রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আবারও সুখবর।। EASTERN RAILWAY-র তরফ থেকে আপনার জন্য নিয়ে এসেছে ACT APPRENTICES পদে চাকরির এক সুবর্ণ সুযোগ| মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন। হাওড়া ডিভিশন, লিলুয়া ওয়ার্কশপ, শিয়ালদা ডিভিশন, কাঁচরাপাড়া ওয়ার্কশপ, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন, জামালপুর ওয়ার্কশপ বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে। যদি আপনি আগ্রহী হন তাহলে EASTERN RAILWAY তে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কত হতে হবে, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
সূচি তালিকা:
ইস্ট্রান রেলওয়ে নিয়োগ ২০২২
Advertisement No (বিজ্ঞপ্তি নম্বর)
RRC-ER/Act Apprentices/2021-22
Starting Date of Apply (আবেদন শুরুর তারিখ)
11 April 2022Last Date of Apply (আবেদন শেষের তারিখ)
10 May 2022
EASTERN RAILWAY Recruitment 2022: চাকরির বিবরণ
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি)
Online – ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পূর্ব রেলওয়ের নিজস্ব ওয়েবসাইট www.rrcer.com এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে নিচে সরাসরি আবেদনের লিংক দেওয়া আছে।
Recruiter Organization (নিয়োগকারী সংস্থা)
EASTERN RAILWAY – ইস্ট্রান রেলওয়ে।
Post Name (পদের নাম)
ACT APPRENTICES – এক্ট এপ্রেন্টিসস পদ।
Job Posting (কর্মস্থল)
West Bengal – পশ্চিমবঙ্গে।
SALARY ( বেতন )
--------
Vacancy (শূন্যপদ)
ডিভিশন- হাওড়া ডিভিশন।
মোট শূন্যপদ- ৬৫৯ টি।
ডিভিশন- লিলুয়া ওয়ার্কশপ।
মোট শূন্যপদ- ৬১২ টি।
ডিভিশন- শিয়ালদা ডিভিশন।
মোট শূন্যপদ- ২৯৭ টি।
ডিভিশন- মালদা ডিভিশন।
মোট শূন্যপদ- ১৩৮ টি।
ডিভিশন- কাঁচরাপাড়া ওয়ার্কশপ।
মোট শূন্যপদ- ১৮৭ টি।
ডিভিশন- আসানসোল ডিভিশন।
মোট শূন্যপদ- ৪১২ টি।
ডিভিশন- জামালপুর ডিভিশন।
মোট শূন্যপদ- ৬৬৭ টি।
EASTERN RAILWAY Recruitment 2022: প্রয়োজনীয় যোগ্যতা
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
Candidates should have an ITI certificate in the respective trade from NCVT / SCVT approved institution along with a secondary pass with 50 percent marks from any recognized board. Candidates who have passed the 8th standard can also apply for the posts of Welder (Gas and Electric), Sheet Metal Worker, Lineman, Warman, Carpenter, Painter (General). – প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ সঙ্গে NCVT/ SCVT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া ওয়েল্ডার (গ্যাস এবং ইলেকট্রিক), সিট্ মেটাল ওয়ার্কার, লাইনম্যান, ওয়ারম্যান, কার্পেন্টার, পেইন্টার (জেনারেল) পদের ক্ষেত্রে অষ্টম পাশ উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
Age Limit (বয়সসীমা)
প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সর্বোচ্চ বয়সের উপরে সরকারি নিয়ম অনুযায়ী SC/ ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ 3 বছরের ছাড় পাবেন। এছাড়াও PWBD প্রার্থীরা 10 বছরের ছাড় পাবেন।
Nationality (জাতীয়তা)
Must be Indian – জাতিতে অবশ্যই ভারতীয় হতে হবে|
Application Fees (আবেদন মূল্য)
Application fees (non-refundable) is Rs.100/- (Rupees One hundred) only. No fee, however, is to be paid by the SC/ST/PWBD/Women candidates). – এই চাকরির জন্য আবেদনকারীকে ১০০টাকা (অফেরৎযোগ্য) ধার্য করা হয়েছে। SC/ ST/ PWBD ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।
আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন–
10 sec
Apply Link: Click Here
More Jobs Update: Click Here
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box