দারুন সুযোগ! মনের মতো চাকরি পেয়ে যান কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই ! West Bengal Group-C Clerk Recruitment
বর্তমানে কি আপনি মনের মতো চাকরি খুঁজছেন ? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুন সুখবর ও বিজ্ঞপ্তি ! আবারো এক টাটকা-তাজা চাকরির সুবর্ণ সুযোগ! পশ্চিমবঙ্গ সরকারের অধীনে District Magistrate অফিস দ্বারা অফিসিয়ালি প্রকাশিত হলো আরো এক নতুন চাকরির বিজ্ঞপ্তি। আবেদনকারীকে দিতে হবে না কোনোরকমের লিখিত পরীক্ষা। তাই দেরি না করে এক ঝলকে দেখে নিন বিস্তারিত সমস্তকিছু :
আবেদনের সমস্ত বিবরণ :
- শুন্যপদের নাম: ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে Group-C Clerk Recruitment
- মাসিক বেতন: ১০,০০০/-
- বয়সসীমা: আবেদনকারীর বয়স অবশ্যই ০১/০৯/২০২২ তারিখের সাপেক্ষে ৬৪ বছরের কম হতে হবে
- আবেদনকারীর বাসস্থান: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- শিক্ষাগত যোগ্যতা: রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত গ্রুপ সি (Group C) কর্মীরা এই পদের জন্য আবেদন করতে পারবে
- নির্বাচন প্রক্রিয়া: সরাসরি অফলাইন ইন্টারভিউ-এর মাধ্যমে আবেদন করা যাবে
Apply Now: Click here for more Job Updates
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
- তারিখ: 23.09.2022
- সময়: সকাল 9.30 টা
- স্থান: Treasury Conference Hall, Kalimpong
আবেদন প্রক্রিয়া :
১. আবেদনকারীকে কোনোকিছু কোনো ঠিকানায় পাঠাতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ এর দিনে ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে যেই ফর্ম টি অফিসিয়াল নোটিশের শেষ পেজে দেওয়া আছে। নোটিশ থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
২. যথাযথ বিবরণ দিয়ে ফর্ম টি সঠিকভাবে পূরণ করতে হবে ও অবশ্যই দরকারি ডকুমেন্টস গুলো সঙ্গে নিয়ে যাবেন। সমস্ত ডকুমেন্টসের আসল কপি গুলো অবসসই সাথে রাখবেন।
৩. ভালোভাবে সমস্ত বিবরণ পড়ে নেবেন।
Official Website: Click here to visit
Official Notice: Click here to download
Our TELEGRAM Channel: Click to Join now
Our WHATSAPP group: Click here to Join
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box