দারুন সুখবর !অষ্টম শ্রেণী পাশেই রয়েছে পোস্ট অফিসার চাকরি, বেতন ৬৩০০০ টাকা, সকলে আবেদন করুন , জেনে নিন খুঁটিনাটি সমস্তকিছু !
আপনি কি মনের মতো সরকারি চাকরি খুঁজছেন? আপনার জন্য নিয়ে এসেছে India Post Office Recruitment 2022 তরফ থেকে ইতিমধ্যেই বিভিন্ন পদে চাকরির এক সুবর্ণ সুযোগ। যদি আপনি আগ্রহী হন তাহলে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন:
যুক্ত হয়ে আপডেট থাকুন | |
---|---|
Telegram | Join Here |
Join Here | |
Join Here | |
Google News | Follow Us |
Follow Us |
India Post Office Recruitment 2022
India Post Office Recruitment 2022: নোটিশ/বিজ্ঞপ্তি নম্বর
MSE/B9/XI/2022
India Post Office Recruitment 2022: শূন্যপদ বিবরণ
India Post Office Recruitment 2022 এই নিয়োগ ড্রাইভের মাধ্যমে :
মোটর মেকানিক(mechanic- motor vehicle), মোট শুন্যপদ ২ টি
মোটর ভেইকেল ইলেক্ট্রিশিয়ান(electrician-motor vehicle) মোট শূন্যপদ- ১ টি
পেইন্টার (Painter), মোট শূন্যপদ- ১ টি
টায়ার ম্যান (Tyreman ), মোট শুন্যপদ- ১ টি
মোট 5 টি আসন পূরণ করা হবে India Post Office Recruitment 2022: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
India Post Office Recruitment 2022 এই নিয়োগ ড্রাইভে :
মোটর মেকানিক(mechanic- motor vehicle):
আবেদনকারীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি বা সমতুল পাশ হতে হবে। এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে।
মোটর ভেইকেল ইলেক্ট্রিশিয়ান(electrician-motor vehicle):
আবেদনকারীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি বা সমতুল পাশ হতে হবে। এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে।
পেইন্টার (Painter):
আবেদনকারীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি বা সমতুল পাশ হতে হবে। এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে।
টায়ার ম্যান (Tyreman ):
আবেদনকারীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি বা সমতুল পাশ হতে হবে। এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে।
India Post Office Recruitment 2022: মাসিক বেতন
India Post Office Recruitment 2022 প্রতিটি পদে চাকরির জন্য মাসিক 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে
India Post Office Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
India Post Office Recruitment 2022 এর পদে আবেদনকারীদের প্রাপ্ত নম্বর ও সরাসরি ইন্টারভিউ দ্বারা নিয়োগ করা হবে ।
India Post Office Recruitment 2022: আবেদন পদ্ধতি
- এখানে আবেদন করতে হবে সরাসরি অফলাইনে।
- আবেদনকারী প্রার্থীকে নিজের বিয়োডেটা অর্থাৎ CV / Resume প্রস্তুত করতে হবে
- তারপর প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্টআউট করতে হবে এবং সঠিকভাবে নির্দিষ্ট জায়গা গুলো ফিল আপ করতে হবে
- সবশেষে নির্দিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে স্পিড পোস্ট বা পোস্ট অফিসার মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
- আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি অবসসই ভালোভাবে পড়ে নিন
India Post Office Recruitment 2022: আবেদনপত্র পাঠানোর ঠিকানা
THE SENIOR MANAGER (JAG), MAIL MOTOR SERVICE, NO.37, GREAMS ROAD, CHENNAI-600006.
India Post Office Recruitment 2022: বয়স
আবেদনকারী সমস্ত পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/OBC প্রার্থীদের জন্য বছরের বয়সের ছাড় রয়েছে।
ডিপ্লোমা ও আইটিআই পাশে স্টিল ইন্ডাস্ট্রিতে প্রচুর নিয়োগ চলছে : Rourkela Steel Plant Recruitment 2022
India Post Office Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ : 19.10.2022 তারিখ
India Post Office Recruitment 2022: কিভাবে আবেদন করবেন?
ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিচে দেওয়া সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে অবশ্যই ভালো করে পড়ে নিন।
10 sec
সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন |
|
বীরভূম | ক্লিক করুন |
বাঁকুড়া | ক্লিক করুন |
হুগলি | ক্লিক করুন |
হাওড়া | ক্লিক করুন |
কোলকাতা | ক্লিক করুন |
জলপাইগুড়ি | ক্লিক করুন |
দক্ষিণ ২৪ পরগণা | ক্লিক করুন |
পূর্ব বর্ধমান | ক্লিক করুন |
পশ্চিম মেদিনীপুর | ক্লিক করুন |
পুরুলিয়া | ক্লিক করুন |
FAQ
India Post Office Recruitment 2022 এর জন্য কীভাবে আবেদন করবেন?
India Post Office Recruitment 2022 এ উপরিউক্ত পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের অফিসিয়াল সাইটে যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।
India Post Office Recruitment 2022 নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে?
লিখিত পরীক্ষার পর আবেদনপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
EduTalk with Krishna Sir কি India Post Office Recruitment চাকরির আপডেট প্রদান করে?
হ্যাঁ, EduTalk with Krishna Sir India Post Office Recruitment এ চাকরির আপডেট প্রদান করে।
আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box