Recruitment 2022: ডিপ্লোমা পাশে ডিজাইন ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ।

ভারতের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। অ্যানালাইজার CAE সলিউশনস কোম্পানিতে ডিজাইন ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিপ্লোমা পাশে এই পদে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের ছেলে-মেয়েরা আবেদনযোগ্য। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন। Analyzer CAE Solutions Recruitment 2022

পদের নাম- ডিজাইন ইঞ্জিনিয়ার (Design Engineer)
মোট শূন্যপদ- এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনো রকম শূন্যপদের উল্লেখ করেনি

বেতনক্রম- এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনো রকম বেতনের উল্লেখ করেনি
শিক্ষাগত যোগ্যতা- ডিজাইন ইঞ্জিনিয়ার (Design Engineer) পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ৩ বছরের ডিপ্লোমা কোর্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে। 3D Modelling এ সুম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। আবেদনকারীরা ০ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। Analyzer CAE Solutions Recruitment 2022

চাকরির লোকেশন- পুনে, ভারত।

কর্মসংস্থান প্রকার- ফুল টাইম, স্থায়ী

নিয়োগ পদ্ধতি- পার্সোনাল ইন্টরভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি- চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। নিচে দেওয়া আবেদন লিংকটি ওপেন করার পর একটি GOOGLE ফর্ম পাবেন। সেই ফরমটি ভালোভাবে পূরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ- এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনো রকম শেষ তারিখ উল্লেখ করেনি। কিন্তু আবেদন লিংকটি বন্ধ হওয়ার আগেই আবেদন করতে পারেন।

আবেদনের লিংক- এখানে ক্লিক করুন

নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট- এখানে ক্লিক করুন
Recent Posts
 মাধ্যমিক পশে ভারতীয় রেলে কর্মী নিয়োগ, প্রচুর শূন্যপদ।
 Udemy Paid Courses for Free with Certificate
 বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ।
 Radical Technologies -তে কর্মী নিয়োগ।
 Electronic Arts -তে কর্মী নিয়োগ
 মাধ্যমিক পাশে কলেজে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ।
 রাজ্যের কলেজে গ্রূপ-সি কর্মী নিয়োগ
 ডিপ্লোমা পশে TCIL তে Apprentices নিয়োগ।
 WhatsApp Group Link 2021-22: Free Job Alerts
 ডিপ্লোমা পশে 285টি Junior Engineers পদে নিয়োগ।
প্রথমেই বলে রাখি edutalkwithkrishnasir.blogspot.com কোনো নিয়োগের সংস্থা নয় বা কোনো জব প্রদান করে না। এটি একটি মাধ্যম যা প্রায় সারা দেশ অথবা রাজ্য জুরে সমস্ত নিয়োগের তথ্য সরবরাহ করে। যার কারনে আপনারা সহজেই নিয়োগের তথ্যগুলি সমন্ধে বিস্তারিত জানতে পারেন। উপরোক্ত বিষয়বস্তুগুলি শুধুমাত্র চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য। বিষয়বস্তুগুলি সমন্ধে বিস্তারিত জানতে ও আবেদন করতে রীতিমতো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটকে অনুসরন করুন।