আজকে রয়েছে সকল সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর ! তাই দেরি না করে বিস্তারিত জেনে নিন সবকিছু !
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারের অন্তর্গত মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট দ্বারা পরিচালিত NILD বা ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজাবিলিটিসের তরফ থেকে ইতিমধ্যেই বিভিন্ন পদে চাকরির সুবর্ণ সুযোগ। যদি আপনি আগ্রহী হন তাহলে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
যুক্ত হয়ে আপডেট থাকুন | |
---|---|
Telegram | Join Here |
Join Here | |
Join Here | |
Google News | Follow Us |
Follow Us |
NILD (National Institute for Locomotor Disabilities) Recruitment 2022
NILD Recruitment 2022: বিজ্ঞপ্তি নম্বর
RECRUIT-CONTRACT/2022/ESTT./NILD/876
NILD Recruitment 2022: শূন্যপদ বিবরণ
NILD Recruitment 2022 দ্বারা এই নিয়োগ ড্রাইভের মাধ্যমে:
মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff) [মোট ১ টি শূন্যপদ ],
সিনিয়র রেসিডেন্ট (Senior Resident) [মোট ২ টি শূন্যপদ ],
রেসিডেন্ট মেডিকেল অফিসার (Resident Medical Officer) [মোট ২ টি শূন্যপদ ],
কনসালটেন্ট (Consultant) [মোট ৩ টি শূন্যপদ ],
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) [মোট ৩ টি শূন্যপদ ],
ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Clinical Assistant) [মোট ১ টি শূন্যপদ ],
এগুলি নিম্নলিখিত এইসমস্ত পদে নিয়োগ করা হবে, যথা -
অ্যাসোসিয়েট প্রফেসর।
স্পিচ থেরাপিস্ট।
অডিওওলজিস্ট এন্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট।
ওরিয়েন্টেশন এন্ড মবিলিটি ইন্সট্রাক্টর
ক্লার্ক
ফিজিওথেরাপিস্ট।
নিউরোলজিস্ট ইত্যাদি
NILD Recruitment 2022: নিয়োগের স্থান
পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত বনহুগলিতে
NILD Recruitment 2022: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
NILD Recruitment 2022 এ পদে চাকরির জন্য :
- মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff) : এই পদে চাকরির জন্য আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে।
- সিনিয়র রেসিডেন্ট (Senior Resident) :এই পদে চাকরির জন্য আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীকে যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পিজি ডিগ্রী বা ডিপ্লোমা সহ MBBS পাশ করে থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে।
- রেসিডেন্ট মেডিকেল অফিসার (Resident Medical Officer): এই পদে চাকরির জন্য আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীকে যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পিজি ডিগ্রী বা ডিপ্লোমা সহ MBBS পাশ করে থাকতে হবে এবং মিনিমাম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- কনসালটেন্ট (Consultant) :এই পদে চাকরির জন্য আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীকে যেকোনো রিটার্ড গভারমেন্ট অফিসার (কেন্দ্রীয় সরকারের অন্তর্গত কিংবা রাজ্য সরকারের অন্তর্গত ) সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে।
- অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor): এই পদে চাকরির জন্য আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীকে যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS পাশ করে থাকতে হবে এবং M.D বা M.S করে থাকতে হবে, এছাড়াও 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
- ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Clinical Assistant) : এই পদে চাকরির জন্য আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীকে যেকোনো B.Sc ডিগ্রী পাশ করে থাকতে হবে এবং ক্লিনিকাল / রিচার্জ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
NILD Recruitment 2022: বয়স সীমা
NILD Recruitment 2022 এই নিয়োগ ড্রাইভের সবগুলি পদের জন্যই আলাদা আলাদা বয়সের বিভাগ রয়েছে, তাই বিস্তারিত জানতে নিচের লিংক থেকে নোটিশ ডাউনলোড করে পড়ুন ।
NILD Recruitment 2022: বেতন
NILD Recruitment 2022 এই পদের জন্য:
- মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff): প্রতিমাসে বেতন বেতন হিসেবে 20,000 টাকা দেওয়া হবে,
- সিনিয়র রেসিডেন্ট (Senior Resident) : প্রতিমাসে পে ম্যাট্রিক্স লেভেল 11 অনুযায়ী বেতন দেওয়া হবে,
- রেসিডেন্ট মেডিকেল অফিসার (Resident Medical Officer): প্রতিমাসে 70,000 টাকা বেতন দেওয়া হবে,
- কনসালটেন্ট (Consultant): প্রতিমাসে 25,000 টাকা থেকে 40,000 টাকা বেতন দেওয়া হবে,
- অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor): প্রতিমাসে 70,000 টাকা বেতন দেওয়া হবে,
- ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Clinical Assistant): প্রতিমাসে 40,000 টাকা বেতন দেওয়া হবে
NILD Recruitment 2022: আবেদন পদ্ধতি
- এখানে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল নোটিসের সাথে যুক্ত আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে
- এরপরে আবেদন পত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
- আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করতে হবে।
- সবশেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে নেবেন ও তার ওপর লিখতে হবে “Application for the post of ________ ” ( ফাঁকা জায়গায় যে পদের জন্য আবেদন করছেন তার নাম উল্লেখ করবেন)
- নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্রটি জমা করতে হবে নোটিশ প্রকাশের 30 দিনের মধ্যে।
NILD Recruitment 2022: আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Director, National Institute for Locomotor Disabilities (Divyangjan), B.T. Road, Bon-Hooghly, Kolkata-700090
NILD Recruitment 2022: আবেদনমূল্য
NILD Recruitment 2022 এর এই পদের জন্য জেনারেল ক্যাটেগরির আবেদনকারীদের ৩০০ টাকা লাগবে এছাড়া সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা এবং মহিলারা বিনামূল্যে আবেদন করতে পারবেন
NILD Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ - 02/০9/2022
আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ - 02/10/2022
NILD Recruitment 2022: কিভাবে আবেদন করবেন?
ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট http://www.niohkol.nic.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিচে দেওয়া সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে অবশ্যই ভালো করে পড়ে নিন।
10 sec
সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন |
|
বীরভূম | ক্লিক করুন |
বাঁকুড়া | ক্লিক করুন |
হুগলি | ক্লিক করুন |
হাওড়া | ক্লিক করুন |
কোলকাতা | ক্লিক করুন |
জলপাইগুড়ি | ক্লিক করুন |
দক্ষিণ ২৪ পরগণা | ক্লিক করুন |
পূর্ব বর্ধমান | ক্লিক করুন |
পশ্চিম মেদিনীপুর | ক্লিক করুন |
পুরুলিয়া | ক্লিক করুন |
FAQ
NILD Recruitment 2022 এর জন্য কীভাবে আবেদন করবেন?
NILD Recruitment 2022 এ উপরিউক্ত পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের http://www.niohkol.nic.in/ এ অফিসিয়াল সাইটে যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।
NILD Recruitment 2022 নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে?
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর, সমস্ত যোগ্য প্রার্থীকে Interview এর মাধ্যমে নির্বাচন করা হবে।
EduTalk with Krishna Sir কি NILD Recruitment চাকরির আপডেট প্রদান করে?
হ্যাঁ, EduTalk with Krishna Sir NILD Recruitment এর চাকরির আপডেট প্রদান করে।
আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box