সমস্ত চাকরি প্রার্থীদের জন্য ইতিমধ্যেই Arambagh Foodmart Pvt Ltd Recruitment 2022 Notification প্রকাশিত হয়েছে। Arambagh Foodmart Pvt Ltd এর তরফ থেকে Store Assistant, Security Guard, Warehouse Assistant, Loading & Unloading person পদে চাকরির এক সুবর্ণ সুযোগ। ভারতীয় নাগরিক হলেই পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা থেকেই ছেলে অথবা মেয়ে উভয়েই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। যদি আপনি আগ্রহী হন তাহলে Arambagh Foodmart Pvt Ltd- এ আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
Arambagh Foodmart Pvt Ltd Recruitment 2022 – লিখিত পরীক্ষা ছাড়াই অষ্টম পাশ যোগ্যতায় যুবশ্রী প্রকল্পে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে গ্রুপ সি ও ডি নিয়োগ।
Arambagh Foodmart Pvt Ltd Recruitment 2022
Advertisement No (বিজ্ঞপ্তি নম্বর)
---------
Starting Date of Apply (আবেদন শুরুর তারিখ)
---------
Last Date of Apply (আবেদন শেষের তারিখ)
---------
Arambagh Foodmart Pvt Ltd Recruitment 2022: Job Description
Recruitment Procedure – আবেদনের পদ্ধতিঃ
আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে। বায়োডাটা ইমেইল এড্রেসে পাঠাতে হবে।
বায়োডাটা পাঠানোর ইমেইল এড্রেসঃ anjana.d@arambaghfoodmart.com
Recruiter Organization – নিয়োগকারী সংস্থাঃ
Arambagh Foodmart Pvt Ltd
Post Name – পদের নামঃ
Store Assistant, Security Guard, Warehouse Assistant, Loading & Unloading person পদ।
Job Posting – কর্মস্থলঃ
59B Chowringhee Road.-Kolkata -700020
SALARY – বেতনঃ
এখানে বেতন কাঠামো একটু আলাদা ধরনের। প্রথমে থাকা ও খাওয়া খরচের জন্য মাসে 12 হাজার দেওয়া হবে এবং সেলস ইন্টেন্সিভ হিসেবে মাসে 11 হাজার দেওয়া হবে। স্টোর এসিস্ট্যান্ট পদের জন্য মাসে 7,300 টাকা দেওয়া হবে, সিকিউরিটি গার্ড পদে 7900 ও ওয়্যার হাউস এসিস্ট্যান্ট পদে মাসে 7300 টাকা দেওয়া হবে। এছাড়াও লোডিং ও আনলোডিং পদের জন্য দৈনিক মজুরি হিসাবে দেওয়া হবে।
Vacancy – শূন্যপদঃ
সব মিলিয়ে ৬৬টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন।
Arambagh Foodmart Pvt Ltd Recruitment 2022: Recruitment Qualifications
Academic Qualification – শিক্ষাগত যোগ্যতাঃ
উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম কিংবা মাধ্যমিক পাশ। স্টোর এসিস্ট্যান্ট ও সিকিউরিটি গার্ডের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশ করতে হবে এবং বাকী ওয়্যার হাউস এসিস্ট্যান্ট ও লোডিং ও আনলোডিং পদের জন্য শুধু অষ্টম পাশ করলে আবেদন করতে পারবে। এখানে নতুন এবং অভিজ্ঞ উভয় কাজের সুযোগ পাবে।
Age Limit – বয়সসীমাঃ
আবেদন করতে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে।
Nationality – জাতীয়তাঃ
Must be Indian – জাতিতে অবশ্যই ভারতীয় হতে হবে।
Application Fees – আবেদন মূল্যঃ
আবেদন করার জন্য কোনো টাকা লাগবে না।
Selection Process – নিয়োগ প্রক্রিয়াঃ
যে সমস্ত চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। ইন্টারভিউ এর দিন প্রয়োজনীয় ডকুমেন্টস ভেরিফিকেশন করে তারপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ স্থান ও সময়ঃ
59 B Chowringhee Road .Kolkata - 700020 । এখানে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে সকাল এগারোটা থেকে এবং ইন্টারভিউ প্রক্রিয়া চলবে দুপুর 2 টো পর্যন্ত ।
How to Apply for Arambagh Foodmart Pvt Ltd Recruitment 2022
ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট https://employmentbankwb.gov.in/view_advertisement.php এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিচে দেওয়া সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন।
Details Advertisement Link
(বিস্তারিত বিজ্ঞাপন)
(আবেদন করার ফর্ম)
Arambagh Foodmart Pvt Ltd Recruitment 2022 – Frequently Asked Questions
Q.1 How to apply for Office of the Block Development Officer Recruitment 2022? (কীভাবে আবেদন করবেন?)
Ans: Office of the Block Development Officer এ উপরিউক্ত পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের https://employmentbankwb.gov.in/view_advertisement.php-এ অফিসিয়াল সাইটে যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।
Q.2 What is the Office of the Block Development Officer Recruitment 2022 Selection Process? (নির্বাচন প্রক্রিয়া কি?)
Ans: আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর, সমস্ত যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষা এবং Interview এর মাধ্যমে নির্বাচন করা হবে।
Q.3 Does EduTalk with Krishna Sir provide Office of the Block Development Officer Recruitment 2022 Job Updates? (EduTalk with Krishna Sir কি চাকরির আপডেট প্রদান করে?)
Ans: হ্যাঁ, EduTalk with Krishna Sir Office of the Block Development Officer Recruitment 2022 এর চাকরির আপডেট প্রদান করে।
Q.4 How can I get government jobs in West Bengal (আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?)
Ans: পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box