রাজ্যে নন টিচিং গ্রুপ-C নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (IIT) এর তরফ থেকে আপনার জন্য নিয়ে এসেছে প্রোগ্রাম অফিসার, টেকনিক্যাল অফিসার ও টেকনিক্যাল স্টাফ পদে চাকরির এক সুবর্ণ সুযোগ| যদি আপনি আগ্রহী হন তাহলে প্রোগ্রাম অফিসার, টেকনিক্যাল অফিসার ও টেকনিক্যাল স্টাফ পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কত হতে হবে, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।
সূচি তালিকা:
IIT Bhubaneswar Non Teaching Group C Recruitment 2022.
Advertisement No (বিজ্ঞপ্তি নম্বর)
Rectt- VARCoE/ 01/Non-Teaching/2022
Starting Date of Apply (আবেদন শুরুর তারিখ)
১৮ই মার্চ ২০২২।Last Date of Apply (আবেদন শেষের তারিখ)
০৬ই এপ্রিল ২০২২
Job Details(চাকরির বিবরণ)
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি)
Online – অনলাইন আবেদন করতে পারবেন।
Recruiter Organization (নিয়োগকারী সংস্থা)
INDIAN INSTITUTE OF TECHNOLOGY BHUBANESWAR – ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ভুবনেশ্বর।
Post Name (পদের নাম)
(1) প্রোগ্রাম অফিসার (Program Manager) পদ।
(2) টেকনিক্যাল অফিসার (Technical Officer)পদ।
(3) টেকনিক্যাল স্টাফ (Technical Staff) পদ।
Job Posting (কর্মস্থল)
West Bengal – পশ্চিমবঙ্গে।
SALARY (বেতন)
মাসিক বেতন ৩১,০০০ টাকা।
Vacancy (শূন্যপদ)
মোট শূন্যপদ ১০টি।
Required Eligibility Criteria (প্রয়োজনীয় যোগ্যতা)
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
(1) প্রোগ্রাম অফিসার (Program Manager) পদের জন্য আবেদনকারীকে B.Tech করা থাকতে হবে। MBA করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
(2) টেকনিক্যাল অফিসার (Technical Officer) পদের জন্য আবেদনকারীকে CSE/ECE/Mechanical Engineering-এ B.Tech/M.Tech করা থাকতে হবে। সেইসাথে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
(3) টেকনিক্যাল স্টাফ (Technical Staff) পদের জন্য আবেদনকারীকে CSE/ECE/Mechanical Engineering-এ B.Tech করা থাকতে হবে।
Age Limit (বয়সসীমা)
(1) প্রোগ্রাম অফিসার (Program Manager) পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স 50 বছরের কম হতে হবে।
(2) টেকনিক্যাল অফিসার (Technical Officer) পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স 35 বছরের কম হতে হবে।
(3) টেকনিক্যাল স্টাফ (Technical Staff) পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের কম হতে হবে।
Nationality (জাতীয়তা)
Must be Indian – জাতিতে অবশ্যই ভারতীয় হতে হবে|
Application Fees (আবেদন মূল্য)
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।
Selection process (নিয়োগ পদ্ধতি)
লিখিত পরীক্ষা হয় এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন–
Official Notice:: Download Now
Apply Now: Click Here
More Jobs Update:: Click Here
Recent Posts
◐ ডিপ্লোমা পাশে পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগ | |
◐ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অফিসে গ্রুপ ডি নিয়োগ | |
◐ সরাসরি ইন্টারভিউ দিয়েই ভারতীয় রেলে নিয়োগ | |
◐ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয়া নিয়ম। | |
◐ মাধ্যমিক পাশে SSC তে নিয়োগ - ৮হাজার শূন্যপদ। | |
◐ Wipro Recruitment 2022 Apply Online Wipro Careers | |
◐ Electronica Mechatronic Freshers Off Campus Drive 2022 | Diploma in Mechanical Job Opportunity | |
◐ Pierian Services Freshers Off Campus Drive 2022 | Diploma Mechanical Freshers/span> | |
◐ KALPA ELECTRIKAL Freshers Off Campus Drive 2022 | Trainee | Diploma/ITI | |
◐ KONE Freshers Off Campus Drive 2022 | Maintenance Technician | ITI/Diploma |
বিঃদ্রঃ- উপরের সমস্ত নিয়োগের তথ্য বিভিন্ন কর্মসংস্থান সংবাদপত্র বা সরকারি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা রিক্রুটার এজেন্সি নই বা নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত নই। তাই চাকরি প্রার্থীদের বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তৃতীয় পক্ষ বা ওয়েবসাইট দ্বারা প্রদত্ত কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনোভাবেই দায়ী নই।
Note: All the above recruitment information has been collected from various employment newspapers or government websites. We are not a recruiting agency or involved in the recruitment process. Job seekers are therefore requested to visit the official website for details. We are not responsible in any way for any misinformation provided by third parties or websites.
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box