এবছর অর্থাৎ ২০২২ সালে যেসমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা সকলেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পেতে চলেছো ১৮ হাজার টাকা। কোন কোন ছাত্র-ছাত্রীরা এই টাকা পাবে? এই টাকা পাবার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে? সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো আজকের এই প্রতিবেদনে। তাই তোমরা এই প্রতিবেদনটি সুম্পূর্ণ পড়ো এবং এই প্রতিবেদনটি তোমার বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো।

madhyamik hs pass scholarship

২০২২ সালে যে সমস্ত ছাত্র-ছাত্রী ৬০ শতাংশ নাম্বার নিয়ে পাশ করবে তারা সকলেই ১৮,০০০ টাকা করে পাবে। এটা শুধু এই বছর রাজ্য সরকারের তরফ দেওয়া হচ্ছে তেমনটা নয়, এই টাকাটি প্রতি বছরই সমস্ত ছাত্র ও ছাত্রীকে দেওয়া হয়, এটি মূলত একটি স্কলারশিপস্বামী বিবেকানন্দ স্কলারশিপের নাম সকলেই শুনেছো যদি না শুনে থাকো তবে জেনে রাখো এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করলে পাওয়া যেতে পারে ১২,০০০ টাকা থেকে ৯৬,০০০ টাকা পর্যন্ত।

এটি সরকারি স্কলারশিপ হওয়ার জন্য সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে এবং এখান থেকে টাকা পাওয়ার সম্ভাবনা ১০০%। কিছু বছর আগেও এই স্কলারশিপ থেকে টাকা পাবার জন্য ছাত্র-ছাত্রীদের নাম্বার লাগতো ৭৫% সেই কারনে বহু ছাত্র-ছাত্রীরা চেয়েও এই স্কলারশিপে আবেদন করতে পারতো না। কিন্তু এখন এই স্কলারশিপে আবেদন করতে নাম্বার লাগে মাত্র ৬০% যার ফলে প্রচুর ছাত্র-ছাত্রী এই স্কলারশিপে আবেদন করতে পারে।

সমস্ত স্কলারশিপের সমস্ত রকমের আপডেট পেতে এখুনি যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে- যুক্ত হও 

এবং এই স্কলারশিপের টাকা দিয়ে তারা পরবর্তী পড়াশোনা চালিয়ে নিয়ে যায়। আর যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ৬০% নাম্বার পাবে না তাদের জন্যও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আরও বিভিন্ন ধরনের সরকারি স্কলারশিপ প্রদান করা হয়, যেমন ঐক্যশ্রী স্কলারশিপ, ওয়েসিস স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ।

মাধ্যমিকে যদি তুমি ৬০% নাম্বার নিয়ে পাশ করো তবে তুমি পেয়ে যাবে ১২,০০০ টাকা, সেভাবেই একাদশ শ্রেণীতে ৬০% নাম্বার নিয়ে পাশ করলে তুমি পাবে ১২ হাজার টাকা। এবং তুমি উচ্চমাধ্যমিকে যদি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করো এবং ৬০% নাম্বার পাও তবে পাবে ১৮ হাজার টাকা আর আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করে ৬০% নাম্বার পেলে তুমি পাবে ১২ হাজার টাকা।

edutalkwithkrishnasir - follow on google news
Follow on Google News