রাজ্যের কোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 500টি শূন্যপদ।

চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ একটি সুখবর। রাজ্যের কোর্টে (Court) ৫০০ শূন্য পদে Group C পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য হাই কোর্ট নিয়োগের সংশ্লিষ্ট বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের স্থায়ীভাবে বসবাস করে এমন সকল চাকরি প্রার্থী কোর্টের Group C পদে আবেদন করতে পারবে। চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ সুখবরটি বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুযোগ। যে সকল চাকরি প্রার্থী রাজ্য কোর্টে Group C পদে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন। ই চাকরি জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, করা আবেদন করতে পারবেন এবং আবেদন পদ্ধতি সম্পকে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।

Table Of Contain:

Starting Date of Apply (আবেদন শুরুর তারিখ)

৩ই মার্চ ২০২২

Closing Date of Apply (আবেদন শেষের তারিখ)

৪ই এপ্রিল ২০২২

Job Details(চাকরির বিবরণ)

Recruitment Procedure (আবেদনের পদ্ধতি)

Online – অনলাইন আবেদন করতে পারবেন।

Recruiter Organization (নিয়োগকারী সংস্থা)

High Court for the State of Telangana

Post Name (পদের নাম)

Group C পদ

Job Posting (কর্মস্থল)

Hyderabad, Telangana

SALARY (বেতন)

₹৩২৮১০ - ₹৯৬৮৯০ মাসিক বেতন।

Vacancy (শূন্যপদ)

  1. Stenographer Grade 3 - 64 Posts
  2. Junior Assistant  - 173 Posts
  3. Typist - 104 Posts
  4. Field Assistant - 39 Posts
  5. Examiner - 43 Posts
  6. Copyist - 72 Posts
  7. Record Assistant - 34 Posts
  8. Process Server - 63 Posts
 মোট ৫০০ শূন্যপদে নিয়োগ করা হবে। 

Required Eligibility Criteria (প্রয়োজনীয় যোগ্যতা)

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

উপরে উল্লেখিত পদ গুলি আলাদা আলাদা পদ হলেও সব গুলি Group C লেভেলের। তাই স্টেনোগ্রাফার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ এবং অন্যান্য পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন। এছাড়াও প্রত্যেক পদে আবেদন করতে প্রার্থীকে Technical Qualification বা কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।

Age Limit (বয়সসীমা)

The candidate minimum Age Limit should be 18 to 34 years. – প্রার্থীর ন্যূনতম বয়সসীমা ১৮ থেকে ৩৪ বছর হতে হবে।

Nationality (জাতীয়তা)

Must be Indian – জাতিতে অবশ্যই ভারতীয় হতে হবে|

Application Fees (আবেদন মূল্য)

OC এবং BC প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করলে ₹৮০০ লাগবে। এবং SC, ST এবং EWS প্রার্থীরা আবেদন করতে মাত্র ৮০০ টাকা আবেদন মূল্য লাগবে।

Selection process (নিয়োগ পদ্ধতি)

প্রার্থীদের তিনটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে মাল্টিপল চয়েস প্রশ্নের 50 নম্বরের পরীক্ষা, দ্বিতীয় কম্পিউটার টেস্ট এর 30 নম্বরের পরীক্ষা ও শেষে 20 নম্বরে ইন্টারভিউ দিয়ে মেরিট লিস্ট তৈরি করা হবে।
Official Notice:: Download Now
Official Website:: Click Here

Recent Posts

 মাধ্যমিক পাশে বিডিও অফিসে প্রচুর শূন্যপদে নিয়োগ।
 WhatsApp Group Link 2021-22: Free Job Alerts
 How To Use LazyApply To Automate Your Job Search? (Course)
 ITI পাশে Rusan Pharma Ltd তে পদে নিয়োগ।
 Udemy Paid Courses for Free with Certificate
 রাজ্যের Data Entry Operator পদে নিয়োগ |
 টাটা অটো ক্যাম্প সিস্টেমে এপ্রেন্টিস পদে নিয়োগ।
 WBCS 2022 Notification out @wbpsc.gov.in
 রাজ্যে JRF এবং SRF পদে চাকরির বিজ্ঞপ্তি
 রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

প্রথমেই বলে রাখি edutalkwithkrishnasir.blogspot.com কোনো নিয়োগের সংস্থা নয় বা কোনো জব প্রদান করে না। এটি একটি মাধ্যম যা প্রায় সারা দেশ অথবা রাজ্য জুরে সমস্ত নিয়োগের তথ্য সরবরাহ করে। যার কারনে আপনারা সহজেই নিয়োগের তথ্যগুলি সমন্ধে বিস্তারিত জানতে পারেন। উপরোক্ত বিষয়বস্তুগুলি শুধুমাত্র চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য। বিষয়বস্তুগুলি সমন্ধে বিস্তারিত জানতে ও আবেদন করতে রীতিমতো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটকে অনুসরন করুন।