কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব - ৬

Bengali Current Affairs
Bengali Current Affairs

নমস্কার বন্ধুরা , আজ EDUTALK WITH KRISHNA SIR এর আয়োজিত Current Affairs পর্বে থাকছে ২১ই এবং ২২ই  আগস্ট ২০২১ তারিখের কারেন্ট আফিয়ার্স, যা প্রতিযোগিতামূলক পরীক্ষা এর জন্য বেশ উপযোগী। আমাদের এই অনলাইন Current Affairs গুলি গ্রহণ করুন সম্পূর্ণ ফ্রীতে। 

১. WBP  Recruitment Board এর Chairman হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ আইপিএস বীরেন্দ্র
ⓑ বিপ্লব ভদ্র
ⓒ মণীশ রঞ্জন তিওয়ারি
ⓓ বিজয় ভূষণ বিশ্বাস

২. দেশে কত গুলি হ্যান্ডলুম ডিজাইন রিসোর্স সেন্টার তৈরির সিদ্ধান্ত নিলো কেন্দ্র?
ⓐ ১২টি
ⓑ ১০টি
ⓒ ১৪টি
ⓓ ৯টি


৩. ভারতে আমাজন আলেক্সা এর জন্য কোন বলিউড অভিনেতার ভয়েস ব্যবহৃত হবে?
ⓐ আমির খান
ⓑ অমিতাভ বচ্চন
ⓒ অমরেশ পুরী
ⓓ শক্তি কাপুর

৪. প্রধানমন্ত্রী গতি শক্তি Master Plan-র জন্য কত লক্ষ কোটি টাকা খরচ করা হবে?
ⓐ ৫০ লক্ষ কোটি
ⓑ ১০০ লক্ষ কোটি
ⓒ ৬৫ লক্ষ কোটি
ⓓ ২০ লক্ষ কোটি

৫. বায়ুদূষণ কমাতে ভারতের প্রথম স্মগ টাওয়ার কথায় স্থাপন করা হলো কোথায়?
ⓐ কর্ণাটক
ⓑ মহারাষ্ট্র
ⓒ কলকাতা
ⓓ দিল্লি

৬. Information and broadcasting মন্ত্রালয়ের সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ সুধীর চক্রবর্তী
ⓑ অপূর্ব চন্দ্র
ⓒ সুশীল চন্দ্র
ⓓ মনোজ মিত্র

৭. কোন রাজ্যের জন্য আলাদা ভাবে সিভিল সার্ভিস পরীক্ষা কেন্দ্র তৈরি করার ঘোষণা করলো কেন্দ্র?
ⓐ দিল্লি
ⓑ জম্মু-কাশ্মীর
ⓒ লাদাখ
ⓓ বিহার

৮. Uttar Pradesh এর আলীগড়ের নাম পরিবর্তন করে কী নাম রাখা হচ্ছে?
ⓐ আলিপুর
ⓑ শ্রীরাম পুর
ⓒ বৈদেহী
ⓓ হরিগড়

৯. Faridabad Smart City Limited তাদের Social media ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর হিসেবে কোন কমিক চরিত্রকে নিযুক্ত করলো?
ⓐ ছোটা ভিম
ⓑ মোটু পাতলু
ⓒ চাচা চৌধুরী
ⓓ কাকাবাবু

১০. Institute of Economic Growth (IEG) Society-এর President হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ এন.ভি রামানা
ⓑ গীতা গোপীনাথ
ⓒ রঘুরাম রাজন
ⓓ এন.কে. সিং

১১. ভারতে Small Business Loans Initiative লঞ্চ করলো কোন Company?
ⓐ গুগল
ⓑ ফেসবুক
ⓒ মাইক্রোসফট
ⓓ অ্যাপেল

১২. শান্তি লাল জৈন কোন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন?
ⓐ Axis Bank
ⓑ HDFC Bank
ⓒ IDFC First Bank
ⓓ Indian Bank

১৩. ভারতের সাথে কোন দেশ জাইর-আল-বাহর নামে নৌসেনা মহড়ার দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত করছে?
ⓐ ইন্দোনেশিয়া
ⓑ কাতার
ⓒ বাহরাইন
ⓓ ওমান

১৪. কোন দেশে UPI পরিষেবা লঞ্চ করার জন্য মাশরেক ব্যাংক-এর সঙ্গে টাই আপ করলো NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (NIPL)?
ⓐ নেপাল
ⓑ ভুটান
ⓒ সংযুক্ত আরব আমিরাত
ⓓ পাকিস্তান

১৫. বিশ্বে প্রথম দেশ হিসাবে ফসিল-ফ্রি স্টিল বা গ্রীন স্টিল তৈরি করবে কে?
ⓐ জাপান
ⓑ রাশিয়া
ⓒ ইজরায়েল
ⓓ সুইডেন

১৬. সম্প্রতি কোন দেশে অনলাইন Privacy Law পাশ করা হলো?
ⓐ চীন
ⓑ ভারত
ⓒ বাংলাদেশ
ⓓ দক্ষিণ কোরিয়া

১৭. 2021 Global Crypto Adoption Index-এ ভারতের স্থান কত?
ⓐ ৩৪
ⓑ ২
ⓒ ৭
ⓓ ১২

১৮. ‘Gorakh Dhanda’ শব্দটি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করলো কোন রাজ্য সরকার?
ⓐ পাঞ্জাব
ⓑ উত্তরপ্রদেশ
ⓒ গুজরাট
ⓓ হরিয়ানা

১৯. Ismail Sabri Yaakob কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন?
ⓐ নেপাল
ⓑ মালেশিয়া
ⓒ আফগানিস্তান
ⓓ ইরাক

২০. ভারতের Senior women's football টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন কে?
ⓐ জন রাসেল
ⓑ দামিত্রি পিক্সেল
ⓒ থমাস ডেনেরবী
ⓓ কেউই নন

২১ই আগস্ট ২০২১ তারিখের  কারেন্ট আফিয়ার্স PDF


Related Keywords
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর
bengali current affairs pdf 2020
west bengal current affairs
current affairs of west bengal 2021
west bengal current affairs 2020 in bengali
west bengal current affairs 2020
adda247 bengali current affairs pdf
current affairs for wbcs preliminary 2021
west bengal current affairs 2021 pdf 
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স pdf
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স pdf 2021
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০ pdf
কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২০ pdf
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ pdf
কারেন্ট অ্যাফেয়ার্স 2021
কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ pdf download
current affairs in hindi
current affairs 2020
current affairs india
current affairs quiz
current affairs questions
today current affairs pdf

Recent পোস্ট