কেন্দ্রীয় সরকারে অন্তর্গত AIIMS বা All India Institute of Medical Science হাসপাতলে বিভিন্ন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছে। ভারতের সমস্ত নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। Bilaspur aiims group c recruitment
শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
AIIMS হাসপাতালে গ্রুপ সি (Bilaspur aiims group c recruitment) পদে আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন ফি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য জানতে হলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নোটিশ নম্বরঃ BECIL/MR-1/AIIMS Bilaspur/Advt.2022/150
নোটিশ প্রকাশের তারিখঃ 10.06.2022
আবেদনের মাধ্যমঃ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
AIIMS নিয়োগ 2022
(1)পদের নামঃ লোয়ার ডিভিশন ক্লার্ক
বেতনঃ লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য 18750 টাকা মাসিক বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে। এবং সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে 35 টি শব্দ অথবা হিন্দিতে 30 টি শব্দ টাইপ করার স্পিড থাকতে হবে।
মোট শূন্যপদঃ 18 টি।
(2) পদের নামঃ লাইবেরিয়ার গ্রেড III
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে বেতন হিসেবে 35400 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিজ্ঞান বিষয়ে বি এস সি ডিগ্রী পাসপোর্টে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(3) পদের নামঃ স্টেনোগ্রাফার
বেতনঃ স্টেনোগ্রাফার পদের জন্য মাসিক বেতন 18750 টাকা করে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠানে থেকে উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে এবং সঙ্গে স্টেনোগ্রাফি স্পিড থাকতে হবে প্রতি মিনিটে 80 টি শব্দ।
মোট শূন্যপদঃ 5 টি।
(4) পদের নামঃ জুনিয়র ওয়ার্ডেন
বেতনঃ জুনিয়র ওয়ার্ডেন পদের জন্য 18750 টাকা মাসিক বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ থাকতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
মোট শূন্যপদঃ 3 টি।
(5) পদের নামঃ প্রোগ্রামার
বেতনঃ প্রোগ্রামার পদের জন্য প্রতি মাসে 44900 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সাইন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ B.Tech / MCA করে থাকতে হবে।
মোট শূন্যপদঃ 3 টি।
(6) পদের নামঃ ফার্মাসিস্ট
বেতনঃ উক্ত পদের জন্য প্রতি মাসে 22020 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠানে থেকে ফার্মাসিস্ট ডিপ্লোমা পাস করে থাকতে হবে সঙ্গে ফার্মাসিস্ট হিসেবে সরকারি দপ্তরে নাম নথিভুক্ত থাকতে হবে।
মোট শূন্যপদঃ 3 টি।
(7) পদের নামঃ জুনিয়র ফিজিওথেরাপিস্ট
বেতনঃ উক্ত পদের জন্য প্রতি মাসে 35400 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ উক্ত পদে আবেদনের জন্য ফিজিওথেরাপিতে ডিগ্রি থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
(8) পদের নামঃ OT টেকনিশিয়ান
বেতনঃ উক্ত পদের জন্য প্রতি মাসে 35400 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে OT টেকনোলজিতে বিএসসি ডিগ্রি করা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 12 টি।
(9) পদের নামঃ ল্যাব টেকনিশিয়ান
বেতনঃ উক্ত পদের জন্য প্রতি মাসে 35400 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো সরকারি প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাব টেকনোলজিতে বিএসসি ডিগ্রি এবং দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 23 টি।
(10) এছাড়াও স্টোর কিপার (Store Keeper), জুনিয়র হিন্দি ট্রান্সলেটর (Jr. Hindi Translator),য়োগা ইনস্ট্রাক্টর (Yoga Instructor), ডেন্টাল টেকনিশিয়ান (Dental Technician) সহ বিভিন্ন পদে প্রার্থী নিয়োগ হবে। বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন, কিংবা https://www.becil.com/ অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদন পদ্ধতিঃ
- উপরিউক্ত সমস্ত পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি BECIL এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- প্রথমে নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে।
- এরপর সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্রগুলো যোগ করতে হবে।
- অনলাইনে আবেদন ফি জমা করতে হবে।
- শেষে আবেদনপত্র সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ
- জেনারেল সহ OBC, Ex Serviceman, Women দের জন্য আবেদন ফি 750 টাকা এবং
- SC/ST ও EWS/PH দের জন্য আবেদন ফি 450 টাকা।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
- আবেদনকারীর সিগনেচার।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box