West Bengal Group-D Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশ
হয়েছে। হুগলি জেলার জর্জ কোর্টে সুইপার (গ্রুপ-ডি) পদে নিয়োগ করা হবে।
Hooghly Court Group-D Recruitment 2022 -এ শুধু মাত্র অনলাইনের
মাধ্যমে আবেদন করতে হবে। কোনোভাবেই অফলাইনে আবেদন করা যাবে না। নিচে
দেওয়া সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। নূন্যতম অষ্টম
শ্রেণি পাশে করলেই আবেদন করা যাবে।
WB Court Group-D Recruitment 2022 -এ আবেদন করতে হলে
অব্যশই ভারতবর্ষের নাগরিক হতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা
থেকেই এখানে আবেদন করা যাবে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
West Bengal Judge Court Group-D Vacancy 2022 -এ আবেদনের
শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য,
মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত
জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
Sweeper (Group-D)
মোট শূন্যপদ-
এখানে মোট 03 টি শূন্যপদ আছে।
মাসিক বেতন-
পে লেভেল-1 (4,900-16,200) অনুযায়ী বেতন দেওয়া হবে এবং 1,700/- টাকা গ্রেড পে
দেওয়া হবে।
আবেদন শুরু- 06/06/2022
আবেদন শেষ- 06/07/2022
বয়সসীমা-
01/01/2022 অনুযায়ী আবেদনকারীর বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি
নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীকে সরকার স্বকৃীত যেকোনো স্কুল বা মাদ্রাসা থেকে অবশ্যই অষ্টম শ্রেণি
পাশ করা থাকতে হবে। বাংলা ভাষা লেখা এবং পড়ার দক্ষতা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি-
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
জেনারেলদের জন্য 300/- টাকা এবং সংরক্ষিত শ্রেণির আবেদনকারীরদের জন্য 150/-
টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদন পদ্ধতি-
- অবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্কে গিয়ে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
- প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে।
- এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে।
- উল্লেখিত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ 06/07/2022
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন এখানে ক্লিক করে।
পশ্চিমবঙ্গের চাকরির আপডেট পাওয়ার জন্যে
এখানে ক্লিক করে আমাদের হোয়াটস্যাপ গ্রুপে যুক্ত হন।
ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট https://hooghly.nic.in/ এর
মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিচে দেওয়া APPLY NOW এ ক্লিক করেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত
কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে
পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত
তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box