WB Food-Supply Department Recruitment 2022 – 7000 টি শূন্যপদে নিয়োগ। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য ইতিমধ্যেই West Bengal Food-Supply Department Recruitment 2022 Notification প্রকাশিত হয়েছে। West Bengal Food-Supply Department এর তরফ থেকে রেশন ডিলার পদের চাকরির এক সুবর্ণ সুযোগ। নূন্যতম মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। যদি আপনি আগ্রহী হন তাহলে West Bengal Food-Supply Department এ আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

West Bengal Food-Supply Department Recruitment 2022

West Bengal Food-Supply Department Recruitment 2022

Advertisement No (বিজ্ঞপ্তি নম্বর)
----
Starting Date of Apply (আবেদন শুরুর তারিখ)
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
Last Date of Apply (আবেদনের শেষ তারিখ)
-----

West Bengal Food-Supply Department Recruitment 2022: Job Description

Recruitment Procedure (আবেদনের পদ্ধতি)
Online/Offline – এই পদের জন্য অনলাইনে কিংবা অফলাইনে আবেদন করতে পারবেন।
Recruiter Organization (নিয়োগকারী সংস্থা)
Food-Supply Department
Post Name (পদের নাম)
রেশন ডিলার পদ।
Job Posting (কর্মস্থল)
West Bengal  – পশ্চিমবঙ্গ।
SALARY  ( বেতন ) 
রেশন ডিলারশিপ পেলে চাকরি প্রার্থীরা এখানে প্রচুর পরিমাণে টাকা কামানোর সুযোগ পাবেন। এখানে চাকরি প্রার্থীরা মাসিক 50 হাজার থেকে 1 লাখ টাকা পর্যন্ত কামানোর সুযোগ পাবেন।
Vacancy (শূন্যপদ)
সবমিলিয়ে মোট 7000 টি শূন্যপদ আছে।

West Bengal Food-Supply Department Recruitment 2022: Recruitment Qualifications

Academic Qualification (শিক্ষাগত যোগ্যতা)
আবেদনকারীকে মাধ্যমিক পাশ থাকতে হবে।
Age Limit (বয়সসীমা)
এক্ষেত্রে নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।
Nationality (জাতীয়তা)
Must be Indian – জাতিতে অবশ্যই ভারতীয় হতে হবে।
Application Fees (আবেদন মূল্য)
এই পদে আবেদন করতে হলে কোনরকম আবেদন মূল্য লাগবে না।

How to Apply for West Bengal Food-Supply Department Recruitment 2022

ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট www.food.wb.gov.in -এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিচে দেওয়া সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন
Download Application Form
(অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন)

10 sec

wb jobs updates, West Bengal Vacancy, West Bengal Recruitment,