ডিপ্লোমা পাশেই অন্যতম ভেকেল কোম্পানি Hyundai তে চাকরির আবেদন চলছে, পাবে সুবিধা ! Apply Now

আপনি কি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য নিয়ে এসেছে Hyundai Motor India Limited তরফ থেকে ইতিমধ্যেই Apprentice Trainee পদে চাকরির এক সুবর্ণ সুযোগ। যদি আপনি আগ্রহী হন তাহলে Hyundai Motor India Limited এ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।  
Hyundai Recruitment 2022 for Diploma Student
যুক্ত হয়ে আপডেট থাকুন
Telegram Join Here
WhatsApp Join Here
FaceBook Join Here
Google News Follow Us
Twitter Follow Us

Hyundai Job Vacancy in India 2022 For Apprentice Trainee

Hyundai Job Vacancy in India: শূন্যপদ বিবরণ
Hyundai Job Vacancy দ্বারা এই নিয়োগ ড্রাইভের মাধ্যমে Apprentice Trainee পদে আসন পূরণ করা হবে।

Hyundai Job Vacancy in India: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
Hyundai Job Vacancy in India এই পদ-র জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Diploma in Mechanical Engineering/ AE / EEE / PE, Mechatronics, Tool & Die (Passout Years 2020, 2021 & 2022  পাশ করতে হবে।
Hyundai Job Vacancy in India: বেতন
Hyundai Job Vacancy in India এই পদের জন্য প্রতিমাসে 19,650/- টাকা বেতন দেওয়া হবে।
Hyundai Job Vacancy in Indiaনির্বাচন প্রক্রিয়া
এখানে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, এই নিয়োগ ড্রাইভ সম্পর্কিত আরও তথ্যের জন্য, আবেদনকারীরা অফিসিয়াল সাইটের সাহায্য নিতে পারেন।

Hyundai Job Vacancy in India: আবেদন পদ্ধতি
  • এখানে আবেদন করতে হবে সরাসরি OFFLINE মাধ্যমে।
  • নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি বিস্তারিত জানুন 
  • প্রথমে নিচে দেওয়া লিংক থেকে রেজিস্ট্রেশন করতে হবে,
  • তারপর সেখানে যাবতীয় ডিটেলস দিয়ে ফিল আপ করে নিতে হবে 
  • ওয়াক ইন ইন্টারভিউ এর জন্য প্রস্তুত হতে হবে এবং নিচের দেওয়া ঠিকানাতে ইন্টারভিউ দিতে হবে ,
  • অবশ্যই সাদা শার্ট এবং কালো ফর্মাল ফুল প্যান্ট এবং কালো রঙের ফর্মাল জুতো পরে যেতে হবে 
Hyundai Job Vacancy in India: ইন্টারভিউ এর সময়,তারিখ ও স্থান 
মেইন গেটে সকাল 7:30 am এ পৌঁছে যেতে হবে (সোমবার থেকে শুক্রবার)
স্থান : HYUNDAI MOTOR INDIA LIMITED, Plat No: H1 Sipcot industrial Park, irrungattukottai, Sriperumpudur
Kancheepuram District Contact No: 044-4710 5871/044-4710 5571
Hyundai Job Vacancy in India: প্রয়োজনীয় কাগজপত্র  
  • Diploma provisional certificate, HSC,SSLC Mark sheet
  • ট্রান্সফার সার্টিফিকেট 
  • কালার পাসপোর্ট সাইজের ফটো
  • আঁধার কার্ড/ড্রাইভিং লাইসেন্স (যেকোনো একটার অরিজিনাল কপি)
  • NATS রেজিস্টার্ড সার্টিফিকেট 
  • Vaccination Certificate (2 dose অবশ্যই দরকার)
Hyundai Job Vacancy in India: কিভাবে আবেদন করবেন?
ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিচে দেওয়া সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন

আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে অবশ্যই ভালো করে পড়ে নিন। 

10 sec

     

সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন
       
বীরভূম ক্লিক করুন
বাঁকুড়া ক্লিক করুন
হুগলি ক্লিক করুন
হাওড়া ক্লিক করুন
কোলকাতা ক্লিক করুন
জলপাইগুড়ি ক্লিক করুন
দক্ষিণ ২৪ পরগণা ক্লিক করুন
পূর্ব বর্ধমান ক্লিক করুন
পশ্চিম মেদিনীপুর ক্লিক করুন
পুরুলিয়া ক্লিক করুন



FAQ

Hyundai Job Vacancy এর জন্য কীভাবে আবেদন করবেন?
Hyundai Job Vacancy এ উপরিউক্ত পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের  অফিসিয়াল সাইটে (www.hyundai.com) যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।
Hyundai Job Vacancy নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে?
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর, সমস্ত যোগ্য প্রার্থীকে Interview এর মাধ্যমে নির্বাচন করা হবে।
EduTalk with Krishna Sir কি Hyundai Job Vacancy এর চাকরির আপডেট প্রদান করে?
হ্যাঁ, EduTalk with Krishna Sir , Hyundai Job Vacancy এর চাকরির আপডেট প্রদান করে।
আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।