কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব - ৫

Bengali Current Affairs
Bengali Current Affairs

নমস্কার বন্ধুরা , আজ EDUTALK WITH KRISHNA SIR এর আয়োজিত Current Affairs পর্বে থাকছে ২০ই  আগস্ট ২০২১ তারিখের কারেন্ট আফিয়ার্স, যা প্রতিযোগিতামূলক পরীক্ষা এর জন্য বেশ উপযোগী। আমাদের এই অনলাইন Current Affairs গুলি গ্রহণ করুন সম্পূর্ণ ফ্রীতে। 


১. প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে সদ্ভাবনা দিবস পালন করা হয় কবে?
ⓐ ২১শে জুলাই
ⓑ ২০শে আগস্ট
ⓒ ১৯শে আগস্ট
ⓓ ১৫ই সেপ্টেম্বর

২. 2021 World Athletics U20 Championships শুরু হলো কোথায়?
ⓐ টোকিও
ⓑ নাইরোবি
ⓒ প্যারিস
ⓓ বেজিং

৩. বিশ্বে সবথেকে দূষিত শহরের তালিকার দ্বিতীয়স্থানে আছে ভারতের কোন CITY?
ⓐ ফৈজাবাদ
ⓑ মুম্বাই
ⓒ কলকাতা
ⓓ গাজিয়াবাদ

৪. রাজীব গান্ধী গ্রামীণ ভূমিহীন মজদুর ন্যায় যোজনা লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
ⓐ পাঞ্জাব
ⓑ হরিয়ানা
ⓒ ছত্তিশগড়
ⓓ গুজরাট

৫. ‘Lahore: Book 1 of the Partition Trilogy’ শিরোনামে বই লিখলেন কে?
ⓐ মানরিত সোধি সোমেশ্বর
ⓑ অনুরাধা রায়
ⓒ মঞ্জু সেন
ⓓ ঝুম্পা লাহিড়ী

৬. Anti-Terrorist Squad (ATS) Commandos Training Center স্থাপন করতে চলেছে কোন রাজ্য সরকার?
ⓐ দিল্লি
ⓑ লাদাখ
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ রাজস্থান

৭. কোথায় জাজবা-ই-তিরঙ্গা নামে ৪০০ কিমি ম্যারাথনের আয়োজন করলো ইন্ডিয়ান আর্মি?
ⓐ লাদাখ
ⓑ জম্মু-কাশ্মীর
ⓒ সিকিম
ⓓ হিমাচলপ্রদেশ

৮. কোন দেশের সাথে দক্ষিণ চীন সাগরে দ্বিপাক্ষিক নৌসেনা মহড়া অনুষ্ঠিত করছে ভারতীয় নেভি?
ⓐ ভিয়েতনাম
ⓑ বাহরাইন
ⓒ ইন্দোনেশিয়া
ⓓ সৌদি আরব

৯. তালিবান এবং তালিবানদেরকে সাপোর্ট করা পোষ্ট ব্যান করলো কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম?
ⓐ টুইটার
ⓑ স্ন্যাপচ্যাট
ⓒ ফেসবুক
ⓓ ইনস্টাগ্রাম

১০. .Godrej Industries-এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ রাহুল গোদরেজ
ⓑ নাদির গোদরেজ
ⓒ কুশল গোদরেজ
ⓓ মনোজ গোদরেজ

Realated Keywords
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স pdf
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স pdf 2021
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০ pdf
কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২০ pdf
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ pdf
কারেন্ট অ্যাফেয়ার্স 2021
কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ pdf download
current affairs in hindi
current affairs 2020
current affairs india
current affairs quiz
current affairs questions
today current affairs pdf
Recent পোস্ট