আবেদন করলেই ৩৬০০০ টাকা হাতের মুঠোয় ! চটজলদি বিস্তারিত জেনে নিন ! 

আজকে সকল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় একটি স্কলারশিপ এর আপডেট! 
তোমাদের অর্থাৎ সকল ছাত্রীদের জন্য রয়েছে Sitaram Jindal Foundation সরকারের তরফ থেকে ইতিমধ্যেই Sitaram Jindal Scholarship 2022-র এক সুবর্ণ সুযোগ। যদি আগ্রহী হোন তাহলে Sitaram Jindal Scholarship 2022 সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, স্কলারশিপ এর এমাউন্ট, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন : 
 
Sitaram Jindal Scholarship 2022
যুক্ত হয়ে আপডেট থাকুন
Telegram Join Here
WhatsApp Join Here
FaceBook Join Here
Google News Follow Us
Twitter Follow Us

Sitaram Jindal Scholarship 2022 Notification

Sitaram Jindal Scholarship 2022: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
Sitaram Jindal Scholarship 2022 এ আবেদন করার জন্য আবেদনকারী ছাত্রছাত্রীকে একাদশ শ্রেণি থেকে স্নাতক-স্নাতকোত্তর পাঠরত হতে হবে এবং পূর্ব শ্রেণির ফাইনাল পরীক্ষায় ৩৫- ৬৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।

Sitaram Jindal Scholarship 2022: কারা আবেদন করতে পারবে
Sitaram Jindal Scholarship 2022 স্কলারশিপটিতে আবেদন করার জন্য :
  • আবেদনাকারী ছাত্র/ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে, তবেই এই স্কলারশিপে আবেদন করা যাবে ।  
  • আবেদনকারী ছাত্র/ছাত্রী সরকারি/বেসরকারি অন্যকোনও স্কলারশিপ পেলে এই স্কলারশিপটি পাওয়া যাবে না 
  • আবেদনকারী পড়ুয়ার পরিবারের কেউ যদি সরকারি চাকুরীজীবী হন তাহলে তার পরিবারের মোট আয় ৪ লক্ষ টাকার মধ্যে হতে হবে তবেই এই স্কলারশিপে আবেদন করা যাবে  
Sitaram Jindal Scholarship 2022: কত টাকা পাবে
Sitaram Jindal Scholarship 2022-এই স্কলারশিপটি বিভিন্ন শ্রেণী অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে :
  • যেসমস্ত ছাত্রছাত্রীরা একাদশ- দ্বাদশ শ্রেণিতে পড়েন, তাদের বার্ষিক টিউশন ফীবাবদ শুধুমাত্র ছাত্রদের বার্ষিক 6 হাজার টাকা এবং ছাত্রীদের বার্ষিক 8,400 টাকা প্রদান করা হয়ে থাকে।  
  • যেসমস্ত ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং পড়েন সেইসমস্ত ছাত্রকে বার্ষিক 24,000 টাকা এবং ছাত্রীদের 27,600 টাকা দেওয়া হয়। 
  • যেসমস্ত ছাত্রছাত্রীরা ডাক্তারি পড়েন সেসমস্ত ছাত্রদের বার্ষিক 30,000 টাকা এবং ছাত্রীদের 36,000 টাকা দেওয়া হয়।  
  • স্নাতক পড়ুয়াদের বার্ষিক টিউশন ফী বাবদ ছাত্রদের 13,200 টাকা এবং ছাত্রীদের 16,800 টাকা দেওয়া হয়। 
  • স্নাতকোত্তর পড়ুয়া ছাত্রদের বার্ষিক 18,000 হাজার টাকা এবং ছাত্রীদের 21,600 টাকা দেওয়া হয়। 
  • বিভিন্ন ডিপ্লোমা কোর্সে পাঠরত পড়ুয়াদের ক্ষেত্রে ছাত্রদের 12,000 টাকা এবং ছাত্রীদের 14,400 টাকা আর্থিক অনুদান দেওয়া হয় ।  

Sitaram Jindal Scholarship 2022: আবেদন পদ্ধতি
Sitaram Jindal Scholarship 2022 এ আবেদনের জন্য:
  • আবেদনকারীকে সরাসরি অফলাইনে আবেদন করতে হবে।
  •  আবেদনকারী প্রার্থীদের Sitaram Jindal Foundation-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে
  • এরপরে যাবতীয় সমস্ত তথ্য ফিল আপ করবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সঙ্গে অ্যাটাচ করে দেবেন।
  • তারপর আবেদনকারী প্রার্থীকে ওই আবেদন পত্রটি পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। 
Sitaram Jindal Scholarship 2022 : পত্র পাঠানোর স্থান 
The Trustee, Sitaram Jindal Foundation,
Jindal Nagar, Tumkur Road, Bengaluru 560073.

Sitaram Jindal Scholarship 2022 আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
Sitaram Jindal Scholarship 2022 এ আবেদন করতে গেলে বেশ কিছু ডকুমেন্টস লাগবে যেমন -
  • পরিবারের বার্ষিক আয়ের প্রমান পত্র 
  • বয়সের প্রমান পত্র 
  • বাসস্থানের প্রমান পত্র 
  • সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট
  • জাতিগত সংশাপত্রর জেরক্স কপি
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস
  • আবেদনকারী প্রতিবন্ধী হলে তার স্বপক্ষে প্রতিবন্ধী সংশাপত্র

নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন

আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন। 

       সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন       
বীরভূম ক্লিক করুন
বাঁকুড়া ক্লিক করুন
হুগলি ক্লিক করুন
হাওড়া ক্লিক করুন
কোলকাতা ক্লিক করুন
জলপাইগুড়ি ক্লিক করুন
দক্ষিণ ২৪ পরগণা ক্লিক করুন
পূর্ব বর্ধমান ক্লিক করুন
পশ্চিম মেদিনীপুর ক্লিক করুন
পুরুলিয়া ক্লিক করুন



FAQ

Sitaram Jindal Scholarship 2022 এর জন্য কীভাবে আবেদন করবেন?
Sitaram Jindal Scholarship 2022 এ উপরিউক্ত পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের অফিসিয়াল সাইটে https://www.sitaramjindalfoundation.org/ যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।

EduTalk with Krishna Sir কি Sitaram Jindal Scholarship এর আপডেট প্রদান করে?
হ্যাঁ, EduTalk with Krishna Sir Sitaram Jindal Scholarship এর আপডেট প্রদান করে।

আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।