রাজ্যে Block Program Coordinator পদে আশা কর্মী নিয়োগ ! সঙ্গে রয়েছে প্রচুর সুবিধা, তাই দেরি না করে এখনই আবেদন করুন!

আপনি কি পশ্চিমবঙ্গে সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইতিমধ্যেই Block Program Coordinator (BPC ASHA)পদে চাকরির এক সুবর্ণ সুযোগ। যদি আপনি আগ্রহী হন তাহলে Block Program Coordinator (BPC ASHA) এ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন :
যুক্ত হয়ে আপডেট থাকুন
Telegram Join Here
WhatsApp Join Here
FaceBook Join Here
Google News Follow Us
Twitter Follow Us

Block Program Coordinator ASHA Recruitment 2022

Block Program Coordinator ASHA Recruitment 2022: শূন্যপদ বিবরণ
এই নিয়োগ ড্রাইভের মাধ্যমে, Block Program Coordinator ASHA পদে শূন্যপদ পূরণ করা হবে।
(এগরা- 1 টি শূন্যপদ , কন্টাই- 3 টি শূন্যপদ, হলদিয়া- 2 টি শূন্যপদ, তমলুক- 2 টি শূন্যপদ)

Block Program Coordinator ASHA Recruitment 2022: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
এই পদগুলির জন্য আবেদনকারী যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং সাথে দুই বছরের হেলথ প্রজেক্ট এর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে,
 কিংবা Social Science/ Sociology/ Social Anthropology/ Social Work (MSW)/ Business Administration (MBA)/ Economics Rural Development/ Mass Communication- এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে মাস্টার ডিগ্রী করা থাকতে হবে, তবেই সেই প্রার্থী যোগ্য হিসেবে নির্বাচিত হবেন ।
Block Program Coordinator ASHA Recruitment 2022: বয়স সীমা
এই নিয়োগ ড্রাইভের জন্য আবেদনকারীর বয়স অবশ্যই 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে SC, ST শ্রেণীর আবেদনকারীরা পাঁচ বছরের এবং OBC শ্রেণিরা তিন বছরের ছাড় পাবে (বয়সের হিসাব করতে হবে 1 জানুয়ারি 2022 তারিখের সাপেক্ষে)।

Block Program Coordinator ASHA Recruitment 2022: বেতন
এই পদের জন্য মাসিক বেতন 15,000 টাকা, সেইসাথে 1800 টাকার মোবাইলিটি সাপোর্ট পাওয়া যাবে ।
Block Program Coordinator ASHA Recruitment 2022নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষার মাধ্যমে এবং কম্পিউটার টেস্ট এর মাধ্যমে বাছাই সম্পন্ন করা হবে। এই নিয়োগ ড্রাইভ সম্পর্কিত আরও তথ্যের জন্য, আবেদনকারীরা অফিসিয়াল সাইটের সাহায্য নিতে পারেন।

Block Program Coordinator ASHA Recruitment 2022: নিয়োগের স্থান 
পূর্ব মেদিনীপুর জেলার চারটি মহকুমায় নিয়োগ করা হবে:
এগরা (Egra), কন্টাই (Contai), হলদিয়া (Haldia), তমলুক (Tamluk)

Block Program Coordinator ASHA Recruitment 2022: আবেদন পদ্ধতি
  • এখানে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
  • নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল নোটিসের সাথে যুক্ত আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
  • এরপরে আবেদন পত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
  • আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র গুলি যুক্ত করতে হবে।
  • তারপর ঐ খামের উপর লিখতে হবে- Application for the post of Block Program Coordinator (ASHA). 
  • সবশেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র এটি মুখবন্ধ খামে ভরে নিম্নলিখিত নির্দিষ্ট মহকুমা অফিসের ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
Block Program Coordinator ASHA Recruitment 2022: আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
  • (1) বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা রেশন কার্ড।
  • (2) উচ্চ মাধ্যমিকের মার্কশীট।
  • (3) গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রির ডকুমেন্টস (যদি প্রযোজ্য হয়)।
  • (4) বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • (5) হেলথ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতার সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
Block Program Coordinator ASHA Recruitment 2022: আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
(1) এগরা মহকুমা- Sub-Divisional Officer, Egra Sub Division, P.O- Egra, Dist- Purba Medinipur, Pin- 721429.
(2) কন্টাই মহকুমা- Sub-Divisional Officer, Contai Sub Division, P.O.-Contai, Dist- Purba Medinipur, Pin- 721401.
(2) হলদিয়া মহকুমা- Sub-Divisional Officer, Haldia Sub Division, Vill- Basudevpur, P.O- Khanjanchak, PS- Durgachak, Dist- Purba Medinipur, Pin- 721602.
(4) তমলুক মহকুমা- Sub-Divisional Officer, Tamluk, at- Salgachia, P.O.- Tamluk, Dist- Purba Medinipur Pin- 721663. 
Block Program Coordinator ASHA Recruitment 2022গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ - 01/09/2022
আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ - 21/09/2022 
(সকাল 11 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত আবেদন করা যাবে)

Block Program Coordinator ASHA Recruitment 2022: কিভাবে আবেদন করবেন?
ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট https://purbamedinipur.gov.in/bn/ এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিচে দেওয়া সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন

আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে অবশ্যই ভালো করে পড়ে নিন। 

10 sec

10 sec

10 sec

10 sec

       সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন       
বীরভূম ক্লিক করুন
বাঁকুড়া ক্লিক করুন
হুগলি ক্লিক করুন
হাওড়া ক্লিক করুন
কোলকাতা ক্লিক করুন
জলপাইগুড়ি ক্লিক করুন
দক্ষিণ ২৪ পরগণা ক্লিক করুন
পূর্ব বর্ধমান ক্লিক করুন
পশ্চিম মেদিনীপুর ক্লিক করুন
পুরুলিয়া ক্লিক করুন



FAQ

Block Program Coordinator ASHA Recruitment 2022 এর জন্য কীভাবে আবেদন করবেন?
SDDM এ উপরিউক্ত পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের https://purbamedinipur.gov.in/bn/ এ অফিসিয়াল সাইটে যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।
Block Program Coordinator ASHA Recruitment নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে?
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর, সমস্ত যোগ্য প্রার্থীকে Interview এর মাধ্যমে নির্বাচন করা হবে।
EduTalk with Krishna Sir কি Block Program Coordinator ASHA Recruitment এর চাকরির আপডেট প্রদান করে?
হ্যাঁ, EduTalk with Krishna Sir Block Program Coordinator ASHA Recruitment এর চাকরির আপডেট প্রদান করে।
আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।