West Bengal Public Service Commission
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন

WBPSC Recruitment 2022: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) বা ডব্লুবিপিএসসি (WBPSC)-তে একগুচ্ছ পদে নিয়োগ করা হবে। বেশির ভাগ পদই শিক্ষকতা সংক্রান্ত। সে ব্য়াপারে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে ডব্লুবিপিএসসি (WBPSC)-এর অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন শুরু হবে ৩০ই ডিসেম্বর ২০২১ এবং আবেদনের শেষ তারিখ ১৯ই জানুয়ারী ২০২২। 

ডব্লুবিপিএসসি (WBPSC)-এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল wbpsc.gov.in। সেখানে গিয়ে এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এবং কে কোন পদে আবেদন করতে পারবেন, সে তথ্য মিলবে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে। 

আরও পড়ুন: ডিপ্লোমা পাশেই শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিতে চাকরির সুবর্ণ সুযোগ

আরও পড়ুন: ই জানুয়ারী ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

কোন কোন পদে নিয়োগ

  • প্রোটোকল অফিসার: শূন্যপদ রয়েছে ১টি। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরে কাজ
  • অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, ইকোনমিক্স, মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, শূন্যপদ রয়েছে একটি
  • অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, হিন্দি (মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, শূন্যপদ রয়েছে ১টি। 
  • অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, সাইকোলজি (মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, শূন্যপদ রয়েছে ২টি। 
  • অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, জুলজি (মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, শূন্যপদ রয়েছে ১টি। 
  • অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, উর্দু (মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, শূন্যপদ রয়েছে ২টি। 
  • ভূগোল শিক্ষিকা, ডাউহিল গার্লস স্কুল, কার্শিয়াং: রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতরের অন্তর্গত, শূন্যপদ রয়েছে ১টি। 

আরও পড়ুন: ডিপ্লোমা/আই টি আই পাশেই  ইনকা ইনফোটেক টেকনোলজিসে চাকরির সুযোগ, ৩ লক্ষ টাকা পর্যন্ত বেতন

আরও পড়ুন: আইটিআই/ডিপ্লোমা পাশেই ডজকো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে চাকরির সুবর্ণ সুযোগ।

আরও পড়ুন: ইউনিয়ন ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ চলছে, ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন

শিক্ষাগত যোগতা 
  • একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি।
  • প্রটোকল বা জনসংযোগের ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা।
বয়স হতে হবে 
  • ০১/০১/২০২১ তারিখ হিসাবে ২৫ থেকে ৩৭ বছরের মধ্যে, উচ্চতর যোগ্যতা এবং/অথবা দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য শিথিলযোগ্য।

আগে দেখে নিন
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) বা ডব্লুবিপিএসসি (WBPSC)--এ আবেদন করার আগে প্রার্থীর আবেদন ফি,  আবেদন দিনক্ষণের ব্যাপারে সব তথ্য ডব্লুবিপিএসসি (WBPSC)-এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, ভাল করে সে সব তথ্য দেখে নেওয়ার জন্য। 

সরকারি নোটিফিকেশন দেখার জন্য - Click Here

প্রোফেসর পদে চাকরির জন্য - Click Here


আমাদের WhatsApp Group-এ যুক্ত হন


Recent Posts
◐ প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন।
◐ ২ই জানুয়ারী ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স
◐ ডিপ্লোমা পাশেই শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিতে চাকরির সুবর্ণ সুযোগ
◐ Object Oriented Programming in C++ & Interview Preparation [FREE COURSE]
◐ The Complete Digital Marketing Strategy For 2022 [Free Course]
◐ 1st January Bengali Current Affairs 2022
◐ 31th December Bengali Current Affairs 2021
◐ 30th December Bengali Current Affairs 2021 | ৩০ই ডিসেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স
◐ ডিপ্লোমা/আই টি আই পাশেই ইনকা ইনফোটেক টেকনোলজিসে চাকরির সুযোগ, ৩ লক্ষ টাকা পর্যন্ত বেতন