Punjab National Bank Recruitment 2022: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ, আবেদনের শেষ তারিখ ১০ জানুয়ারি।
Punjab National Bank
Punjab National Bank Recruitment 2022

Punjab National Bank Recruitment 2022: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তার অফিসিয়াল ওয়েবসাইটে চিফ রিস্ক অফিসার এবং অন্যান্য পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থী যারা এই পদগুলিতে নিয়োগের জন্য আবেদন করতে চান তারা pnbindia.in-এ ব্যাঙ্ক রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন,  নিচে দেওয়া বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন এবং সম্পূর্ণ তথ্য সহ আবেদন করতে পারেন। এই আবেদনগুলি অফলাইন মোডের মাধ্যমে করা হবে, যার শেষ তারিখ ১০ জানুয়ারি। আবেদনের 

PNB Recruitment 2022: শূন্যপদের বিবরণ 

  • চিফ রিস্ক অফিসার -  ১টি পদ 
  • চিফ কমপ্লায়েন্স অফিসার -  ১টি পদ 
  • চিফ ফাইন্যান্সিয়াল অফিসার - ১টি পদ
  • টেকনিক্যাল অফিসার - ১টি পদ
  • চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার - ১টি পদ
  • চিফ ডিজিটাল অফিসার - ১টি পদ

মোট-  ৬টি পদ 
সকল পদের আবেদনের জন্য নির্ধারিত যোগ্যতা ভিন্ন, যার তথ্য বিজ্ঞপ্তিতে রয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য একটি প্রাথমিক স্ক্রিনিং হবে। এরপর আবেদনপত্রের সাথে জমা দেওয়া যোগ্যতার মানদণ্ড, প্রার্থীর যোগ্যতা, উপযুক্ততা/অভিজ্ঞতা ইত্যাদির ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। আবেদন করার জন্য, প্রার্থীদের অনুরোধ করা হয়েছে  বাকি নথিগুলির সাথে তাদের সিভি শেষ তারিখের আগে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা নীচে দেওয়া হল।

আবেদন পাঠানোর ঠিকানা:
জেনারেল ম্যানেজার- HRMD পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, HR বিভাগ 1st Floor, West Wing, Corporate Office Sector 10, Dwarka, New Delhi 110075

অফিসিয়াল নোটিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন। 


আমাদের WhatsApp Group-এ যুক্ত হন


Recent Posts
◐ প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন।
◐ রাজ্য পাবলিক সার্ভিক কমিশনে একগুচ্ছ পদে নিয়োগ, ৯৫হাজার টাকা পর্যন্ত বেতন।
◐ ২ই জানুয়ারী ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স
◐ ডিপ্লোমা পাশেই শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিতে চাকরির সুবর্ণ সুযোগ
◐ Object Oriented Programming in C++ & Interview Preparation [FREE COURSE]
◐ The Complete Digital Marketing Strategy For 2022 [Free Course]
◐ 1st January Bengali Current Affairs 2022
◐ 31th December Bengali Current Affairs 2021
◐ 30th December Bengali Current Affairs 2021 | ৩০ই ডিসেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স