প্রত্যেক ছাত্রছাত্রী পাবে ১২০০০ টাকা ! Medhavi Scholarship 2022
ছাত্রছাত্রীরা তোমাদের পড়াশোনার জন্য কি scholarship এর আবেদন করতে চাও? তোমাদের জন্য নিয়ে এসেছে আজকে আকর্ষণীয় একটু স্কলারশিপ এর আপডেট। স্কলারশিপটির নাম মেধাবী স্কলারশিপ (Medhavi Scholarship 2022), এই স্কলারশিপ এর ব্যাপারে আগ্রহী হও তাহলে Medhavi Scholarship 2022 এ যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, কত টাকা পাওয়া যাবে, আবেদন শুরু ও শেষের তারিখ, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
যুক্ত হয়ে আপডেট থাকুন | |
---|---|
Telegram | Join Here |
Join Here | |
Join Here | |
Google News | Follow Us |
Follow Us |
Medhavi Scholarship 2022 Update
Medhavi Scholarship 2022: স্কলারশিপ বিবরণ
Medhavi Scholarship একটি সম্পূর্ণ সরকারি স্কলারশিপ প্রতি বছর ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে। এই স্কলারশিপ এর আওতায় রয়েছে বিভিন্ন ধরণের স্কলারশিপ যেমন স্বাক্ষম, সমাধান, স্বলম্বন স্কলারশিপ প্রভৃতি। ।
Medhavi Scholarship 2022: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে আবেদনকারীকে নূন্যতম দশম শ্রেণী পাশ হতে হবে অর্থাৎ উচ্চমাধ্যমিক স্তর, স্নাতক-স্নাতকোত্তর কোর্স, ডিপ্লোমা কোর্স সহ ইত্যাদি যেকোনো মাধ্যমিক স্তরের থেকে উচ্চ শ্রেণীর পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
Medhavi Scholarship 2022: বয়স সীমা
Medhavi Scholarship 2022 আবেদনকারী প্রার্থীর বয়স ১৬ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
Medhavi Scholarship 2022:কত টাকা দেওয়া হবে
Medhavi Scholarship 2022 এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়াকে সর্বোচ্চ ১২,০০০ টাকা অবধি দেওয়া হয়। এর জন একটি পরীক্ষা দিতে হবে যেতে উত্তীর্ণ প্রথম ৮৯৭ জন পড়ুয়া কে Type-A ক্যাটেগরির অন্তরজত ১২০০০ টাকা দেওয়া হবে, পরের ৩৫৮ জন পড়ুয়াকে Type-B ক্যাটেগরির অন্তর্গত ৬০০০ টাকা দেওয়া হবে এবং পরের ১৯৬ জন পড়ুয়াকে Type-C ক্যাটেগরির অন্তর্গত ৩০০০ টাকা দেওয়া হবে, এছাড়াও যে সকল পড়ুয়ারা স্কলারশিপের পরীক্ষায় নূন্যতম পাশ মার্কস অর্থাৎ৩০ শতাংশ অথবা তার বেশী পাবেন তাদের ৩০০ টাকা করে দেওয়া হবে
Medhavi Scholarship 2022: নির্বাচন প্রক্রিয়া
Medhavi Scholarship 2022 এখানে প্রার্থীদের সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। এই সম্পর্কিত আরও তথ্যের জন্য, আবেদনকারীরা অফিসিয়াল সাইটের সাহায্য নিতে পারেন।
Medhavi Scholarship 2022: আবেদন পদ্ধতি
- এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবে।
- Registration অপশনে গিয়ে প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণ করবে এবং তারপরে আবেদন ফি হিসেবে ৩০০ টাকা অনলাইনে পেমেন্ট করে অ্যাপ্লিকেশনটি submit করে দেবে।
- আবেদনপত্র ফিল আপ করার সময় বাকি তথ্যগুলো সহ নিজের ইমেল আইডি একদম সঠিকভাবে লিখবেন কারণ এরপরে আবেদনকারীর সাথে স্কলারশিপ কর্তৃপক্ষ শুধুমাত্র ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে।
- আবেদন করার পরে প্রত্যেক আবেদনকারীর সংশ্লিষ্ট ইমেলে একটি কনফার্মেশন মেল পাঠিয়ে দেওয়া হবে যাতে আবেদনকারীর রেজিস্ট্রেশন আইডি উল্লেখ করা থাকবে। আবেদনপত্র ভালোভাবে পূরণ করার পর সাবমিট করার পরবর্তী সময়ে প্রত্যেকে তার একটি স্ক্রিনশট নিয়ে রাখবে যা পরবর্তীতে যেকোনো দরকারে কাজে লাগবে।
Medhavi Scholarship 2022: পরীক্ষা পদ্ধতি
Medhavi Scholarship 2022 জন্য ৯ ই অক্টোবর, ২০২২ তারিখে অনলাইনে MCQ(সঠিক উত্তর নির্বাচন) পরীক্ষা নেওয়া হবে। ইংরেজি, General Aptitude, General Studies, Quantitative Aptitude এই চারটি বিষয়ের মধ্যে থেকে সমস্ত প্রশ্ন আসবে।
Medhavi Scholarship 2022: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ - ১ লা সেপ্টেম্বর, ২০২২।
আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ - ৩০ শে সেপ্টেম্বর, ২০২২।
Medhavi Scholarship 2022: কিভাবে আবেদন করবেন?
ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট https://medhavionline.org/ এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিচে দেওয়া সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে অবশ্যই ভালো করে পড়ে নিন।
10 sec
সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন | |
বীরভূম | ক্লিক করুন |
বাঁকুড়া | ক্লিক করুন |
হুগলি | ক্লিক করুন |
হাওড়া | ক্লিক করুন |
কোলকাতা | ক্লিক করুন |
জলপাইগুড়ি | ক্লিক করুন |
দক্ষিণ ২৪ পরগণা | ক্লিক করুন |
পূর্ব বর্ধমান | ক্লিক করুন |
পশ্চিম মেদিনীপুর | ক্লিক করুন |
পুরুলিয়া | ক্লিক করুন |
FAQ
Medhavi Scholarship 2022 এর জন্য কীভাবে আবেদন করবেন?
SDDM এ উপরিউক্ত পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের https://medhavionline.org/ এ অফিসিয়াল সাইটে যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।
Medhavi Scholarship 2022 নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে?
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর, সমস্ত যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষা দ্বারা নির্বাচন করা হবে।
EduTalk with Krishna Sir কি Medhavi Scholarship এর চাকরির আপডেট প্রদান করে?
হ্যাঁ, EduTalk with Krishna Sir Medhavi Scholarship এর চাকরির আপডেট প্রদান করে।
আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box