আবারও এক সুবর্ণসুযোগ! SBI ব্যাংকের ক্লার্ক হিসেবে ৫০০৮ টি শুন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি!
বর্তমানে কি আপনি মনের মতো চাকরি খুঁজছেন ? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুন সুখবর ও বিজ্ঞপ্তি ! খুবই আনন্দের সহিত সবাইকে জানানো যাইতেছে যে, বর্তমানে Junior Associates(Sales এবং Customer) ৫০০৮ টি শূন্যপদ প্রকাশিত হলো State Bank of India র তরফ থেকে। তাই আর দেরি না করে এক ঝলকে তাড়াতাড়ি দেখে নিন চাকরির সমস্ত বিবরণ :
আবেদনের সমস্ত বিবরণ :
- শুন্যপদের নাম: Junior Associates(Sales & Customer)
- মাসিক বেতন: 19,700/- টাকা থেকে শুরু হচ্ছে
- বয়সসীমা: আবেদনকারীর বয়স অবশ্যই ০১/০৮/২০২২ তারিখের সাপেক্ষে ২০-২৮ বছর হতে হবে (সরকারি rules & regulation অনুযায়ী সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় দেওয়া রয়েছে)
- আবেদনকারীর বাসস্থান: ভারতবর্ষের যেকোনো যেকোনো রাজ্য তথা পশ্চিমবঙ্গ থেকেও আবেদন করা যাবে।
- শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে গ্র্যাজুয়েট হতে হবে।
- আবেদন প্রক্রিয়া: সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে
- আবেদন মূল্য: মাত্র ৭৫০ টাকা লাগবে শুধুমাত্র OBC/EWS/General-দের জন্য এবং SC/ST/PwBD/ESM/DESM-এই সমস্ত ক্যাটেগরীর অন্তর্ভুক্ত সকলে বিনামূল্যে আবেদন করতে পারবে।
- পদে নির্বাচন পদ্ধতি: প্রধানত উল্লিখিত দুই ভাবে এই সম্পন্ন হবে -(i) প্রিলি পরীক্ষা, (ii) মেন পরীক্ষা
Apply Now: Click here for more Job Updates
গুরুত্বপূর্ণ তারিখ:
৭ ই সেপ্টেম্বর ২০২২ থেকে আবেদন করা যাবে এবং ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: সকল আবেদনকারীকে জানানো হচ্ছে যে গুরুত্ব সহকারে সমস্ত বিজ্ঞপ্তিটি পড়ে সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে (অফিসিয়াল নোটিশ/বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভাবে নিচে দিয়ে দেওয়া হলো, সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন )
Official Notice: Click here to download
Official Website: Click here to visit the Official Website
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box