পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থী আইটিআই পাশ করেছেন তাদের জন্য দারুন একটা সুখবর। Electronics Corporation of India Limited (ECIL)-র তরফ থেকে আপনার জন্য নিয়ে এসেছে Junior Technician পদে চাকরির এক সুবর্ণ সুযোগ| চুক্তির ভিত্তিতে Junior Technician পদের ১৬২৫টি শূন্যপদের জন্য আবেদন আমন্ত্রণ জানিয়েছে। যদি আপনি আগ্রহী হন তাহলে Electronics Corporation of India Limited (ECIL) তে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কত হতে হবে, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
সূচি তালিকা:
ইসিআইএলে নিয়োগ ২০২২
Advertisement No (বিজ্ঞপ্তি নম্বর)
13/2022
Starting Date of Apply (আবেদন শুরুর তারিখ)
01 April 2022Last Date of Apply (আবেদন শেষের তারিখ)
11 April 2022
ECIL Recruitment 2022: চাকরির বিবরণ
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি)
Online – অনলাইন আবেদন করতে পারবেন।
Recruiter Organization (নিয়োগকারী সংস্থা)
Electronics Corporation of India Limited (ECIL) – ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।
Post Name (পদের নাম)
Junior Technician – জুনিয়র টেকনিশান পদ।
Job Posting (কর্মস্থল)
India – ভারতে জুড়ে।
SALARY ( বেতন )
Rs. 20,480 to 24,780/- (Per Month)
Vacancy (শূন্যপদ)
Electronics Mechanic পদে মোট ৮১৪টি শূন্যপদ রয়েছে।
Electrician পদে মোট ১৮৪টি শূন্যপদ রয়েছে।
Fitter পদে মোট ৬২৭টি শূন্যপদ রয়েছে।
ECIL Recruitment 2022: প্রয়োজনীয় যোগ্যতা
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
Candidate should have passed ITI (2 years) in the trades of Electronics Mechanic / Electrician / Fitter and one-year Apprenticeship. – ITI পাশ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।
Best Book for Police Exams
Age Limit (বয়সসীমা)
The Candidates age limit should be within 30 years. (Age Calculate on 31.03.2022) – এই চাকরির জন্য প্রার্থীর বয়সসীমা হতে হবে ৩১ই মার্চ ২০২২ হিসাবে ৩০ বছরের মধ্যে।
Nationality (জাতীয়তা)
Must be Indian – জাতিতে অবশ্যই ভারতীয় হতে হবে|
Application Fees (আবেদন মূল্য)
There are no Application Fees for the above Recruitment. – এই চাকরির জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
Selection process (নিয়োগ পদ্ধতি)
After verification of the Application Forms, all the Eligible Candidates will be selected through the following steps. – নিম্নলিখিত ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীর নির্বাচন করা হবে |
♦ Trade-wise shortlisting.
♦ Category wise in the order of merit based on the marks obtained in ITI.
আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন–
10 sec
Apply Online:: Click Here
More Jobs Update:: Click Here
বিঃদ্রঃ- উপরের সমস্ত নিয়োগের তথ্য বিভিন্ন কর্মসংস্থান সংবাদপত্র বা সরকারি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা রিক্রুটার এজেন্সি নই বা নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত নই। তাই চাকরি প্রার্থীদের বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখার অনুরোধ করা হচ্ছে। তৃতীয় পক্ষ বা ওয়েবসাইট দ্বারা প্রদত্ত কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনোভাবেই দায়ী নই।
Note: All the above recruitment information has been collected from various employment newspapers or government websites. We are not a recruiting agency or involved in the recruitment process. Job seekers are therefore requested to visit the official website for details. We are not responsible in any way for any misinformation provided by third parties or websites.
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box