চাকরি প্রার্থীদের জন্য সুখবর। দেশের এক গুরুত্বপূর্ণ আই.টি পরিষেবা সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) থেকে ইন্টার্নশিপের জন্য আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে। TCS Internship 2022- প্রোগ্রামের ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে এই প্রোগ্রামের জন্য আবেদন চলছে TCS এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে। এ বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।
TCS Internship Program 2022
পদের নাম ইন্টার্নশিপ। টাটা কনসালটেন্সি সার্ভিসেস(TCS) ইন্টার্নশিপ ২০২২ প্রোগ্রামের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, "যদি আপনার একটি ধারাবাহিক এবং এক্সিলেন্স অ্যাকাডেমিক রেকর্ড থাকে এবং R&D আপনার স্বপ্ন হয়। তাহলে যোগ দিন আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামে এবং সিনিয়র গবেষকদের তত্ত্বাবধানে কাজ শিখুন।"
এই প্রোগ্রামে আবেদন করতে হলে কোন কোন বিষয়ে পাঠরত হতে হবে?
কম্পিউটার সায়েন্স, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, গণিত, গেম ডিজাইনিং ইত্যাদি বিষয়।
এই প্রোগ্রামে আবেদন করতে হলে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে?
পি.এইচ.ডি (PhD), এম.এস (M.S), এম.টেক (M. Tech)-এ অধ্যয়নরত পড়ুয়ারা কিংবা কম্পিউটার সায়েন্সে বি.ই বা বি.টেকের অন্তিম বর্ষে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, গণিত এবং গেম ডিজাইনিং-এ মাস্টার্স বা পি.এইচ.ডি করছেন এমন ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবেন।
টাটা কনসালটেন্সি সার্ভিসেস(TCS) ইন্টার্নশিপ এর আবেদন পদ্ধতি
নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি পৌঁছে যান অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে নির্দিষ্ট স্থানে গিয়ে আবেদন করুন ইন্টার্নশিপের জন্য। আবেদনের ক্ষেত্রে বৈধ্য ইমেইল ইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
অনলাইনে আবেদন করুন
সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন | |
বীরভূম | ক্লিক করুন |
বাঁকুড়া | ক্লিক করুন |
হুগলি | ক্লিক করুন |
হাওড়া | ক্লিক করুন |
কোলকাতা | ক্লিক করুন |
জলপাইগুড়ি | ক্লিক করুন |
দক্ষিণ ২৪ পরগণা | ক্লিক করুন |
পূর্ব বর্ধমান | ক্লিক করুন |
পশ্চিম মেদিনীপুর | ক্লিক করুন |
পুরুলিয়া | ক্লিক করুন |
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box