সুখবর ! কলকাতার Field Worker পদে চাকরির আবেদন করুন: ফিল্ড ওয়ার্কার Recruitment ২০২২
বর্তমানে কি আপনি মনের মতো চাকরি খুঁজছেন ? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুন সুখবর ও বিজ্ঞপ্তি ! আবারো এক টাটকা-তাজা চাকরির সুবর্ণ সুযোগ! Field Worker অফিস দ্বারা অফিসিয়ালি প্রকাশিত হলো আরো এক নতুন চাকরির বিজ্ঞপ্তি। আবেদনকারীকে দিতে হবে না কোনোরকমের লিখিত পরীক্ষা, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন হবে। তাই দেরি না করে এক ঝলকে দেখে নিন বিস্তারিত সমস্তকিছু :
আবেদনের সমস্ত বিবরণ :
- বিজ্ঞপ্তি নম্বর : 650 /2022
- শুন্যপদের নাম: Field Worker (চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের অধীনে)
- মাসিক বেতন: ২০,০০০/- টাকা
- বয়সসীমা: আবেদনকারীর বয়স অবশ্যই ৪০ বছরের মধ্যে হতে হবে, সরকারি প্রথার সাপেক্ষে SC/ST ক্যান্ডিডেট ও OBC ক্যান্ডিডেট দের জন্য যথাক্রমে ৫ বছর ও ৩ বছরের ছাড় দেওয়া হবে
- আবেদনকারীর বাসস্থান: পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলারস্থায়ী বাসিন্দারা (ছেলে ও মেয়ে)আবেদন করতে পারবে
- শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই গ্রাজুয়েশন পাশ করতে হবে ও এই কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে ৩ বছরের।
- নির্বাচন প্রক্রিয়া: সরাসরি অফলাইন ইন্টারভিউ-এর মাধ্যমে আবেদন করা যাবে
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: 14.09.2022 তারিখ সকাল 11.00 টা
ইন্টারভিউয়ের স্থান: Office of The Office Incharge (Hospital), 1st Floor Of Wing Hospital, CNCI Hazra campus.
ইন্টারভিউ এর নিয়মাবলী/আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীকে নিজের Resume/ নিজের বিবরণ প্রস্তুত করতে হবে যেখানে নিজের যাবতীয় বিবরণ ভালো এভাবে লেখা থাকবে এবং এর সাথে দরকারি কাগজপত্রর আসল কপি নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রগুলির তালিকা নিচে দেওয়া হলো:
দরকারি কাগজপত্র :
১. পাসপোর্ট সাইজ এর রঙিন ছবি,
২. যদি SC/ST/OBC হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে Caste Certificate লাগবে,
৩. প্রস্তুত করা Resume বা নিজস্ব বিবরণ,
৪. শিক্ষাগত যোগ্যতার সমস্ত certificate লাগবে,
৫. মাধ্যমিক/Secondary এক্সাম এর এডমিট কার্ড লাগবে,
বি.দ্র: অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে নেবেন আবেদন প্রক্রিয়া শুরু করার আগে।
(সম্পূর্ণ অফিসিয়াল নোটিশটি নিচে দেওয়া লিংক থেকে সহজেই ডাউনলোড করে নিন)
Apply Now: Click here to apply
Download Now: Click here to download Official Notice
Our Telegram Channel: Join Now
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box