কাল থেকে বিভিন্ন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে | Madhyamik Exam 2022

৭ই মার্চ ২০২২ অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। ইন্টারনেটের উপর নির্ভরশীল বিভিন্ন কাজে ব্যাঘাত ঘটতে পারে। কারণ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের সংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।  
পরীক্ষা শুরু হবে সকাল ১১:৪৫ থেকে। পরীক্ষার্থীরা ১২ টা থেকে উত্তর লেখা শুরু করবে। তাই মাধ্যমিক পরীক্ষায় নকল করা রুখতে রাজ্যের একাধিক এলাকায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানান হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। শনিবার দফতরের এক আধিকারিক একথা জানিয়েছেন, সোমবার থেকে দুপুরে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হতে পারে বিভিন্ন জায়গায়। এমনকি বাইরে থেকে নকল সরবরাহ রুখতেও বিশেষ ব্যবস্থা নেবে প্রশাসন। তাছাড়াও বন্ধ থাকতে পারে হোয়াটস্যাপ, ফেসবুক ইত্যাদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া। ‌


মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় ইন্টারনেট বন্ধ থাকবে বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলোতে। যে সমস্ত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে সেগুলো দুই ২৪ পরগনা, বীরভূম, মালদা ও মুর্শিদাবাদ। অর্থাৎ এইসব জেলাগুলির বিভিন্ন এলাকায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার ব্যাপারে ঘোষণা করেছেন। তবে তিনি এও জানান, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার ব্যাপার পুরোটাই প্রশাসনের উপর নির্ভরশীল।

Recent Posts

 রাজ্যের কোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 500টি শূন্যপদ।
 মাধ্যমিক পাশে বিডিও অফিসে প্রচুর শূন্যপদে নিয়োগ।
 WhatsApp Group Link 2021-22: Free Job Alerts
 How To Use LazyApply To Automate Your Job Search? (Course)
 ITI পাশে Rusan Pharma Ltd তে পদে নিয়োগ।
 Udemy Paid Courses for Free with Certificate
 রাজ্যের Data Entry Operator পদে নিয়োগ |
 টাটা অটো ক্যাম্প সিস্টেমে এপ্রেন্টিস পদে নিয়োগ।
 WBCS 2022 Notification out @wbpsc.gov.in
 রাজ্যে JRF এবং SRF পদে চাকরির বিজ্ঞপ্তি