রাজ্যের সকল মহিলা চাকরি প্রার্থীদের জন্য দারুন একটা সুযোগ। রাজ্যের বিভিন্ন জেলার ব্লক ভিত্তিক গ্রামে গ্রামে আশা কর্মী নিয়োগ শুরু হয়েছে। হাওড়া জেলার সদর এবং উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের গ্রাম গুলিতে আশা কর্মী পদে মহিলা কর্মী নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাওড়া জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে এই আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
এই চাকরিতে আবেদনের জন্য বয়স কত লাগবে, শূন্যপদ কয়টি আছে, নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, মাসিক বেতন কত দেওয়া হবে এবং কিভাবে আবেদন করতে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।
সূচি তালিকা:
Howrah District Blockwise Asha Karmi Recruitment
Advertisement No (বিজ্ঞপ্তি নম্বর)
DHFWS/HOW/437/22
Starting Date of Interview (ইন্টারভিউয়ের শুরুর তারিখ)
০৪ই মার্চ ২০২২Closing Date of Interview (ইন্টারভিউয়ের শেষের তারিখ)
১৬ই মার্চ ২০২২
Job Details(চাকরির বিবরণ)
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি)
Online – অফিসিয়াল নোটিশের ৩ নম্বর পেজে আবেদন করার জন্য ফর্ম দেওয়া আছে। প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে A4 পেজে আবেদন করার ফর্মটি প্রিন্ট করতে হবে। এরপর ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে। ফর্ম পূরন করা হলে বেশ কিছু দরকারি নথিপত্রের জেরক্স জুড়ে দিতে হবে। তারপর সমস্ত কাগজগুলিকে একটি খামে ভরে নির্দিষ্ট ব্লক/ বিডিও অফিসে জমা করে আসতে হবে।
Recruiter Organization (নিয়োগকারী সংস্থা)
জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি
Post Name (পদের নাম)
Asha Karmi – আশা কর্মী পদ।
Job Posting (কর্মস্থল)
হাওড়া জেলার সদর এবং উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের বিভিন্ন গ্রামে নিয়োগ করা হবে। কোন কোন গ্রামে নিয়োগ করা হবে তা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত বলা আছে। নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে জেনে নিন।
SALARY (বেতন)
মাসিক বেতন ৪৫০০টাকা।
Vacancy (শূন্যপদ)
মোট শূন্যপদ রয়েছে ১৬৪টি।
Required Eligibility Criteria (প্রয়োজনীয় যোগ্যতা)
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
মাধ্যমিক পাশ করতে হবে। মাধ্যমিকের বেশি যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। তবে সেক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিকের নম্বরই দেখা হবে।
Age Limit (বয়সসীমা)
The candidate minimum Age Limit should be 30 to 40 years. – প্রার্থীর ন্যূনতম বয়সসীমা 30 থেকে ৪০ বছর হতে হবে। ST, SC শ্রেনির মহিলাদের বয়স হতে হবে ২২ বছর থেকে ৪০ বছর। বয়সের হিসেব করতে হবে ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী।
Nationality (জাতীয়তা)
Must be Indian – জাতিতে অবশ্যই ভারতীয় হতে হবে|
Application Fees (আবেদন মূল্য)
No application will cost – কোনো আবেদন মূল্য লাগবে না।
Selection process (নিয়োগ পদ্ধতি)
মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে সরাসরি নিয়োগ করা হবে।
আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন–
Official Notice:: Download Now
Recent Posts
◐ খাদ্য দপ্তরে SSP পদে কর্মী নিয়োগ | |
◐ ডিপ্লোমা পাশে ডি এম অফিসে চাকরি, সরাসরি ইন্টারভিউয়ের মাদ্ধমে নিয়োগ | |
◐ Udemy Paid Courses for Free with Certificate | |
◐ Tech Mahindra Freshers Off Campus Drive 2022 | |
◐ LG Soft India Freshers Off Campus Drive 2022 | |
◐ Jio Freshers Off Campus Drive 2022 | |
◐ Tata AutoComp System Freshers Off Campus Drive 2022ে | |
◐ Tata Communications Freshers Off Campus Drive 2022 | |
◐ মাধ্যমিক পাশে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) নিয়োগ। | |
◐ Daily Online GK Quiz in Bengali Part - 24 |
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box