WBPRB Recruitment 2022 Notification
WBPRB Recruitment 2022 NotificationWBPRB এর তরফ থেকে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে চাকরির এক সুবর্ণ সুযোগ। যদি আপনি আগ্রহী হন তাহলে WBPRB এ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
যুক্ত হয়ে আপডেট থাকুন
Telegram Join Here Join Here
WhatsApp Join Here Join Here
FaceBook Join Here Join Here
Google News Follow Us Follow Us
Twitter Follow Us

WBPRB Recruitment 2022

বিজ্ঞপ্তি নম্বর -----------
আবেদন শুরুর তারিখ ২৯ মে ২০২২
আবেদন শেষের তারিখ ২৭ জুন ২০২২

WBPRB Recruitment 2022: Job Description

আবেদনের পদ্ধতিঃ
আবেদনকারী কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগকারী সংস্থার নামঃ
WEST BENGAL POLICE RECRUITMENT BOARD
পদের নামঃ
কনস্টেবল ও লেডি কনস্টেবল পদ।
চাকরির কর্মস্থলঃ
কলকাতা।
বেতনঃ
পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।
শূন্যপদঃ
কনস্টেবল পদের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা 1410 টি (UR- 283 টি, ST- 76 টি, SC- 216 টি, OBC A- 51 টি, OBC B- 33 টি)।
লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা 256 টি (UR- 83 টি, ST- 5 টি, SC- 19 টি, OBC A- 12 টি, OBC B- 12 টি)।

WBPRB Recruitment 2022: Recruitment Qualifications 

Academic Qualification (শিক্ষাগত যোগ্যতা)
কলকাতা পুলিশে আবেদন করার জন্য যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ। উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন।
Age Limit (বয়সসীমা)
কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2022 তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমার ছাড় পাবেন। যেমন SC/ ST শ্রেণীভুক্ত প্রার্থীরা 5 বছরের ও OBC প্রার্থীরা 3 বছরের বয়সে ছাড় পাবেন।
Nationality (জাতীয়তা)
Must be Indian – জাতিতে অবশ্যই ভারতীয় হতে হবে।
Application Fees (আবেদন মূল্য)
জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 150/- টাকা এবং প্রসেসিং ফি বাবদ 20/- টাকা মোট 170/- টাকা জমা দিতে হবে। এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে হবে না, শুধু প্রসেসিং ফি বাবদ 20/- টাকা জমা দিতে হবে।
Selection Process (নিয়োগ প্রক্রিয়া)
কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল উভয় পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে মোট পাঁচটি ধাপে।
  1. প্রিলিমিনারি পরীক্ষা (100 নম্বরের)।
  2. Physical Measurement Test (PMT)
  3. Physical Efficiency Test (PET)
  4. Main Exam (85 নম্বরের)।
  5. Personality Test/ Interview (15 নম্বরের)।
WBPRB Recruitment 2022: Kolkata Police Exam Book

How to Apply for WBPRB Recruitment 2022

ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in / wbpolice.gov.in / kolkatapolice.gov.in এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিচে দেওয়া সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন
আবেদন পাঠানোর ঠিকানা:
The Additional District Magistrate & District Land & Land Reforms Officer, Alipurduar and Chairman, District Selection Committee, Dooars Kanya, 4th Floor, Room No.411, P.O. Alipurduar Court, District Alipurduar, Pin-736122
বিস্তারিত বিজ্ঞাপন ডাউনলোড করুন 

10 sec


WBPRB Recruitment 2022 – Frequently Asked Questions

Q.1 How to apply for WBPRB Recruitment 2022? (কীভাবে আবেদন করবেন?)
Ans: WBPRB এ উপরিউক্ত পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের https://prb.wb.gov.in / wbpolice.gov.in / kolkatapolice.gov.in এ অফিসিয়াল সাইটে যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।
Q.2 What is the WBPRB Recruitment 2022 Selection Process? (নির্বাচন প্রক্রিয়া কি?)
Ans: আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর, সমস্ত যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষা এবং Interview এর মাধ্যমে নির্বাচন করা হবে।
Q.3 Does EduTalk with Krishna Sir provide WBPRB Recruitment 2022 Job Updates? (EduTalk with Krishna Sir কি চাকরির আপডেট প্রদান করে?)
Ans: হ্যাঁ, EduTalk with Krishna Sir WBPRB Recruitment 2022 এর চাকরির আপডেট প্রদান করে।
Q.4 How can I get government jobs in West Bengal (আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?)
Ans: পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।