ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আবারো এক নতুন স্কলারশিপ এর সন্ধান ! দেরি না করে এখনই সমস্ত কিছু খুঁটিয়ে জেনে নিন! 

আবারো আজকে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় একটি স্কলারশিপ এর আপডেট! 
তোমাদের জন্য রয়েছে বিখ্যাত কোম্পানি Larsen & Toubro Infotech Limited-র তরফ থেকে ইতিমধ্যেই LTI Samruddha Scholarship-র এক সুবর্ণ সুযোগ। যদি আগ্রহী হোন তাহলে LTI Samruddha Scholarship সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, স্কলারশিপ এর এমাউন্ট, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন :
 
LTI(Larsen & Toubro Infotech Limited) Samruddha Scholarship 2022 Notification
যুক্ত হয়ে আপডেট থাকুন
Telegram Join Here
WhatsApp Join Here
FaceBook Join Here
Google News Follow Us
Twitter Follow Us

LTI(Larsen & Toubro Infotech Limited) Samruddha Scholarship 2022 Notification

LTI Samruddha Scholarship 2022: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
কাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর স্তর পর্যন্ত ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। 

LTI Samruddha Scholarship 2022: কারা আবেদন করতে পারবে
LTI Samruddha Scholarship 2022 এ বিশেষ কিছু শ্রেণীতে পঠনপাঠনকারী ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে, যেমন :
১. দশম ও দ্বাদশ শ্রেণীর দুটো ক্লাসের পড়ুয়ারাই এই স্কলারশিপের জন্য যোগ্য।
২. যদি আপনি দ্বাদশ শ্রেণীর স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তাহলে দশম শ্রেণীতে নূন্যতম ৬০% মার্কস পেতে হবে এবং দশম শ্রেণীর স্কলারশিপের জন্য আবেদন করতে চাইলে নবম শ্রেণীতে কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে।
৩. আবেদনকারী পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার কম হতে হবে, তবেই আবেদন করা যাবে।
৪. এই ক্ষেত্রে ৫০ শতাংশ স্কলারশিপ ছাত্রীদের জন্য সংরক্ষিত
(পশ্চিমবঙ্গ রাজ্য সহ আরো ১০ টি রাজ্যের পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হবে )

LTI Samruddha Scholarship 2022: আবেদনের সময় 
LTI Samruddha Scholarship এর জন্য আবেদন শুরু হয়েছে ০২/০৯/২০২২ থেকে ও আবেদন করা যাবে ০১/১০/২০২২ তারিখ অবধি 
LTI Samruddha Scholarship 2022: কত টাকা পাবে
LTI Samruddha Scholarship-র মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতি বছর ১০,০০০ টাকা করে দেওয়া হয় 

LTI Samruddha Scholarship 2022: আবেদন পদ্ধতি
LTI Samruddha Scholarship এ আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে বিদ্যাসারথী পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটে ভিসিট করার পর আপনি যে ক্লাসের জন্য স্কলারশিপের আবেদন করতে চাইছেন সেটিতে ক্লিক করে আবেদনপত্রটি অনলাইনে ভালো করে ফিল আপ করবেন এবং তার সাথে উপরোক্ত ডকুমেন্টগুলো ভালোভাবে আপলোড করে ফাইনাল Submit করে দেবেন।
LTI Samruddha Scholarship 2022: আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
LTI Samruddha Scholarship 2022 এ আবেদন করতে গেলে বেশ কিছু ডকুমেন্টস লাগবে যেমন -
  • আবেদনকারী প্রার্থীর পাসপোর্ট ফটো
  • নিজস্ব সচিত্র পরিচয়পত্র
  • স্থায়ী বসবাসের প্রমাণপত্র
  • ইনকাম সার্টিফিকেট
  • ক্লাস ১২ -এর স্কলারশিপের জন্য ক্লাস ১০ ও ১১ -এর মার্কশীট ও ক্লাস ১০ -এর স্কলারশিপের জন্য ক্লাস ৯ এর মার্কশীট লাগবে 
  • আবেদনকারী / তার অভিভাবকের ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি
  • বর্তমান ক্লাসের ফি-স্ট্রাকচার 
  • সংশ্লিষ্ট শ্রেণীতে ভর্তির রিসিপ্ট

নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন

আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন। 

       সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন       
বীরভূম ক্লিক করুন
বাঁকুড়া ক্লিক করুন
হুগলি ক্লিক করুন
হাওড়া ক্লিক করুন
কোলকাতা ক্লিক করুন
জলপাইগুড়ি ক্লিক করুন
দক্ষিণ ২৪ পরগণা ক্লিক করুন
পূর্ব বর্ধমান ক্লিক করুন
পশ্চিম মেদিনীপুর ক্লিক করুন
পুরুলিয়া ক্লিক করুন



FAQ

LTI Samruddha Scholarship 2022 এর জন্য কীভাবে আবেদন করবেন?
LTI Samruddha Scholarship এ উপরিউক্ত পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের অফিসিয়াল সাইটে যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।

EduTalk with Krishna Sir কি LTI Samruddha Scholarship এর আপডেট প্রদান করে?
হ্যাঁ, EduTalk with Krishna Sir LTI Samruddha Scholarship এর আপডেট প্রদান করে।

আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।