Calcutta High Court Notification: উচ্চমাধ্যমিক পাশ এবং সঙ্গে প্রতি মিনিটে ৩০টি শব্দ নির্ভুল ভাবে টাইপ করার ক্ষমতা থাকলে কলকাতা হাইকোর্টে মোটা টাকা বেতনের চাকরির সুযোগ রয়েছে। হাইকোর্টে শীঘ্রই গ্রেড-সি পদে কর্মী নিয়োগ করা হবে। চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক নিচে দেওয়া প্রতিবেদনে...
Calcutta High Court Recruitment 2022: পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম স্টেনোগ্রাফার (গ্রেড-সি) পদে ১৭ জনকে নিয়োগ জন্য আবেদন জানিয়েছে কলকাতা হাইকোর্টে। উচ্চমাধ্যমিক পাশ এবং সঙ্গে প্রতি মিনিটে ৩০টি শব্দ নির্ভুল ভাবে টাইপ করতে পারলে এবং ১২০ শব্দ শর্টহ্যান্ড করার যোগ্যতা থাকলে পার্সোনাল কলকাতা হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট কাম স্টেনোগ্রাফার পদের জন্য আবেদন করা যাবে।
চাকরি প্রার্থীর বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এই চাকরির জন্য মূল বেতন ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা। তবে নিয়োগের পর শুরুতে সবমিলিয়ে বেতন মাসে ৩২,৫০০ টাকা।
যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে চাইলে আবেদনের ফি বাবদ ৮০০ টাকা দিতে হবে। তবে পশ্চিমবঙ্গের তফশিলি জাতির অন্তর্ভুক্ত হলে তাদের ক্ষেত্রে আবেদনের ফি ৩০০ টাকা। ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে আবেদনের এই ফি জমা দিতে হবে। Calcutta High Court Recruitment 2022
ড্রাফ (চালান) কাটবেন Registrar General, High Court, Calcutta-এর অনুকূলে। এই ড্রাফ যেন কলকাতার জিপিওয় ভাঙানোর যোগ্য হয়, সেটা দেখে নিতে হবে।
আবেদন করতে হবে সাদা কাগজে নিজের হাতে লেখা বায়োডেটার মাধ্যমে। বায়োডেটার ফর্ম্যাট বা বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। বায়োডেটার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দেবেন আবেদনপত্রের সঙ্গে।
আবেদনপত্রের বয়ান ও আরও খুঁটিনাটি তথ্য পাবেন পিডিএফের মধ্যে। আবেদনপত্রটি একটি ২৫cm x ১১cm এর খামে ভরে নিজের নাম-ঠিকানা লিখে, ৪৫ টাকার একটি ডাকটিকিট সেঁটে নির্দিষ্ট ঠিকানায়: Registrar General, High Court, Calcutta পাঠাতে হবে।
১২ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় ডিমান্ড ড্রাফ্ট সহ আবেদনপত্রটি পৌঁছানো চাই। এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। এই চাকরিতে আবেদন করার জন্য https://calcuttahighcourt.gov.in/ ওয়েবসাইটে ভিজিট করুন।
আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন–
10 sec
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box