নতুন স্কলারশিপ এর আপডেট ! পাওয়া যাবে অনেক টাকা 


আবারো আজকে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় একটি স্কলারশিপ এর আপডেট! 
তোমাদের জন্য রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইতিমধ্যেই ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)-র এক সুবর্ণ সুযোগ। যদি আগ্রহী হও তাহলে Aikyashree Scholarship  সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, স্কলারশিপ এর এমাউন্ট, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নাও:
 
Aikyashree Scholarship 2022-23
যুক্ত হয়ে আপডেট থাকুন
Telegram Join Here
WhatsApp Join Here
FaceBook Join Here
Google News Follow Us
Twitter Follow Us

Aikyashree Scholarship 2022 Notification

Aikyashree Scholarship 2022: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
মূলত প্রথম শ্রেণী থেকে শুরু করে পিএইচডি স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীরা পর্যন্ত এই স্কলারশিপের অধীনে অনুদান পেয়ে থাকেন
Central Government এর DRDO তে প্রচুর কর্মী নিয়োগ চলছে : ২৩ শে সেপ্টেম্বর শেষ তারিখ

 Aikyashree Scholarship 2022: বিভিন্ন বিভাগ 

এই স্কলারশিপ মূলত চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা:

  •  প্রি-ম্যাট্রিক ঐক্যশ্রী স্কলারশিপ: আবেদনকারীকে প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর ছাত্রছাত্রী হতে হবে ।
  • পোস্ট-ম্যাট্রিক ঐক্যশ্রী স্কলারশিপ: আবেদনকারীকে একাদশ শ্রেণী থেকে শুরু করে পিএইচডি স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীদের হতে হবে ।
  •  মেরিট কাম মিন্স স্কলারশিপ: আবেদনকারীকে যেকোনো টেকনিক্যাল এবং প্রোফেশনাল কোর্সে পাঠরত হতে হবে ।
  • অন্যান্য স্কলারশিপ: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মেরিট কাম স্কলারশিপ

Aikyashree Scholarship 2022: কত টাকা পাবে

বিভিন্ন স্টেজ-এ এই স্কলারশিপ এর অনুদান দেওয়া হয় , যথা :
১. প্রথম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীদের বছরে ১১০০ টাকা করে দেওয়া হয়ে থাকে।
২. ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের ৫,৫০০ টাকা করে প্রতি বছরে অনুদান প্রদান করা হয়ে থাকে। হোস্টেলে থেকে যেসকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন তাদের বছরে ১১,০০০ টাকা করে দেওয়া হয়।
৩. একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে শিক্ষারত ছাত্রছাত্রীরা প্রতি বছর ১০,২০০ টাকা করে পেয়ে থাকেন। করে অন্যদিকে, হোস্টেলে থেকে যেসকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা ১১,৯০০ টাকা পেয়ে থাকে।
৪. ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পাঠরত ছাত্রছাত্রী যারা বিগত পরীক্ষায় ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর পেয়েছে তারা ২৭,৫০০ টাকা করে পাবে এবং যারা ৬০ শতাংশের অধিক নম্বর পেয়েছে তারা ৬০,০০০ টাকা করে পাবে।
৫. অন্যদিকে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে শিক্ষারত ছাত্রছাত্রী যারা বিগত পরীক্ষায় বছরে ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর পেয়েছে তারা ৬,৬০০ টাকা পাবেন এবং যারা ৬০ শতাংশের অধিক নম্বর পেয়েছে তারা ১২,০০০ থেকে ১৮,০০০ টাকা করে পাবে।
৬. এম. ফিল এবং পিএইচডি স্তরে পাঠরত শিক্ষার্থীদের যথাক্রমে ৫০০০ টাকা প্রতি মাসে এবং ৮,০০০ টাকা প্রতিমাসে দেওয়া হবে।
৭. টেকনিক্যাল ও ভোকেশনাল ক্ষেত্রে শিক্ষারত ছাত্র-ছাত্রীদের বছরে ১৩,৫০০ টাকা দেওয়া হবে এবং যেসকল ছাত্রছাত্রীরা পড়াশোনার খাতিরে হোস্টেলে থাকেন তাদের ১৫,২০০ টাকা করে দেওয়া হবে 
Aikyashree Scholarship 2022: আবেদন পদ্ধতি
  • এখানে আবেদন করতে হবে সরাসরি Online মাধ্যমে।
  • আবেদনকারীরা প্রথমে এই স্কলারশিপ টির অফিসিয়াল ওয়েবসাইট এ যাবে, ওয়েবসাইট এর লিংক নিচে দেওয়া হলো।
  • এরপরে আবেদন পত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
  • আবেদনের ক্ষেত্রে নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর সহ সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করবে।এখানে আবেদনের ক্ষেত্রে একটি মোবাইল নম্বর থেকে কেবলমাত্র একজন পড়ুয়া আবেদন করতে পারবে ।
  • এরপর ফর্মটি সাবমিট করার পরে সবশেষে ফর্মটির প্রিন্ট আউট সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা করতে হবে। মনে রাখবে এই স্কলারশিপের ক্ষেত্রে একজন ছাত্র অথবা ছাত্রী কেবলমাত্র একটি স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য।
Aikyashree Scholarship 2022: আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (যাদের রয়েছে)
  • ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস
  • পরিবারের বাৎসরিক আয়ের সার্টিফিকেট
  • আধার কার্ড বা ভোটার কার্ড।
  • কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
  • বিগত পরীক্ষার মার্কশিট

নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন

আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন। 
       সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন       
বীরভূম ক্লিক করুন
বাঁকুড়া ক্লিক করুন
হুগলি ক্লিক করুন
হাওড়া ক্লিক করুন
কোলকাতা ক্লিক করুন
জলপাইগুড়ি ক্লিক করুন
দক্ষিণ ২৪ পরগণা ক্লিক করুন
পূর্ব বর্ধমান ক্লিক করুন
পশ্চিম মেদিনীপুর ক্লিক করুন
পুরুলিয়া ক্লিক করুন



FAQ

Aikyashree Scholarship 2022 এর জন্য কীভাবে আবেদন করবেন?
SDDM এ উপরিউক্ত পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের অফিসিয়াল সাইটে যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।

EduTalk with Krishna Sir কি Aikyashree Scholarship এর আপডেট প্রদান করে?
হ্যাঁ, EduTalk with Krishna Sir Aikyashree Scholarship এর আপডেট প্রদান করে।

আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।