WBBSE Madhyamik Result 2022

এবছর অর্থাৎ ২০২২ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (Madhyamik Result 2022) সম্ভবত এই মাসের শেষের দিক থেকে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বেরোতে পারে | এবিষয়ে শীঘ্রই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে | প্রসঙ্গত এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৭ই মার্চ থেকে এবং শেষ হয়েছিল ১৬ই মার্চ | পরীক্ষা শেষ হওয়ার পরেই মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৯০ দিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে | সুতরাং পরীক্ষা শেষের তারিখ থেকে ধরলে খুব বেশি হলে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পর্ষদকে রেজাল্ট ঘোষনা করতে হবে |

এবার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখতে হবে তা নিয়ে আলোচনা করা যাক –

  • মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য আপনাকে যেটা করতে হবে -
  • প্রথমে মোবাইল বা কম্পিউটারে নীচে দেওয়া ওয়েবসাইটে ক্লিক করবে।
  • এরপরে Latest Announcement এর নীচে West Bengal Madhyamik Result 2022 লিংকে ক্লিক করবে। 
  • এরপরে তোমার নিজের রেজিস্ট্রেশন নম্বর অথবা অ্যাডমিট রোল নং যেটি চাইবে সেটি টাইপ করবে।
  • এরপরে জন্মতারিখ (Date of Birth) লিখবে। জন্মতারিখ লেখার সময়ে তারিখ/মাস/বছর এভাবে লিখবে (ধরো, কারোর জন্মদিন যদি 5th জানুয়ারি, 2003 তাহলে সে লিখবে 05/01/2003 এই ভাবে)(উল্লেখ্য গতবছর এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর, Date of Birth ও Captcha Code চেয়েছিলো, তার আগেরবছর আবার অ্যাডমিট Roll No ও Date of Birth এর অপশন ছিল, সুতরাং রেজাল্ট ঘোষণার দিনে ওয়েবসাইটটিতে যে তথ্য চাইবে সেটা দিয়েই চেক করবে)
  • Captcha Code চাইলে বক্সে যা লেখা থাকবে তা হুবুহু টাইপ করবে। 
  • এরপরে Submit অপশনে ক্লিক করলেই নিজের রেজাল্ট দেখতে পারবে |
এছাড়া https://wbresults.nic.in/madhyamik/wbmpres21.htm এই ওয়েবসাইটে ক্লিক করলে একেবারে Direct মাধ্যমিক রেজাল্ট পেজে চলে যাবে, সেখান থেকেও উপরোক্ত পদ্ধতিতে রেজাল্ট দেখতে পারবে |
এছাড়া SMS এর মাধ্যমেও দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট | এরজন্য মোবাইলে WB10Roll Number এইভাবে লিখে 56070/ 54242 / 56263 / 5676750 যেকোনো একটি মোবাইল নম্বরে পাঠিয়ে দিবে | কিছুক্ষণের মধ্যেই একটি SMS এর মাধ্যমে তোমাকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে |
রেজাল্ট ঘোষণার দিন প্রচুর ছাত্রছাত্রী ওয়েবসাইটে ক্লিক করে রেজাল্ট check করবে তাই অনেকসময় ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে যেতে পারে তাই অহেতুক টেনশন করবেন না, ঠান্ডা মাথায় ধীরে সুস্থে উপরোক্ত যেকোনো পদ্ধতিতে নিজের রেজাল্ট check করবেন |
এরকম আর‌ও তথ্য সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। - ক্লিক করুন