সাব ইন্সপেক্টর ও হেড কনস্টবল পদে চাকরি ! সঙ্গে আকর্ষণীয় বেতন ! Sub-Inspector Assistant & Head Constable Recruitment 2022

আবারো এক টাটকা-তাজা চাকরির সুবর্ণ সুযোগ! ভারতবর্ষের অন্তর্গত ভারত সরকারের অন্তর্গত কেন্দ্রীয় শিল্পরক্ষা বাহিনীর দপ্তরে অফিসিয়ালি প্রকাশিত হলো Sub-Inspector Assistant & Head Constable চাকরির বিজ্ঞপ্তি। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন হবে। তাই দেরি না করে এক ঝলকে দেখে নিন বিস্তারিত সমস্তকিছু :

Sub-Inspector Assistant & Head Constable Recruitment 2022

আবেদনের সমস্ত বিবরণ :

  • প্রথম শুন্যপদের নাম:  সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট
  • বেতন:  ২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকা পর্যন্ত (পে লেভেল ৫ এর সাপেক্ষে)
  • শূন্যপদের সংখ্যা: মোট ১২২ টি  শূন্যপদ আছে (কোন ক্যাটেগরির ক্ষেত্রে কয়টি শূন্যপদ বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ টি দেখুন ) 

  • দ্বিতীয় শুন্যপদের নাম:  হেড কনস্টেবল 
  • বেতন:  ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা পর্যন্ত (পে লেভেল ৪ এর সাপেক্ষে)
  • শূন্যপদের সংখ্যা: মোট ৪১৮ টি  শূন্যপদ আছে (কোন ক্যাটেগরির ক্ষেত্রে কয়টি শূন্যপদ বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ টি দেখুন ) 


বয়সসীমা: ২৫.১০.২০২২ তারিখের সাপেক্ষে আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে, সরকারি প্রথার সাপেক্ষে সংরক্ষিত ক্যাটেগরির আবেদনকারীকে ছাড় দেওয়া হবে  


আবেদনকারীর বাসস্থান: ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের স্থায়ী বাসিন্দারা (ছেলে ও মেয়ে উভয়েই) আবেদন করতে পারবে 


আবেদন মূল্য: ১০০ টাকা আবেদন মূল্য লাগবে কিন্তু ESM/ST/SC ক্যাটেগরি ও মহিলারা বিনামূল্যে আবেদন করতে পারবে।যেকোনো অনলাইন gateway এর মাধ্যমে অনলিমে টাকা পে করতে পারবে

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই সরকারি প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে

শারীরিক গঠন: পুরুষ আবেদনকারীকে ১৬৫ সেমি উঁচু হতে হবে ও মহিলাদের ১৫৫ সেমি উঁচু হতে হবে, এবং পুরুষদের ক্ষেত্রে ছাতি ৭৭ থেকে ৮২ সেমিহতে হবে ও ৫ সেমী প্রসারণ করার প্রবণতা রাখতে হবে 

আবেদন-  মাধ্যম: সরাসরি অনলাইন-এর মাধ্যমে আবেদন করা যাবে 

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়: যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া যাবে তবে ২৫.১০.২০২২ হলো শেষ তারিখ, ওই দিন বিকেল ৫ তার মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে । 

আবেদন- প্রক্রিয়া:

বিভিন্ন পদ্ধতিতে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, স্কিল পরীক্ষা, লিখিত পরীক্ষা দ্বারা নিয়োগ করা হবে এছাড়াও PST ও HBT হবে, লিখিত পরিক্ষা কম্পিউটার সাপেক্ষ হবে এবং হাতে ২ ঘন্টা সময় থাকবে, ১ নম্বর এর ১০০ টা প্রশ্ন থাকবে। এরিথমেটিক, সাধারণ জ্ঞান, ইংলিশ, হিন্দির নানা বিষয়ে পরীক্ষা হবে ও উচ্চমাধ্যমিক স্ট্যান্ডার্ড এর প্রশ্ন থাকবে। 

আবেদন-র  নিয়মাবলী:

১. CISF এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে(www.cisfrectt.in)। ফোন নম্বর ও ইমেইল আইডি দিয়ে লগইন করতে হবে ও একটি আবেদন পত্র পূরণ করতে হবে,  পাসপোর্ট আকারের রিসেন্ট ছবি আপলোড করতে হবে, আবেদন পুরোপুরি সম্পন্ন করার পর এক কপি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।  নোটিশ টি ভালো ভাবে পড়ে নিতে হবে। 

২. ভালোভাবে সমস্ত বিবরণ পড়ে নেবেন বিজ্ঞপ্তিটি থেকে 

3. যথাযথ বিবরণ দিয়ে ফর্ম টি সঠিকভাবে পূরণ করতে হবে


Official Notice: Click here to download

Apply Now: Click here to apply

Our Telegram Channel: Join Now

Our WhatsApp Group: Join now