাধ্যমে, Group C, Group D পদে মোট শূন্যপদ 1901-টি আসন পূরণ করা হবে।
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-গ্রুপ-B (Senior Technical Assistant- Group-B)শূন্যপদ 1075 টি
টেকনিশিয়ান- গ্রুপ-C (Technician-Group C): শূন্যপদ 826 টি


DRDO Recruitment 2022: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-গ্রুপ-B (Senior Technical Assistant- Group-B):
সংশ্লিষ্ট পদের জন্য বিভিন্ন ট্রেড অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার বিবরণ রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভালোভাবে পড়ুন,
টেকনিশিয়ান- গ্রুপ-C (Technician-Group C): এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট কোর্স পাশ করে থাকতে হবে
DRDO Recruitment 2022: বয়স সীমা
 ক্ষেত্রেরই  নিয়োগ ড্রাইভের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স 18 বছর থেকে 28 বছরের বছরের মধ্যে হতে হবে। একই সময়ে, সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নির্দেশিকা অনুযায়ী বয়সের ঊর্ধ্ব সীমাতে ছাড় পাবেন(SC/ST প্রার্থীদের জন্য 5 বছর, OBC প্রার্থীদের জন্য 3 বছর বয়সের ছাড় রয়েছে)।

DRDO Recruitment 2022: বেতন
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-গ্রুপ-B (Senior Technical Assistant- Group-B): DRDO Recruitment 2022 -র এই পদের জন্য পেম্যাট্রিক্স লেভেল 6 অনুসারে মাসিক 35,400 থেকে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে,
টেকনিশিয়ান- গ্রুপ-C (Technician-Group C): DRDO Recruitment 2022 -র এই পদের জন্য প্রতিমাসে পে ম্যাট্রিক্স লেভেল 2 অনুসারে 19,900 থেকে 63,200 টাকা বেতন দেওয়া হবে
DRDO Recruitment 2022নির্বাচন প্রক্রিয়া
মোট দুটি পদের জন্য দুটি ভিন্ন ভাবে পরীক্ষা নেওয়া হবে :
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদেTier -1 এবং Tier 2 এই দুটি ধাপে প্রার্থীদের নির্বাচন করা হবে , Tier 1 টেস্ট টি CBT মোডে হবে এবং শেষ Tire 2 টেস্ট টি ফাইনাল সিলেকশনের জন্য নেওয়া হবে
টেকনিশান পদেএকইভাবে উপরুক্ত দুটি ধাপ অবলম্বন করা হবে। Tier 1 টেস্ট CBT মোডে হবে ও Tire 2 টেস্ট টি ট্রেডটেস্ট হিসেবে নেওয়া হবে
(CBT মোডের পরীক্ষায় M.C.Q ধরণের প্রশ্ন থাকবে, ১২০ নম্বর পূর্ণমান প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দেড় ঘন্টা সময় দেওয়া হবে, কোন নেগেটিভ মার্কিং নেই এবং প্রশ্নপত্র হিন্দি ও ইংরেজি ভাষায় তৈরী করা হবে)

DRDO Recruitment 2022:যেসব ট্রেডে নিয়োগ করা হবে 
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-গ্রুপ-B (Senior Technical Assistant- Group-B)Agriculture, Botany, Chemistry, Automobile Engineering, Computer Science, Civil Engineering, Electrical Engineering , Library Science, Mathematics, Physics এছাড়াও আরও অন্যান্য 

টেকনিশিয়ান- গ্রুপ-C (Technician-Group C): Automobile, Book Binder, Carpenter, CNC Operator, COPA, DTP Operator, Electrician, Turner, Welder Fitter, Machinist এছাড়াও আরও অন্যান্য।

DRDO Recruitment 2022: আবেদন পদ্ধতি
  • এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
  • নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট drdo.gov.in এ গিয়ে আবেদন করতে হবে
  • নাম, ইমেইল আইডি, ফোন নম্বর ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • রেজিস্ট্রেশন হয়ে গেলে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে ।
  • অনলাইনে একটি আবেদনপত্র পেয়ে যাবেন সেটিকে সঠিকভাবে পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় কাগজপত্রের ছবি তুলে স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে ।
  • অনলাইন গেটওয়েতে আবেদন মূল্য জমা করে আবেদনপত্রটি ফাইনাল এভাবে সাবমিট করতে হবে।
DRDO Recruitment 2022:পরীক্ষাকেন্দ্র/পরীক্ষার স্থান 
নিম্নলিখিত স্থানগুলিতে পরীক্ষা হবে ;
KOLKATA, SILIGURI, AGRA, HYDERABAD, NAGPUR, AHMEDABAD, IMPHAL, NASHIK, BENGALURU, ITANAGAR, PANAJI, BHOPAL, JABALPUR, PATNA, BHUBANESWAR, JAIPUR, PORT BLAIR, CHANDIGARH, JAMMU, PUNE, CHENNAI, JODHPUR, RAIPUR, COIMBATORE, KANPUR, RANCHI, DEHRADUN, KOCHI, DELHI NCR, THIRUVANANTHAPURAM, GORAKHPUR, LEH, VARANASI, GUWAHATI, LUCKNOW, VIJAYAWADA, GWALIOR, MUMBAI, VISAKHAPATNAM

DRDO Recruitment 2022গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ - 03.09.2022
আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ - 23.09.2022

SDDM হেলথ ওয়ার্কার নিয়োগ ২০২২: কিভাবে আবেদন করবেন?
ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট https://www.drdo.gov.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিচে দেওয়া সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন

আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে অবশ্যই ভালো করে পড়ে নিন। 
Click Here to Download
       সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন       
বীরভূম ক্লিক করুন
বাঁকুড়া ক্লিক করুন
হুগলি ক্লিক করুন
হাওড়া ক্লিক করুন
কোলকাতা ক্লিক করুন
জলপাইগুড়ি ক্লিক করুন
দক্ষিণ ২৪ পরগণা ক্লিক করুন
পূর্ব বর্ধমান ক্লিক করুন
পশ্চিম মেদিনীপুর ক্লিক করুন
পুরুলিয়া ক্লিক করুন



FAQ

DRDO Recruitment 2022 এর জন্য কীভাবে আবেদন করবেন?
SDDM এ উপরিউক্ত পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের https://www.drdo.gov.in/ এ অফিসিয়াল সাইটে যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।
DRDO Recruitment 2022 নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে?
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর, সমস্ত যোগ্য প্রার্থীকে Interview এর মাধ্যমে নির্বাচন করা হবে।
EduTalk with Krishna Sir কি DRDO এর চাকরির আপডেট প্রদান করে?
হ্যাঁ, EduTalk with Krishna Sir DRDO এর চাকরির আপডেট প্রদান করে।
আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।