উচ্চমাধ্যমিক পাশে Municipal Service Commission এ নিয়োগ – 21টি শূন্যপদ

রাজ্যের সকল চাকরির প্রার্থীদের জন্য দারুন একটা সুখবর। পশ্চিমবঙ্গ মিউনিসিপালিটি সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন জুনিয়র অ্যাসিস্টান্ট পদে নিয়োগের নোটিস প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। এই চাকরি জন্য উচ্চমাধ্যমিক পাশ প্রার্থী ছেলে অথবা মেয়ে উভয়য়েই আবেদন করতে পারবেন। যদি আপনি আগ্রহী হন তাহলে মিউনিসিপালিটি সার্ভিস কমিশনে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কত হতে হবে, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে। 

সূচি তালিকা:

West Bengal Municipal Service Commission Recruitment

Advertisement No (বিজ্ঞপ্তি নম্বর)

1/2022

Starting Date of Apply (আবেদন শুরুর তারিখ)

১৭ই মার্চ ২০২২

Closing Date of Apply (আবেদন শেষের তারিখ)

০৪ই এপ্রিল ২০২২

Job Details(চাকরির বিবরণ)

Recruitment Procedure (আবেদনের পদ্ধতি)

Online – অনলাইন আবেদন করতে পারবেন।

Recruiter Organization (নিয়োগকারী সংস্থা)

West Bengal Municipal Service Commission – পশ্চিমবঙ্গ মিউনিসিপালিটি সার্ভিস কমিশনের।

Post Name (পদের নাম)

Junior Assistant – জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ।

Job Posting (কর্মস্থল)

West Bengal  পশ্চিমবঙ্গ জুড়ে। 

SALARY (বেতন)

Pay level – 06 of the pay matrix of ropa 2019।

Vacancy (শূন্যপদ)

মোট শূন্যপদ ২১টি।

Required Eligibility Criteria (প্রয়োজনীয় যোগ্যতা)

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

উক্ত পদে আবেদন করার জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।  বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।

Age Limit (বয়সসীমা)

Must be under 40 years of age to apply for this post. – প্রার্থীর বয়স ৪০ বছরের কম হতে হবে। প্রার্থীর বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী। 

Nationality (জাতীয়তা)

Must be Indian – জাতিতে অবশ্যই ভারতীয় হতে হবে|

Application Fees (আবেদন মূল্য)

For UR/OBC/EWS Category Candidates Rs. 200/- Candidates have to pay the Examination fee through Debit Card, Credit Card, Net Banking. – প্রার্থীকে পাশে উল্লেখিত আবেদনমূল্য প্রদান করতে হবে |
For Departmental Candidates/Female/Ex-Sm/SC/ST/PWD Category Candidates Rs. 50/-

Selection process (নিয়োগ পদ্ধতি)

এক্ষেত্রে West Bengal Municipal Service Commission এর অফিসিয়াল বিজ্ঞপিতে কিছু জানানো হয়নি।

আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন

Official Notice:: Download Now
Apply Now:: Click Here

wb jobs updates, West Bengal Vacancy, West Bengal Recrutment,

Recent Posts

 Siemens Freshers Off Campus Drive 2022
 ITI পাশে Bank Note Press এ নিয়োগ – 81টি শূন্যপদ
 ESIC তে নিয়োগ। মাসিক বেতন ৪৫ হাজার টাকা।
 উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যের PNB তে কর্মী নিয়োগ
 Kiswok Industries Freshers Off Campus Drive 2022
 ডিপ্লোমা পাশে ডি এম অফিসে চাকরি, সরাসরি ইন্টারভিউয়ের মাদ্ধমে নিয়োগ
 Udemy Paid Courses for Free with Certificate
 Tech Mahindra Freshers Off Campus Drive 2022
 LG Soft India Freshers Off Campus Drive 2022
 Jio Freshers Off Campus Drive 2022

বিঃদ্রঃ- উপরের সমস্ত নিয়োগের তথ্য বিভিন্ন কর্মসংস্থান সংবাদপত্র বা সরকারি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা রিক্রুটার এজেন্সি নই বা নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত নই। তাই চাকরি প্রার্থীদের বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তৃতীয় পক্ষ বা ওয়েবসাইট দ্বারা প্রদত্ত কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনোভাবেই দায়ী নই।

Note: All the above recruitment information has been collected from various employment newspapers or government websites. We are not a recruiting agency or involved in the recruitment process. Job seekers are therefore requested to visit the official website for details. We are not responsible in any way for any misinformation provided by third parties or websites.