আগামী ২রা এপ্রিল ২০২২ অর্থাৎ শনিবার উচ্চ-মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। গতবছর করোনা ভাইরাসের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে পারেনি সংসদ। কিন্তু এবছর করোনা প্রকোপ আয়ত্তে আসতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।
পরীক্ষার্থীরা হোম সেন্টারে অর্থাৎ নিজের স্কুলেই উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দেওয়ার জন্য বাইরের কোন সেন্টারে যেতে হবে না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে মোট ৬ হাজার ৭২৭ টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। গতবারের তুলনায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা প্রায় ৩গুণ বৃদ্ধি পেয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, 'করোনা বিধি মাথায় রেখে এই পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।'
এক নজরে দেখে নিন এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কি কি নিয়ম মেনে পরীক্ষাতে দিতে যেতে হবে-
১) উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলে হলেও অ্যাডমিট কার্ড ছাড়া কোনও পড়ুয়াকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে না।
২) করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বিধি কঠোরভাবে মেনে চলতে হবে। কোনো পরীক্ষার্থী অন্য কারো পেন্সিল, স্কেল, পেন বা পেন্সিল ইরেজার ব্যবহার করতে পারবে না।
৩) উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
৪) পরীক্ষা কেন্দ্রে কোনরকম ইলেকট্রনিক্স সরঞ্জাম যেমন- মোবাইল ফোন, ক্যালকুলেটর, ট্যাবলেট, ডিজিটাল ঘড়ি ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না। যেকোনো ধরনের ইলেকট্রনিক সরঞ্জামের সমেত কোনো পরীক্ষার্থী ধরা পড়লে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
যেহেতু এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ২ বার পরিবর্তিত হয়েছিল, তাই মূল পরীক্ষা শুরু হওয়ার আগে আরো একবার দেখে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঠিক রুটিন-
২রা এপ্রিল, ২০২২ (শনিবার)
- বাংলা(A), ইংলিশ(A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি।
৪ই এপ্রিল, ২০২২ (সোমবার)
- ইংলিশ (B), বাংলা (B), হিন্দি(B), নেপালি(B), অল্টারনেটিভ ইংলিশ।
৫ই এপ্রিল, ২০২২ (মঙ্গলবার)
- হেলথকেয়ার, অটোমোবাইল, অরগানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আই টি এবং আই.টি.ই.এস, ট্যুরিজিম, হসপিটালিটি, পাম্বলিং, কন্সট্রাকশন, ভোকেশনাল সাবজেক্ট।
১৬ই এপ্রিল, ২০২২ (শনিবার)
- গণিত, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, এগ্রোনোমি, ইতিহাস।
১৮ই এপ্রিল, ২০২২ (সোমবার)
- ইকোনমিক্স
১৯ই এপ্রিল, ২০২২ (মঙ্গলবার)
- কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস।
২০ই এপ্রিল, ২০২২ (বুধবার)
- কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সোসিওলজি।
২২ই এপ্রিল, ২০২২ (শুক্রবার)
- পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, একাউন্টান্সি।
২৩ই এপ্রিল, ২০২২ (শনিবার)
- স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
২৬ই এপ্রিল, ২০২২ (মঙ্গলবার)
- রসায়নবিদ্যা, জার্নালিজমস এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবিক, ফ্রেঞ্চ।
২৭ই এপ্রিল, ২০২২ (বুধবার)
- বায়োলজিক্যাল সাইন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সাইন্স।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box