কর্মী নিয়োগ চলছে আঁধার কার্ডের দপ্তরের বিভিন্ন পদে: UIDAI Aadhar Department Recruitment 2022

বর্তমানে কি আপনি মনের মতো চাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না ? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুন সুখবর ও বিজ্ঞপ্তি ! আবারো এক টাটকা-তাজা  চাকরির সুবর্ণ সুযোগ! ভারত সরকারের অধীনে UIDAI অফিস দ্বারা অফিসিয়ালি প্রকাশিত হলো আরো এক নতুন চাকরির বিজ্ঞপ্তি। Ministry of Electronics and Information Technology-Unique Identification Authority of India দপ্তরের HR দপ্তর থেকে 10.08.2022 তারিখে এটি প্রকাশিত হয়েছে। কর্মী নিয়োগ চলছে আঁধার কার্ডের দপ্তরের বিভিন্ন পদে, তাই আর কোনোরকম দেরি না করে জেনে নিন বিস্তারিত ভাবে সমস্ত তথ্য :

UIDAI Aadhar Department Recruitment 2022

আবেদনের সমস্ত বিবরণ :

  • শূন্যপদ বিজ্ঞপ্তি নম্বরA-12013/21/Deputation/ RO Ranchi/ 20-UIDAI/ 587 
  • শুন্যপদের নাম: 

                (1) ডেপুটি ডিরেক্টর(একটি শূন্যপদ আছে ),

                (2) সেকশন অফিসার(একটি শূন্যপদ আছে ), 

                (3) সিনিয়র অ্যাকাউন্ট অফিসার(একটি শূন্যপদ আছে ), 

                (4) অ্যাকাউন্ট্যান্ট(একটি শূন্যপদ আছে )

  • মাসিক বেতন: 

           মাসিক বেতন প্রতিটা বিভাগের জন্য কিছু নির্দিষ্ট সেকশন এ ভাগ করা আছে :-

                ১. ডেপুটি ডিরেক্টর প্রতি মাসে Pay Level ১১ এর সাপেক্ষে বেতন পাবে, 

                ২. সেকশন অফিসার প্রতি মাসে Pay Level ৮ এর সাপেক্ষে বেতন পাবে

                ৩. সিনিয়র অ্যাকাউন্ট অফিসার প্রতি মাসে পে লেভেল ১০ এর সাপেক্ষে বেতন পাবে 

                ৪. অ্যাকাউন্ট অফিসার প্রতি মাসে পে লেভেল ৫ এর সাপেক্ষে বেতন পাবে

  • বয়সসীমা: আবেদনকারীর বয়স অবশ্যই ৫৬ বছররের কম হতে হবে 

  • শিক্ষাগত যোগ্যতা: এই ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশটির ১ ও ২ নাম্বার পৃষ্ঠা দেখুন (download লিংকে ক্লিক করে সরাসরি ডাউনলোডের মাধ্যমে জেনে নিতে পারবেন )।

  • আবেদনের মাধ্যম : সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। 

  • আবেদন মূল্য: সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে সবাই 
                                                    Apply Now: Click here for more Job Updates

আবেদন প্রক্রিয়া:

১. Download লিংকে ক্লিক করে নোটিশটি ডাউনলোড করে নেবেন, নোটিশটির ৮ নম্বর পৃষ্ঠায় দেওয়া এপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নেবেন।

২. যথাযথ বিবরণ দিয়ে নির্ভুলভাবে এটি ফিল আপ করবেন ও বারবার যাচাই করে নেবেন।

৩. সমস্ত দরকারি কাগজপত্র/ডকুমেন্টের জেরক্স কপি attach করে দেবেন 

৪. সবকিছু একটি খামের মধ্যে ভরে নেবেন ও নিম্নলিখিত ঠিকানায়  পাঠিয়ে দিতে হবে :

            এপ্লিকেশন পত্র পাঠানোর ঠিকানা:

             '' Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 1st Floor,                 RIADA Central Office Building, Namkum Industrial Area, Near STPI Lowadih,                                    Ranchi- 834010. ''

৫. ভালোভাবে সমস্ত বিবরণ পড়ে নেবেন। 


আবেদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ :

 ১০.০৮.২০২২ তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে ও আবেদনের শেষ তারিখ হলো ২৬.০৯.২০২২


Official Website: Click here to visit

Apply Now: Click here to apply

Official Notice: Click here to download the notice

Our TELEGRAM Channel: Click to Join now

Our WHATSAPP group: Click here to Join