SOCIAL MEDIA | JOB ALERT (BENGALI) | JOB ALERT (ENGLISH) |
---|---|---|
Telegram | Join Here | Join Here |
Join Here | Join Here | |
Join Here | Join Here | |
Google News | Follow Us | Follow Us |
Follow Us |
West Bengal Assistant Teacher Recruitment 2022 – রাজ্যের স্কুলে স্থায়ী পদে আসিস্ট্যান্ট শিক্ষক নিয়োগ।
করোনা অতিমারির কারনে অনেকেই নিজেদের কাজ হারিয়েছে , বহু মানুষ তাদের জীবন-জীবিকা বদলেছে। পরিস্থিতি একটু একটু করে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এর মধ্যেই রাজ্যের বাংলা মাধ্যমের কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল স্থায়ী পদে শিক্ষক নিয়োগের (West Bengal Assistant Teacher Recruitment 2022) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোন পদে নিয়োগ করা হবে? শূন্য পদ কতো? কোথায় আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়সসীমা কত হতেহবে? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।
পদের নামঃ স্থায়ী পদে আসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে।
মোট শূন্যপদঃ মোট শূন্য পদ রয়েছে ৩টি । UR ক্যাটাগরিদের জন্য রয়েছে ২টি সিট। এবং OBC-A দের জন্য রয়েছে ১টি সিট।
যে বিষয়ের জন্য নিয়োগ করা হবেঃ নবম ও দশম শ্রেণীর বাংলা বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে।
এবং জীবন বিজ্ঞান ও ইতিহাসের জন্য আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতিঃ আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। নির্দিষ্ট ফর্মটি পূরণ করে, তারসাথে সমস্ত ডকুমেন্টস অর্থাৎ আপনার বায়োডেটা আ্যাটাচ করে একটি খামে ভরে , নির্দিষ্ট বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ের অফিসে জমা দিয়ে আসতে হবে।
বিঃদ্রঃ কোরিয়ার সার্ভিস/ স্পিড পোস্ট বা ইমেল/ ফ্যাক্স এর মাধ্যমে পাঠানো আবেদন কিন্তু গ্রহণ করা হবে না ।
আবেদন প্রার্থীর যোগ্যতাঃ
১।আবেদন প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কমপক্ষে তাকে ৩০০ নম্বর পেতে হবে।
২। এছাড়াও আপনার B.Ed কোর্স টি কমপ্লিট করা থাকতে হবে।
৩। TET পরীক্ষায় পাশ করতে হবে।
৪। আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
আবেদন মূল্যঃ আবেদনের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন OBC ক্যাটাগরির প্রার্থীরা তাদের জন্য ৪০০ টাকা ফি ধার্য করা হয়েছে। এবং UR ক্যাটাগরিদের জন্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে ।
নিয়োগের স্থানঃ নিয়োগ হবে কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলে। উপরোক্ত আলোচিত প্রতিটি শূন্যপদের জন্য শুধু মাত্র পুরুষ প্রার্থীরাই আবেদনের যোগ্যমাত্র।
আবেদনের তারিখঃ আবেদনের জন্য ১৮/০৫/২০২২ থেকে ২৮/০৫/২০২২ এর মধ্যে আবেদন করতে হবে। সময় সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
অফিসিয়াল নোটিফিকেশনঃ ডাউনলোড করুন।
আবেদন পত্রঃ ডাউনলোড করুন।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। – ক্লিক করুন
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box