অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে চাকরি!  ICDS Recruitment 2022

বর্তমানে কি আপনি মনের মতো চাকরি খুঁজছেন ? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুন সুখবর ও বিজ্ঞপ্তি ! আবারো এক টাটকা-তাজা  চাকরির সুবর্ণ সুযোগ! ICDS Recruitment 2022 দ্বারা অফিসিয়ালি প্রকাশিত হলো আরো এক নতুন চাকরির বিজ্ঞপ্তি। তাই দেরি না করে এক ঝলকে দেখে নিন বিস্তারিত সমস্তকিছু :

ICDS Recruitment 2022

আবেদনের সমস্ত বিবরণ :

  • বিজ্ঞপ্তি নম্বর : ICA-N445(3)/2022 এবং ICA-N441(3)/2022
  • প্রথম শুন্যপদের নাম: ICDS কর্মী ও সহায়িকা পদ
  • মাসিক বেতন: অফিসিয়াল নোটিশে জানানো হয়নি 
  • শূন্যপদের সংখ্যা: অফিসিয়াল নোটিশে জানানো হয়নি
  • বয়সসীমা: অফিসিয়াল নোটিশে জানানো হয়নি 
  • আবেদনকারীর বাসস্থান: পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত স্থায়ী বাসিন্দা মহিলারা আবেদন করতে পারবে 
  • শিক্ষাগত যোগ্যতা: ICDS কর্মীর ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে ও অষ্টম শ্রেণী পাশ করলে সহায়িকা পদে আবেদন করা যাবে 
  • নির্বাচন স্থান : ভবানীপুর(ভবানীপুর (শহর) সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প ৫বি মহারানী স্বর্ণময়ী রোড, কলিকাতা ৭০০০০৯) ও খিদিরপুর (খিদিরপুর সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্প ১৬ টালিগঞ্জ সার্কুলার রোড, কলিকাতা ৭০০০৩৩)

নির্বাচন মাধ্যম: সরাসরি অফলাইন-এর সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে আবেদন করা যাবে 

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়: যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া যাবে তবে ২৫.১০.২০২২ হলো শেষ তারিখ, ওই দিন বিকেল ৫ তার মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে । 

নির্বাচন প্রক্রিয়া:

সরাসরি শিক্ষাগত যোগ্যতার সাপেক্ষে নিয়োগ করা হবে। 

আবেদন-র প্রক্রিয়া:

১. উপরুক্ত ঠিকানার কার্যালয় থেকে Application ফর্ম নিয়ে উপযুক্ত বিবরণ দিয়ে পূরণ করতে হবে ও দরকারি কাগজপত্র এর জেরক্স কপি জমা দিতে হবে। 

২. ভালোভাবে সমস্ত বিবরণ পড়ে নেবেন বিজ্ঞপ্তি টি থেকে 

3. যথাযথ বিবরণ দিয়ে ফর্ম টি সঠিকভাবে পূরণ করতে হবে

(অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিচের লিংক থেকে ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন)

আবেদনের তারিখসমূহ:

৩০.০৮.২০২২ তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হয়েছে ০২.০৯.২০২২ তারিখ থেকে এবং শেষ তারিখ হলো ১৪.১০.২০২২


Apply Now: Click here to apply

Official Notice: Click here to download

Our Telegram Channel: Join Now

Our WhatsApp Group: Join now