BITM Recruitment 2022 Notification: BITM এর তরফ থেকে Education Assistant/Assistant/Exhibition Assistant/Technical Assistant পদে চাকরির এক সুবর্ণ সুযোগ। যদি আপনি আগ্রহী হন তাহলে BITM এ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
যুক্ত হয়ে আপডেট থাকুন | ||
---|---|---|
Telegram | Join Here | Join Here |
Join Here | Join Here | |
Join Here | Join Here | |
Google News | Follow Us | Follow Us |
Follow Us |
BITM Recruitment 2022 Notification
বিজ্ঞপ্তি নম্বর | 4/2022 |
আবেদন শুরুর তারিখ | 26 May 2022 |
আবেদন শেষের তারিখ | 16 June 2022 |
BITM Recruitment 2022: Job Description
আবেদনের পদ্ধতিঃ (BITM Application Procedure)
আবেদনকারী কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগকারী সংস্থার নামঃ (BITM Recruitment Board)
BITM - Birla Industrial & Technological Museum
পদের নামঃ (BITM Post Name)
Education Assistant/Assistant/Exhibition Assistant/Technical Assistant পদ।
চাকরির কর্মস্থলঃ (BITM Job Location)
পশ্চিমবঙ্গ।
বেতনঃ (BITM Salary)
এডুকেশন অ্যাসিস্ট্যান্ট (Education Assistant ‘A’) | পে লেভেল 5 অনুযায়ী প্রতি মাসে 29,200 – 92,300 টাকা। (বেসিক পে- 29,200 টাকা) |
এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট (Exhibition Assistant ‘A’) | পে লেভেল 5 অনুযায়ী প্রতি মাসে 29,200 – 92,300 টাকা। (বেসিক পে- 29,200 টাকা) |
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( Technical Assistant ‘A’) | পে লেভেল 5 অনুযায়ী প্রতি মাসে 29,200 – 92,300 টাকা। (বেসিক পে- 29,200 টাকা) |
টেকনিশিয়ান (Technician ‘A’) | পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা। (বেসিক পে- 19,900 টাকা) |
শূন্যপদঃ (BITM Vacancy Details)
এডুকেশন অ্যাসিস্ট্যান্ট (Education Assistant ‘A’) | 2 টি |
এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট (Exhibition Assistant ‘A’) | 1 টি |
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( Technical Assistant ‘A’) | 1 টি |
টেকনিশিয়ান (Technician ‘A’) | 6 টি |
BITM Recruitment 2022: Required Eligibility Criteria
শিক্ষাগত যোগ্যতাঃ (BITM Educational Qualification)
এডুকেশন অ্যাসিস্ট্যান্ট (Education Assistant ‘A’) | বিজ্ঞান বিভাগে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। কেমিস্ট্রি এবং Chemistry, Mathematics, Electronics, Computer Science, Astronomy, Geology and Statistics এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটি বিষয় কম্বিনেশন বিষয় হিসেবে থাকতে হবে। |
এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট (Exhibition Assistant ‘A’) | ভিজুয়াল আর্টস/ ফাইন আর্টস/ কমার্সিয়াল আর্টস -এই বিষয় গুলির মধ্যে যেকোনো একটিতে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। |
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( Technical Assistant ‘A’) | ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। |
টেকনিশিয়ান (Technician ‘A’) | মাধ্যমিক পাশ করতে হবে এবং নির্দিষ্ট ট্রেডের ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে। |
বয়সসীমাঃ (BITM Age Limit)
উক্ত পদ গুলির ক্ষেত্রে আবেদনকারীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসেব করতে হবে 13.06.2022 তারিখ অনুযায়ী।
জাতীয়তাঃ (BITM Nationality)
Must be Indian – জাতিতে অবশ্যই ভারতীয় হতে হবে।
আবেদন মূল্যঃ (BITM Application Fees)
আবেদন করার জন্য অনলাইন আবেদন ফি লাগবে 200 টাকা। SC, ST, PwD, Ex Servicemen এবং মহিলা আবেদনকারীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না।
- অনলাইনে BHIM UPI, Net Banking or by using Visa, Mastercard, Maestro, RuPay Credit or Debit card এর মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।
How to Apply for BITM Recruitment 2022
ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট www.bitmkolkata.in এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিচে দেওয়া সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন।
বিস্তারিত বিজ্ঞাপন ডাউনলোড করুন
10 sec
আবেদন করুন
BITM Recruitment 2022 – Frequently Asked Questions
Q.1 How to apply for BITM Recruitment 2022? (কীভাবে আবেদন করবেন?)
Ans: BITM এ উপরিউক্ত পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের www.bitmkolkata.in-এ অফিসিয়াল সাইটে যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।
Q.2 What is the BITM Recruitment 2022 Selection Process? (নির্বাচন প্রক্রিয়া কি?)
Ans: আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর, সমস্ত যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষা এবং Interview এর মাধ্যমে নির্বাচন করা হবে।
Q.3 Does EduTalk with Krishna Sir provide BITM Recruitment 2022 Job Updates? (EduTalk with Krishna Sir কি চাকরির আপডেট প্রদান করে?)
Ans: হ্যাঁ, EduTalk with Krishna Sir BITM Recruitment 2022 এর চাকরির আপডেট প্রদান করে।
Q.4 How can I get government jobs in West Bengal (আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?)
Ans: পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box