সরাসরি ইন্টারভিউ দিয়ে সহজেই চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ AIIMS, যোধপুরে : বেতন মাসে ২০,০০০ টাকা !
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? হাজার খোঁজাখুঁজি করেও মিলছেনা কোনো চাকরি? আপনার কাছে আছে বিশেষ এক সুখবর .
AIIMS (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স) এর তরফ থেকে AIIMS Recruitment ২০২২ Notification এর মাধ্যমে প্রকাশ করা হলো ল্যাবরেটরি সুপারভাইজারপদে নিযুক্তিকরণের কিছু শুন্য পদ।
কোনো প্রকার লিখিত পরীক্ষা না দিয়েই সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদনকারীরা আবেদন করতে পারবে, নিয়োগ প্রক্রিয়া হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। ভারতবর্ষের যেকোনো জায়গার যেকোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়েই বিনামূল্যে আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা, বেতন, বয়সসীমা, পদ্ধতি সমস্ত কিছু নিচে বিস্তারিত ভাবে দেওয়া হলো :
- পদের নাম : Laboratory Supervisor
- বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর বয়সী ছেলেমেয়ে
- মাসিক বেতন : 20,000/-
- নূন্যতম যোগ্যতা : আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পাস্ করতে হবে/ ডিপ্লোমা পাশ/ DMLT (২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন)/ স্নাতক (৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন)
আবেদন প্রক্রিয়া:
1. অফলাইনে সরাসরি আবেদন করা যাবে।
2. আবেদন ফর্মের প্রিন্ট আউট বের করে যথাযথ বিবরণ দিয়ে নির্ভুলভাবে ফর্মটি ফিলাপ করতে হবে.
3. ইন্টারভিউ তারিখ ও সময়: 21/09/2022 9.00am
4. স্থান: Research Section , Room no. C -116, First Floor, Medical College Building, AIIMS, Jodhpur
বি.দ্র: অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে নেবেন আবেদন প্রক্রিয়া শুরু করার আগে।
(সম্পূর্ণ অফিসিয়াল নোটিশটি নিচে দেওয়া লিংক থেকে সহজেই ডাউনলোড করে নিন)
প্রয়োজনীয় নথিপত্র (Documents):
১. পাসপোর্ট সাইজ ফটো
২. শিক্ষাগত যোগ্যতার নথিপত্র
৩. বয়সের প্রমাণপত্র
৪. জাতিগত শংসাপত্র (যদি থাকে)
৫. ভারতে স্থায়ীভাবে বসবাসের প্রমাণপত্র
Official Notification: Download Now
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box