WB Food-Supply Department Recruitment 2022 – 7000 টি শূন্যপদে নিয়োগ। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য ইতিমধ্যেই West Bengal Food-Supply Department Recruitment 2022 Notification প্রকাশিত হয়েছে। West Bengal Food-Supply Department এর তরফ থেকে রেশন ডিলার পদের চাকরির এক সুবর্ণ সুযোগ। নূন্যতম মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। যদি আপনি আগ্রহী হন তাহলে West Bengal Food-Supply Department এ আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
West Bengal Food-Supply Department Recruitment 2022
Advertisement No (বিজ্ঞপ্তি নম্বর)
----
Starting Date of Apply (আবেদন শুরুর তারিখ)
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
Last Date of Apply (আবেদনের শেষ তারিখ)
-----
West Bengal Food-Supply Department Recruitment 2022: Job Description
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি)
Online/Offline – এই পদের জন্য অনলাইনে কিংবা অফলাইনে আবেদন করতে পারবেন।
Recruiter Organization (নিয়োগকারী সংস্থা)
Food-Supply Department
Post Name (পদের নাম)
রেশন ডিলার পদ।
Job Posting (কর্মস্থল)
West Bengal – পশ্চিমবঙ্গ।
SALARY ( বেতন )
রেশন ডিলারশিপ পেলে চাকরি প্রার্থীরা এখানে প্রচুর পরিমাণে টাকা কামানোর সুযোগ পাবেন। এখানে চাকরি প্রার্থীরা মাসিক 50 হাজার থেকে 1 লাখ টাকা পর্যন্ত কামানোর সুযোগ পাবেন।
Vacancy (শূন্যপদ)
সবমিলিয়ে মোট 7000 টি শূন্যপদ আছে।
West Bengal Food-Supply Department Recruitment 2022: Recruitment Qualifications
Academic Qualification (শিক্ষাগত যোগ্যতা)
আবেদনকারীকে মাধ্যমিক পাশ থাকতে হবে।
Age Limit (বয়সসীমা)
এক্ষেত্রে নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।
Nationality (জাতীয়তা)
Must be Indian – জাতিতে অবশ্যই ভারতীয় হতে হবে।
Application Fees (আবেদন মূল্য)
এই পদে আবেদন করতে হলে কোনরকম আবেদন মূল্য লাগবে না।
How to Apply for West Bengal Food-Supply Department Recruitment 2022
ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট www.food.wb.gov.in -এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিচে দেওয়া সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন।
Download Application Form
(অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন)
3 মন্তব্যসমূহ
Offline e kivbe abedon korbo?
উত্তরমুছুনOnline link ta koi r site ta khulchena kno
উত্তরমুছুনupore deua official link e visit korun....
মুছুনchesta korun site kule jabe..
official link sei jonno hoi to problem hochche
Please do not enter any spam link in the comment box